![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই নতুন সহস্রাব্দে দুনিয়া যে অনিবার্য রাজনৈতিক সমীকরণে জড়িয়ে গেছে তাতে এডওয়ার্ড সাঈদ প্রতিদিনই আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠবেন। পূর্ব গোলার্ধের মানুষের চিন্তার প্রক্রিয়া এবং দিক নির্ধারণ করতে সাঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ । নিজে খ্রিস্টান ছিলেন, কিন্তু কোনদিনই পরিবার প্রদত্ত এডওয়ার্ড নামটি নিয়ে স্বস্তি পাননি, কারণ নামটা আরবের নয়, পশ্চিমা নাম। সাঈদ নামটিই ছিল তার প্রিয়। গতকাল ছিল এই মহান চিন্তাবিদের মৃত্যুদিন। তার কয়েকটি কথা আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয়। কথাগুলো এই নতুন শতকের রাজনৈতিক সমীকরণ মেলাতে অপরিহার্য।
‘...আরবদের মাধ্যমে ইউরোপ সব সময় ইসলামকে তাদের দরজায় আঘাত করতে দেখেছে। ভুলে যাবেন না যে, ইসলামই একমাত্র অ-ইউরোপিয় সংস্কৃতি যাকে কখোনই পুরোপুরি পরাজিত করা যায়নি।...’
‘...আমি যুক্তি দিয়ে প্রমাণ করে দেব যে, পশ্চিমের ধারণা প্রধানভাবে এসেছে ইসলামি ও আরব দুনিয়ার বিপরীত বিবেচনা থেকে।...’
'...মৌলবাদ এখন টেলিভিশনের একটি জনপ্রিয় বিষয়। কিন্তু আমি মনে করি ইসলামী এবং আরব দুনিয়ায় সংগঠিত সব কিছুর সঙ্গে মৌলবাদকে জড়িয়ে ফেলাটা সঠিক নয়।...'
‘...গাজার পশ্চিম তীরে মানুষেরা নিজেদের ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইরত ইসলামী সশস্ত্র যোদ্ধা মনে করে কারণ ইসলামই তাদের জীবনের সর্বশেষ জায়গা যা ইসরায়েলিরা কখনো দখল করতে পারবে না। ঠিক এমনটাই হয়েছিল ফরাসি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে আলজেরিয়ানদের লড়াইয়ে । তাই ইসলাম এবং সেকুলারিজম উভয়েরই বিভিন্ন ধরণ আছে।...’
‘...ওরিয়েন্টালিজমে আমি ইসলাম সম্পর্কে কথা বলিনি, বরং বলেছি পশ্চিমে ইসলামের উপস্থাপন নিয়ে এবং সমালোচনা করেছি সেই উপস্থাপনার ভিত্তি এবং লক্ষ্যকে ।...’
©somewhere in net ltd.