নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ শামসুল হক

মোঃ শামসুল হক › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটারের কোন ফাইল বা ফোল্ডার (খুবই দ্রুত) খোঁজা

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

আমারা যারা কম্পিউটার ব্যবহার করি অনেক সময়ই কোন ফাইল বা ফোল্ডার খোঁজার প্রয়োজন হয়। Windows 7 এ একটু তাতাতাড়ি খোঁজা গেলেও Windows XP তে খুঁজতে অনেক সময় লাগে, যা খুবই বিরক্তিকর। একটি সাধারণ সফটওয়্যার (Everything) দিয়ে তা সহজেই সমাধান করা যায়। এজন্য বর্ণিত লিঙ্ক http://www.voidtools.com/ থেকে একটি 334 কিলোবাইট এর ফাইল ডাউনলোড করে, ডাউনলোড ফাইলটি ইন্সটল করে ফাইলটি ওপেন করলে একটি উইন্ডো দেখা যায়। ইন্সটল ফাইলটি ওপেন করলে প্রথমে (শুধুমাত্র ইন্সটল করার পর) একটু সময় নেয়। তারপর উপরের বক্সে যে কোন কিছু লেখার সঙ্গে সঙ্গে (যদি তা কম্পিউটার এ থাকে) তা পাওয়া যায়।

এই সফটওয়্যারটি দিয়ে খুবই দ্রুত ফাইল বা ফোল্ডারের অবস্থান জানা যায়। যেখান থেকে ফাইল বা ফোল্ডার কপি বা কাট করা যায়।

পোর্টেবল হার্ডড্রাইভ কম্পিউটার এর সাথে থাকলে এই অপশন টি কাজ করে। কিন্তু হার্ড ড্রাইভ টি অবশ্যই NTFS ফরম্যাট এ থাকতে হবে। FAT ফরম্যাট এ থাকলে নিম্নোক্ত লিঙ্ক এর সাহায্য নিয়ে NTFS এ রুপান্তর করা যায়। http://support.microsoft.com/kb/307881

কোন ফাইলের এক্সটেনশন (যেমন .avi, .mp3, .rar) দিয়ে সম্পূর্ণ কম্পিউটারের ঐ ধরনের ফাইল পাওয়া যায়।

এই সফটওয়্যারটি Windows 2000, XP, 2003, Vista and Windows 7 এ কাজ করে।

এটি সম্পূর্ণ ফ্রী, তাই লাইসেন্স বা মেয়াদ শেষ হওয়ার ভয় নাই।

বিস্তারিত সাহায্যের জন্য এই লিঙ্ক দেখা যেতে পারে http://www.voidtools.com/faq.php

কাজ করে দেখুন খুবই মজা পাবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.