নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহেরা

আরেফিন৩৩৬

একটি নেতৃত্বই পারে একটি জাতিকে পরিবর্তন করতে; আমি এ কথায় বিশ্বাসী।

আরেফিন৩৩৬ › বিস্তারিত পোস্টঃ

দেয়ালে দেয়ালে ইনকিলাব

২৯ শে জুলাই, ২০২৪ রাত ৯:২৭


পুলিশের সন্তানের জন্যে আহাজার

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১০:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
ইনকেলাবি বা জিন্দাবাদি পাকিস্তানপন্থি আন্দোলন এই স্বাধীন বাংলাদেশে কখনো সফল হবে না।

৩০ শে জুলাই, ২০২৪ রাত ১:০৫

আরেফিন৩৩৬ বলেছেন: নিজেকে শোধরান, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ময়মনসিংহের কামালপুর রক্তক্ষয়ী যুদ্ধে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত পরিবার। পরিবারের ২২ জন একই দিনে শহীদ হয়। কবি আমীর আজিজের শব্দ থেকে নেয়া। পড়াশোনা করেন ডিবি হারুনের মতো জ্ঞান নিয়ে থাকলে পোলাপানের জ্ঞানের সামনে ছোট হবেন।
আমরা নিরেট বাংলাদেশী, সাধারণ শিক্ষার্থীবৃন্দও তাই। তাই কোমলমতিদের সাথে আমি দৃঢ়ভাবে একমত।

২| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১০:৪৬

রানার ব্লগ বলেছেন: যাক একটা ব্যাপার আপনারা এত্ত দিন পর ও এত্ত রক্তের বিনিময়ে স্বিকার করলেন। আন্দোলন টা আসলে আপনাদের কোটা সংস্কারের ছিলো( ছাত্রদের আন্দোলন পর্ব টুকু বাদ দিয়ে) না। এত্ত দিন বেশ দন্দে ছিলাম, এখন পরিষ্কার হলো। সরকার খেদাও আন্দোলন। পাব্লিকের ঘাড়ে পা দিয়ে ক্ষমতায় আরহন। ফলাফল, যেই লাউ সেই কদু। আবার ছাত্রদের নামতে হবে ইস্যু হবে ভিন্ন, আবার রক্ত ঝড়বে। আবার আগুন জ্বলবে। মাঝখান দিয়ে জীবন যাবে নিরীহ ছাত্র ও আম জনতার। লাভের পুইশকা তো আপনাদের পাতে।

৩০ শে জুলাই, ২০২৪ রাত ১:০৭

আরেফিন৩৩৬ বলেছেন: আমাদেরও বহু লস হবে কিন্তু তবুও আমরা সাধারণের পক্ষে। আর ক্ষমতা ক্ষমতা না করে স্বৈরাচার বিদায়ের কথা বলুন, ভাবুন।

৩| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১০:৫৮

মিথমেকার বলেছেন: এত শহীদের রক্ত বৃথা যেতে পারে না। দেশের প্রতিটি দেয়ালে-দেয়ালে রক্তের কালিতে লেখা থাকবে এই গণহত্যার ইতিহাস।

৩০ শে জুলাই, ২০২৪ রাত ১:০৮

আরেফিন৩৩৬ বলেছেন: গণহত্যাকে কিছু মানুষ রাজনৈতিক পরিচয়ে লুকাতে চান। নৃশংস

৪| ৩০ শে জুলাই, ২০২৪ ভোর ৬:৪৬

প্রহররাজা বলেছেন: আরব বসন্তের পরে কিন্তু দেশ গুলা শেষ হয়ে গেছে। আন্দোলনের নায়কগুলা এখন পশ্চিমা বিশ্বে রাজনৈতিক আশ্রয়ে আছে।

৩০ শে জুলাই, ২০২৪ সকাল ৯:৩৬

আরেফিন৩৩৬ বলেছেন: আপনি কোন পক্ষে সুস্পষ্ট করুন

৫| ৩০ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:

বিশ্ববিদ্যালয় বন্ধ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্যাড ব্যাবহার করে শিবিরের "স্পষ্ট বিবৃতি" নামে বিভিন্ন মিডিয়াতে পাঠিয়েছে। যার একটি ছিল বিইউপি যা একটি ক্যান্টনমেন্টের ভেতর
একটি আর্মি পরিচালিত বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলে কিভাবে? তাও শিবিরিও রাজনীতি?
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্যাড ব্যবহার করে রাজনৈতিক ঘোষণা করার অনুমতি দিল কে?

৩০ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪৭

আরেফিন৩৩৬ বলেছেন: এখানে প্রসঙ্গে থাকেন। উপরের আলোচনার আলোকে কথা বলেন। আর কু তর্ক করতে চাইলে আমি ওয়ালে লিখুন, ঐখানে গিয়ে লিখবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.