নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

নোংরা তোরা; তোদের ক্ষমতার রাজনীতি

২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:৫৬


সংক্ষিপ্ত নাম `ঢামেক' (ঢাকা মেডিক্যাল কলেজ ) এর সাথে অনেকেরই পরিচয় না থাকলেও; ঢাকা মেডিক্যাল কিংবা ঢাকা মেডিক্যাল কলেজ নামের সাথে বহু বহু মানুষের অনেক অনেক বেদনাকাতর স্মৃতি জড়িয়ে আছে। এক হলো প্রাপ্তি আর এক হলো হারানোর স্থান !! আবার হারানো ও প্রাপ্তি একসাথেও ঘটে। যেমন হারানো কোনও প্রিয়জনের মরদেহ ঢামেক এর মর্গে খুঁজে পাওয়া !!
১ জুলাই'২০২৪ হতে ৫ আগস্ট'২০২৪ পর্যন্ত স্বৈরাচার, বর্বর, খুনী-হায়েনাদের হাতে নিহত ১২১ জনের মৃতদেহের মধ্যে ১১৪ টি মৃতদেহ রায়ের বাজার বধ্যভূমির ৪ নং ব্লকের ৩৭ নং লেন এ আন্জুমান এ মফিদুল ইসলাম এর মাধ্যমে কবর দেয়া হয়েছে। বাকী ৭ টি মৃতদেহ বিগত ৮ মাস যাবৎ -এখনও বে-ওয়ারিশ হিসেবে `ঢামেক' (ঢাকা মেডিক্যাল কলেজ) এর মর্গে পরে আছে !!
রায়ের বাজার বধ্যভূমির ৪ নং ব্লকের ৩৭ নং লেন এ কবরস্থ ১১৪ টি মৃতদেহের জন্য তৈরী করা সমাধি ফলক এ লেখা আছে- এই কবর গুলোতে যারা চিরনিদ্রায় শুয়ে আছেন; তাদের সবার পিতৃ পরিচয় ছিল, ছিল তাদের পরিবার। কিন্তু কোন্ কারনে তারা বেওয়ারিশ হিসেবে দাফন হলো ? তারা তো বেওয়ারিশ ছিলেন না !!
পৃথিবীর কোনও শিক্ষিত, সভ্য, এমনকি লজ্জাস্থান ঢাকার জন্য গায়ে অন্তত একটি ছেড়া লুঙ্গিও পরিধান করে এমন কেউ; এসব পাপিষ্ঠ রাজনীতিবিদদের অনুসরন করতে পারে না !!!
বর্তমানে জোড়দার দাবী উত্থাপিত হচ্ছে; নির্বাচন দাও-নির্বাচন দাও !! কেন রে !!?? কেন হে !!?? কাউন্সিলার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হবি !!?? ক্ষমতায় বসে টাকা লুটবি আর পাবলিক-কে লাশ বানাবি ?? অশিক্ষিত মানা যায়; কিন্তু আমাদের দেশের জনগন এত বোকা কেন ?? কেন এসব নীতিজ্ঞান বর্জিত ক্লীবগুলোর পিছনে লাইন দেয় !! নিজেকে অন্যের কাছে অপরাধী, অন্যকে বা নিজেকে লাশ বানানো ছাড়া এদের আর সফলতা কোথায় ??

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?

২| ২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অন্তর্বর্তী সরকার বিদায় নিলে আমরা আবার সেই অন্ধকারেই পতিত হতে যাচ্ছি।

৩| ২৩ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের রাজনীতি থেকে শুধু নীতিটাই বাদ পড়েছে।

৪| ২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৬

যামিনী সুধা বলেছেন:



আপনি সরকারী সংস্হায় চাকুরী করেছিলেন; সরকারগুলো কি করছে, আপনি বুঝেন কিনা?

২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:২৯

সামছুল আলম কচি বলেছেন: হা: হা: হা: হা: হা:.. জ্ঞানের গভীরতা যতটুকু, ততটুকু বুঝি। ৯৫% সরকারী কর্মকর্তা’রা শুধুই নিজের ভালোটা বোঝে। আর সবচেয়ে বড় সমস্যা; দেশের প্রতি তাদের কোনও কমিটমেন্ট নেই, ওদের মগজ দেশপ্রেম শুন্য !! একটা ভালো প্রশাসকের উচিৎ সব পেশার সব কর্মকর্তাদের জন্য রাজনীতি বন্ধ করা; এমনকি কোনও সমিতি করারও অনুমতি দিবেনা। কোনও কর্মকর্তা’র ২টির বেশী ব্যাংক একাউন্ট থাকতে পারবে না। নির্দেশিত কর্মপরিধির প্রত্যেক কাজের স্বচ্ছতা এবং জবাবদিহীতা ইজ মাস্ট। দায়িত্বে অবহেলা ও আদেশ অমান্যকারীর জন্য সর্বোচ্চ শাস্তির তাৎক্ষনিক ব্যবস্থা করতে হবে। ঘোষিত সম্পদের বাইরে সব কিছু সিজ করতে হবে। ৬ মাসে একটা গতিশীল এবং নিরপেক্ষ প্রশাসন তৈরী ডালভাত।।

৫| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ২:৩০

এইচ এন নার্গিস বলেছেন: আমাদের নীতি নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.