![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামঃ শঙ্কর দেবনাথ\nপ্রকাশিত গ্রন্থ -\nকবিতার বই- আত্মহনন অথবা মৈথুন,\nশিয়রে নীলাভ জ্বর।\nছড়ার বই- দুধমাখা ভাত,\nফাটকা কথার টাটকা ছড়া,\nটক ঝাল তেতো কড়া।\nসম্পাদিত পত্রিকা- ছোটদের ভোরের পাখি।
খোকন মাকে প্রশ্ন করে-
বলতে পারো মাম্
তোমার কাছে আমার আছে
কত্তো টাকা দাম?
হেসে কেঁদে বলেন মা যে-
জানিস নে তা বোকা,
তুই তো আমার গচ্ছিত ধন,
সোনামাণিক খোকা।
খোকন বলে- যেইখানে সেই
গচ্ছিত ধন রাখা-
কুলপি খাবো, সেখান...
এক/
বল্ দেখি কার
লম্বা গলা?
প্রশ্ন করেন কাকা-
চোরের মায়ের -
জোরের সাথেই
চেঁচিয়ে বলে রাকা।
দুই/
পড়িস নে তুই
কেন ভোলা?
...
এক
-----
প্রেম আজ বন্দি ফ্রেমে
নদীবুক ভর্তি পানায়
মা তোমার অ আ ক খ - র
ঘরে দেয় বর্গী হানা
দুই
----
আমার অ আ
ক খ - র ঘরে
তোমার গেরোস্থালি
ভাল বাসার
ফাঁক-ফোকড়ে
জমছে ধুলোবালি
তিন
----
ভালবাসা ভাসা ভাসা হলে
ভিনদেশি শিকারী ঈগল
দীঘল...
টাক ডুমা ডুম - টাক
দাদুর মাথায় - টাক,
টাকের উপর
চক দিয়ে রোজ
দিদুন কষেন - আঁক,
টাক ডুমা ডুম - টাক।
তাক ধিনা ধিন - তাক
দিদুন ডাকেন - নাক,
নাকের উপর
বাজান দাদু
তাক ধিনা ধিন...
কথা
কইতে গেলে দোষ
সাপের
বিষাক্ত ফোঁস ফোঁস
আমার
একলা ঘরের ফাঁক-ফোকড়ে
পাল্টে রাখে খো'স।
সারা
ঘর কাঁপিয়ে দাপিয়ে বেড়ায়
শিংঅলা এক মোষ।
তাই
মুখ বুঁজে সই সব
পোড়ে
দুরন্ত শৈশব
আমার
মায়ের শাড়ির নকসিকাঁথা
কবিতার বই সব।
ভয়ে
ঘরের কাঠেই আগুন জ্বেলে
আপোসে হই শব।
১/
নদী ছোটে 'যদি' সুখে ফেলে রেখে চর-
ঘর থাকে একা ঘরে - মন যাযাবর।
২/
রাতের ঘুমের ঘরে গাঢ় হয় রাত-
ঘুমটুকু খেতে চায় মাংসাশী দাঁত।
৩/
পাখিটির বুকে আছে যতটুকু নীড়-
তারও চেয়ে বেশি নাচে...
এক
****
ভীষণ রেগে বললে দাদা-
আস্ত গাধা তুই,
এক অংক এত করেও
বুঝলি নে কিচ্ছুই।
ব্যাঁ ব্যাঁ করে- খানিক জোরে
বলল শেষে রাধা-
গাধারা কি অংক বোঝে?
আমার সোনা দাদা!
দুই
*****
মিথ্যে বলা ভীষণ খারাপ
বলেন বাবা- শোনো,
মিথ্যে দিয়ে হয়না ভালো
কিচ্ছুটি...
ফেস আছে বেশ বুকের থেকে
লক্ষ্য যোজন দূরে,
টুকটুকে মুখ ধুকপুকে সুখ
মরছে শুধু ঘুরে।
হোমের ভিতর ইতর ইতর
ওমের লোভে ঢুকে,
ট্যাগের ফাগে গৃহত্যাগের
ইচ্ছে জাগে বুকে।
কেয়ারফুলি শেয়ার করে
নেয়ার আশা থেকে-
চুপে চুপেই জড়াই গ্রুপে
কাঁঠাল আঠা মেখে।
লাইক...
বাঘ মামাজি বললো ফোনে-
ভাগনে হরিণ শোনো,
তোমার সাথে এখন থেকে
নেই কো বিবাদ কোনো।
এক ঘাটে জল খাবো এসো,
ভাগনে এবং মামায়,
নদীর চরে ঘুরবো এসো,
ভয় পেয়ো না আমায়।
হরিণ বলে- মামা, তোমার
বুদ্ধিটা কী খাসা,
সন্ধি করার...
এক/
তোমার শিরায় হাঁটে
নিকোটিন ধারা,
কোথায় ঘুমোবো আমি?
বিছানা মাহারা!
দুই/
মা'র শাড়ি পুড়ে পুড়ে
ছাই হয়ে যায়,
চারদিকে এত দাদা-
কাকে ডাকি ভাই!
কর্পোরেট জ্বরে সুখে ঘর পোড়ে আর
ডাউনলোডের সুখে বুক জলাকার
তোমাকে চুম্বন দিই মাঝরাতে ফোনে-
মন পাতি অন লাইনের বাঁদাবনে
নেটের গহীনে ঢুকে টুকে নিই সবই
গেটের দু'পাশে রাখি কুকুরের ছবি
ম্যাসেজ ডিলিট করে- প্যাসেজ বাড়াই
মিস...
জ্বলছে আগুন মনে বনে
টলছে প্রাণীকুল,
কীসের পাপে সৌরতাপে
ফোটায় বিষের হুল।
ভোরেই জেগে গিন্নি রেগে
আগুন হয়ে ওঠেন,
সেই আগুনেই কিচেনরুমে
চায়ের জলটা ফোটে।
হাট বাজারের সাথে সাথেই
জ্বলছে আগুন পেটে,
নেতার কথায় আগুন জ্বলে
মিছিল সভা গেটে।
তুষের আগুন বুকের...
অধিকার বধিরতা আনে
বোধের ভেতরে
রোদেলা শব্দরা
উষ্ণায়ন লেখে
আর
ক্ষমতাসীনের চোখ
দিনে দিনে
নিশাচরী ভিসা পায়
মানুষ কার্যত
নিজেরই বিরুদ্ধে নিজে
অস্ত্র শানায়
বলাই যায় না
শুধু দলা দলা কষ্টরা
দীর্ঘ শ্বাস বেয়ে নেমে আসে
ঘেমে যায়
ঘর দোর মন
তবু চোর চোর
খেলি রোজ
খোঁজ করি একটা ভোরের
জীবনটা
প্রেমের - ঘোরের
খোকন মাকে প্রশ্ন করে-
বলতে পারো মাম্,
তোমার কাছে আমার আছে
কত্তো টাকা দাম?
হেসে কেঁদে বলেন মা যে-
জানিস নে তা বোকা,
তুই তো আমার গচ্ছিত ধন,
সোনামাণিক খোকা।
খোকন বলে- যেখানে সেই
গচ্ছিত ধন রাখা-
কুলপি খাবো, সেখান...
©somewhere in net ltd.