![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সজ্ঞায় লিখিলে ‘‘মারা’’ শব্দকে নিম্নরূপ বর্ণনা করা যাইতে পারে :-
"কোনও ব্যক্তির দ্বারা কিংবা কোনও ব্যবসায় ধোকা খাইয়া কিংবা অপ্রত্যাশিত অন্য কোনও ঘটনা (লাভ বিবেচনায় বিনিয়োগ করিয়া) হেতু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং পারিপার্শ্বিক জীবনে আর্থিক ও সময় ক্ষতি হেতু যে অযাচিত দূ:খ-কষ্ট-যন্ত্রনদূর্ভোগ পোহাইতে হয় এবং উহার কারনে আমাদের অন্তরে ও বাহিরে যে চিনচিনে ব্যথা অনুভূত হয় তাহাকেই ‘‘মারা খাওয়া’’ বলা হইয়া থাকে !!
ইহা ব্যতিত বাংলা ভাষায় ‘‘মারা’’ শব্দটির প্রতিশব্দ বা সমার্থক আরও বহু শব্দ পাওয়া যায়, যাহা ভিন্ন ভিন্ন ভাবে বুঝিবার বা বুঝাইবার জন্য ব্যবহৃত হইয়া থাকে যেমন- মারিয়া ফেলা (পিটাইয়া বা অন্য কোনও উপায়ে), অভিঘাত করা, অভিঘাত হানা, আঘাত করা, আঘাত দেত্তয়া, আঘাত হানা, বিদ্ধ করা, উচ্ছন্ন করা, ধ্বংস করা, নাশ করা, পাত করা, সর্বনাশ করা ইত্যাদি। যাহার মর্মার্থ (মারা) ‘‘স্ল্যাং’’ (অপ শব্দ/ভাষা) হিসাবেই বেশীর ভাগ ক্ষেত্রে ব্যবহার হইয়া আসিতেছে।
উপরের ‘‘মারা’’ (স্ল্যাং অপ শব্দ/ভাষা) শব্দটি মানুষের ‘‘মৃত্যুর’’ সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার না করিলে সমস্যা কোথায় ??
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কোনও মানুষের ‘‘মৃত্যু’’ কে ‘‘মারা’’ বলিয়া সম্বোধন; শুনিতে খুব ভালো লাগিতেছে না !! মানুষের আত্মা কি ‘‘মারা’’ যায় ?? ওরা কি মানুষের ‘আত্মার’ ধ্বংস কিংবা একেবারে ‘মরিয়া’ যাওয়ায় বিশ্বাসী ??
অন্তত: মানুষের সম্মানে ‘‘মৃত্যুবরণ’’ করিয়াছে বলিলে, ভাষাগত কি এমন ক্ষতি হইবে !!??
তবে বিতর্ক আরও রহিয়া গেল !! আমরা কি মৃত্যু-কে বরণ করিয়া লই ? মৃত্যুকে কে চায় !!??
২৬ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৩৭
সামছুল আলম কচি বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন !!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ এর পর থেকে আপনার কোনও লেখা নেই কেন ??
২| ২৬ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫৫
এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর পোষ্ট ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোষ্ট। আপনার সাথে সহমত।