নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ব্লাড গ্রুপ বি-পজেটিভ

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬





রক্তে বলে রেভুল্যুশন হয়

টাটকা রক্ত, মুছে যাওয়া রক্ত

শুকিয়ে যাওয়া রক্ত, বিলাপরত রক্ত

আঁঠালো রক্ত, সিমেন্টের রক্ত, কালো পিচের রক্ত

ছবির রক্ত, লুকিয়ে ফেলা রক্ত

ভেসে যাওয়া রক্ত, গোপন রক্ত

হোলিখেলার রক্ত, গরাদের রক্ত

ফেনাতোলা রক্ত, বমিআসা রক্ত



রেভলন আর রেভুল্যুশন, রেভ ইল্যুশন

রেভুল্যুশন আর লোশন

আফটার শেভ, মৌতাত গন্ধ ভুরভুর

মানুষপঁচা হেয়ারজেল মেখে

রেভুল্যুশন, মানে নানান পতাকা হাতে সিএসআর

পিএসআর, ডিএসএলআর

চিৎকার দেয়, চিল চিৎকার

চিৎকার দেয়, গণ সৎকার



ভূমিষ্ট হয় রক্তে মাখা শিশু

প্রতি ঝাকুনিতে, প্রতি বিটের ছটায় ছটায়

প্রতি টকশো, প্রতি মকশো, প্রতি ঠকশো

রক্তের দাগ, নাড়ীর বাঁধন হারিয়ে যায়

পিক্সেলের ফোঁটায় ফোঁটায়

খড়খড়ে কাগজ কিংবা পিচ্ছিল স্ক্রীণের তলায়



ইতিহাসের চৌবাচ্চা ভাসিয়ে দিয়ে

উপকূল ধেয়ে আসে নতুন রক্তখেকো

রামপালে রক্তের হোলি, বনজ কয়লা

মানুষের দেহ, ধরীত্রি দেহ অঙ্গার থেকে ছাই

সিমেন্টে পিষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ঝকঝকে ময়লার খাই



আর মহামান্য, মহাক্ষমতাধর, মহাবিষ্ময়, রেভ্যুউউউলুশন

দরজায় কড়া নাড়ে

রেভলনের গাঁঢ় লিপিষ্টিক ঠোঁটে

দৈনন্দিন গা-সওয়া রক্তপাতের বিনিময়ে

আমরা, এই আমরাই সমস্বরে বলি

মিথ্যা এই শহরে, মিথ্যুক এই গ্রামে

পূর্ববর্তী সকল ভবিষ্যৎবাণীকে

ভুল প্রমাণ করতে, আদি এবং একমাত্র সত্য

রেভ্যুউউউলুশন এসেছে...তাকে আহরন কর

কি এসেছে? রেভ্যুউউউলুশন এসেছে

এখন শুধু দরকার, পঞ্চায়েত জুড়ে

মহল্লা জুড়ে বুকের অঙ্গার

সাঁরি সাঁরি রক্ত ক্যাম্প

ও পজেটিভ, এ নেগেটিভ আর বি পজেটিভ,

আর বি পজেটিভ, আর বি পজেটিভ, আর বি পজেটিভ....

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ রাত ৮:১৫

খেয়া ঘাট বলেছেন: কবিতার প্রতিটি অক্ষর যেন সেলস, প্লেটলেটস, প্লাসম হয়ে রক্তের সাথে মিশে গিয়ে দারুন বিদ্রোহে ফেটে পড়ছে আর বিদ্রোহি রক্তের ধারা যেন রক্তের সন্ধানে অলিতে গলিতে ছুটে চলছে। মোহিত হলাম।

১১ ই মে, ২০১৩ রাত ৮:২০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খেয়াঘাট। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।

২| ১১ ই মে, ২০১৩ রাত ৮:২৫

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

১১ ই মে, ২০১৩ রাত ১০:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মুনসী।

৩| ১১ ই মে, ২০১৩ রাত ১০:০০

একজন আরমান বলেছেন:
কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।

আপনার এই গুনটা আমার জানা ছিল না।

১১ ই মে, ২০১৩ রাত ১০:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আরমান। শুভেচ্ছা অনেক।

৪| ১১ ই মে, ২০১৩ রাত ১০:০৮

সায়েম মুন বলেছেন: কবিতার প্রতিটি লাইন বিদ্রোহে ফেটে পড়তে চাইছে যেন।

১২ ই মে, ২০১৩ সকাল ১০:৫২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা সায়েম।

৫| ১১ ই মে, ২০১৩ রাত ১০:৪৫

সায়েম মুন বলেছেন: সামুর সার্ভার নাকি আপগ্রেড করা হলো। আমি বিস্ময়ে হতবাক। এটাকে আপগ্রেড না ডাউনগ্রেড বলে। এক পেজ ওপেন হতে কত যে সময় লাগে তার কোন ঠিক ঠিকানা নেই। তাছাড়া আপগ্রেডের পর মোবাইলে সামুর কোন পাত্তা নেই। প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে সামু বিপরীতক্রমে হাঁটা শুরু করেছে। :P

১২ ই মে, ২০১৩ সকাল ১০:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: সামুর সার্ভার আপগ্রেড করার পর এখন ফাইন টিউনিং চলছে...কিন্তু এখনো অনেকের জন্য ইউজাবিলিটি প্রবলেম রয়েই গেছে...সেটা ঠিক করা দরকার।

৬| ১২ ই মে, ২০১৩ রাত ১২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা পড়ে কেন যেন মনে হল চোখে বাতাসে কি যেন একটি উড়ে এসে পরল খুব জ্বলছে

১২ ই মে, ২০১৩ সকাল ১০:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা কান্ডারী, শুভেচ্ছা অনেক।

৭| ১২ ই মে, ২০১৩ রাত ৩:১৩

বটবৃক্ষ~ বলেছেন: খেয়া ঘাট বলেছেন: কবিতার প্রতিটি অক্ষর যেন সেলস, প্লেটলেটস, প্লাসম হয়ে রক্তের সাথে মিশে গিয়ে দারুন বিদ্রোহে ফেটে পড়ছে আর বিদ্রোহি রক্তের ধারা যেন রক্তের সন্ধানে অলিতে গলিতে ছুটে চলছে। মোহিত হলাম।

জাস্ট এমেইজিং!!! :) :)

১২ ই মে, ২০১৩ সকাল ১০:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ বটবৃক্ষ।

৮| ১২ ই মে, ২০১৩ সকাল ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: চারিদিকে রক্ত চাই।রক্ত আজ খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে।ভাবটা এমন আমাকে রক্ত দাও সব পাবে। এ ই রক্ত নিয়ে কবিতা লেখার ইচ্ছা জাগছে।

১২ ই মে, ২০১৩ সকাল ১০:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: হুমমম, ইন্টারেস্টিং পর্যবেক্ষণ। অনেক শুভেচ্ছা সেলিম।

৯| ১২ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৮

শুকনোপাতা০০৭ বলেছেন: কয়েকবার পড়লাম কবিতাটা...প্রতিটা লাইনেই তিক্ত সত্যের ছোঁয়া!! তবুও,বি পজেটীভ!

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:১৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা শুকনোপাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.