![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পছন্দ করি, পাশাপাশি ছবি তুলতে (আরও অনেকের মতই)!
সুন্দর এই একঘেয়ে শহরে,
সবচেয়ে আকর্ষনীয়া যে নারী,
আর সবচেয়ে মেধাবী যে পুরুষ,
ধীরে ধীরে মনোটনাস হয়ে উঠে
তারাও শেষাবধি।
তবু তারা ঘর করে, সংসার করে
সন্তান সন্ততি প্রেম নিয়ে তাদের সম্পন্ন গৃহ!
যান্ত্রিক সুন্দরের এই আকাংখা
আরও কিছু বস্তুবাদী উন্নয়ন।
এসব না করেই বা কি করা?
ঈশ্বরে প্রশান্তি?
পরলোকে সুখের আশা?
একটা বিপ্লব?
সমাজটাকে ভেঙ্গে নতুন কিছু?
তারও লক্ষ্য তো সেই সুখ আর সমৃদ্ধি,
সম্পন্ন বেঁচে থাকা! তবে?
আর কী তবে?
সুন্দর এই মনোটনাস শহরে?
২১ জুলাই ২০২০
১১ ই নভেম্বর, ২০২০ ভোর ৫:৩৬
শানরাইনা বলেছেন: সে তো অবশ্যই, কিন্তু আমাদের শহরে তো বৈষম্যই প্রকট। আর তাই তো মনোটোনাস এই আত্মো-উন্নয়নের গান। ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১১ ই নভেম্বর, ২০২০ ভোর ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
মনোটোনাস হবে কেন?
১১ ই নভেম্বর, ২০২০ ভোর ৫:৩২
শানরাইনা বলেছেন: এটি একটি মানসিক অবস্থা, কবিতাতে এমন তো হতেই পারে, নয়কি? আপনার অবশ্য ভিন্ন মত থাকতেই পারে, পড়ার জন্য ধন্যবাদ।
৩| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩১
নেওয়াজ আলি বলেছেন: এর নাম জীবন । বেঁচে থাকাই সত্য ও সুন্দর
৪| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় দারুন আবেগময় কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০২০ ভোর ৪:৪২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবাই মিলে সুখ আর সমৃদ্ধির মাঝে বেঁচে থাকা ,আর প্রকট বৈষম্যের মাঝে বেঁচে থাকা এক না।