নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন আর কিছু নেই, কেবল তুমি, আমি আর মাঝখানে এক অবিন্যস্ত উঠোন!

শানরাইনা

লিখতে পছন্দ করি, পাশাপাশি ছবি তুলতে (আরও অনেকের মতই)!

শানরাইনা › বিস্তারিত পোস্টঃ

নাহিদদের বাড়িতে একটেরে দুপুর

২২ শে অক্টোবর, ২০২১ ভোর ৬:২৪

আমিনুল হক শান্ত

নাহিদদের অর্ধ্বসমাপ্ত বাড়িতে
একটেরে নিঝুম দুপুরগুলো,
কোলাহল থেকে দূরে,
ঘুলঘুলি পথে অলস নিমগ্নতায়,
খুব সন্তর্পণে দেয়াল বেয়ে নেমে আসত
ধীরে ধীরে, প্রতিদিন।

সেসব অবশতার অনুসঙ্গ হয়েই,
মৃদু কোমল এক সলাজ হাসি
ছড়িয়ে ঠোটে, ধীর কদমে
দরজার ফ্রেম জুড়ে এক কাপ অতুলনীয় চা হাতে, নাহিদ এসে বসত সোফাটায়!

তখন খুব উদাস দুপুর, শহরের শরীর বেয়ে বেয়ে,
ঝিমুনি ধরিয়ে দিত, কী এক মায়াজাল!

গল্প জুড়ে থাকত সমকাল,
কবিতা ও গল্প, গারো পাহাড়,
আর সাঁওতালদের জীবন
কোন উপন্যাসের চরিত্র।

সেসব কিছু আর মনে নেই এখন, মনে পড়ে
কেবল নিঝুম সেসব একটেরে দুপুরগুলো।

দেহাতীত সেসব হিরন্ময় দুপুর,
নিষ্কাম মেদুর অভিজ্ঞান, বন্ধুতা।
নাহিদদের বাড়িতে,
তেমন দুপুর আর আসে না এখন।

সেপ্টেম্বর ১৯, ২০২১

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৫

কুশন বলেছেন: মনে হচ্ছে কবিতাটি বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.