![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি না থামাস তোর সত্য বলা
চুপ করে কেটে দেবে গলা,
কোনোদিন করে দেবে গুম
পেড়ে যাবি চিরতরে ঘুম।
না হয় দেবে গোটা দশ মামলা
লে ব্যাটা জমি বেঁচে সামলা,
আবার বকিস বড়
করে দিবে জড়সড়,
ধরিয়ে হাতে গুলি বা ম্যাগাজিন
চিনিস ব্যাটা কে ক্যামন জিন ?
লাফালে ব্যাটা করে দেবে ক্রসফায়ার
পোষা কুকুর নয়তো বা করে সন্ত্রাসী হায়ার,
তাই থামা তোর ঠিকপথে চলা
বকলে বেশি গুম করে কেটে দেবে গলা ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬
পৃথিবীর আলো বলেছেন: সত্য কথা কবিতার ভাষায়........ হুম........ দারুন...