![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলেন জনগণ মন্ডপে মন্ডপে একটা ভার্চুয়াল ট্যুর মাইরা আসি
এইটা শাঁখারী বাজার থেকে বের হবার শেষ মাথায়। আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর।
এইটা জগন্নাথ হলের
উপচে পড়া দর্শক
এইগুলা না দেখলে মনে হয় মেলা জমেই নাই
এই আলোই জীবন, জীবনের চক্র
কেমন জানি একটা আমন্ত্রণ নেমন্তন্ন লাগে, কুল
আগে খালি দাজ্জাল এর শিং আসিলো এখন স্বয়ঙ কোবরা
ঢাকেশ্বরীতে ঢুকতে পারি নাই ভীরের জন্য, তাই বাইরে থেইক্কা
এটা সহ নীচের সবগুলো শাখারী বাজারের বিভিন্ন অংশে
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৫
শরৎ চৌধুরী বলেছেন: বৃত্ত জগন্নাথ, ঢাকেশ্বরী, শাখারী বাজার অনেকগুলো মন্দিরের...
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৭
আইরিন সুলতানা বলেছেন: কোনখানে কোনখানে??
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৮
উদাসী স্বপ্ন বলেছেন: ছোটকালে শুনতাম ফরিদপুর, যশোর আর ময়মনসিংহের পূজা নাকি সবচেয়ে বড় মন্ডপ হইতো! কতদিন ধইরা যে ফরিদপুরের কুমার নদীর ব্রীজের নীচের বিশাল মেলাটা দেখি না, আইজকা খালি স্মৃতিই হইয়া থাকে সেই বিশাল মেলা আর পূজা মন্ডপ যেগুলো একেকট বিশাল উৎসব হয়েই আসতো আমাদের জীবনে। স্কুল থাকতো বন্ধ, কি মজা!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: আমার দেখা এবং এনজয় করা সবচেয়ে দারুন পূঁজা হয় দিনাজপুরে। আমি সেটা সবচেয়ে বেশি মিস করি। আহা কি আনন্দ।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৯
আইরিন সুলতানা বলেছেন: আচ্ছা, উত্তর দেখে নিয়েছি।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৮
শরৎ চৌধুরী বলেছেন: গুড গুড...আমি ইম্প্রেস্ড।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৮
বৃত্তবন্দী বলেছেন:
সিদ্ধেশ্বরী মন্দিরের ছবি...
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৬
শরৎ চৌধুরী বলেছেন: বিয়াপক হইছে। আহা আহা।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১১
শাওন বলেছেন: দূর্গা পূজার শুভেচ্ছা ।
দেশ ছাড়ার পর ঈদ যেমন মিস করতেছি দশমীটাও তেমন । মেলা যে কতদিন দেখিনা (
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২১
শরৎ চৌধুরী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা অনেক।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২১
রুবেল শাহ বলেছেন:
শরৎ ভাই
ছবিগুলো বিবরণ দিলে হত না......... ?
====
অনেক সুন্দর
শারদীয় শুভেচ্ছা
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০১
শরৎ চৌধুরী বলেছেন: দিতাছি একেএকে। ও কে?
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২০
শরৎ চৌধুরী বলেছেন: লও মিয়া দিয়া দিলাম।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
জন্মদিন পার টার করে কোথায় থেকে আসা হলো?
কেমন কাটলো ৯/৯/৯ ?
শারদীয়ার শুভেচ্ছা।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৯
শরৎ চৌধুরী বলেছেন: সাজি ইতিহাসের বিভৎসতম জন্মদিন কাটছে বস। হ্যাংওভার কাটাইয়া এখন একটু ঢুকলাম।
আপনারে দেইখা খুব ভালো লাগছে। অনেক ছবি জমছে, আসবে একে একে। আপনাকেও শারদীয় শুভেচ্ছা।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০২
দীপান্বিতা বলেছেন: বাঃ! খুব ভাল লাগছে ওখানকার ঠাকুর দেখে...আজ আনন্দবাজারে ঢাকেশ্বরী মন্দিরের দূর্গাপ্রতিমার ছবি দিয়েছে, দেখে খুব আনন্দ হল, ব্লগের কথা মনে পরে গেল....মহানবমীর শারদ সন্ধ্যার শুভেচ্ছা...
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪
শরৎ চৌধুরী বলেছেন: আপনাকে তাহলে এবার দশমীর শুভেচ্ছা। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২২
বৃত্তবন্দী বলেছেন: ঢাকেশ্বরী মন্দির???