নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Tropical Cyclone Targets India, Bangladesh, Myanmar
Click This Link
প্রশ্নটা ঝড়ে আক্রান্ত মানুষকে সাহায্যের চাইতে, তার আগেই কি করে বাঁচানো যেতে পারে সেটার।
মহাসেন নিয়ে যা করা যেতে পারে:
১. তথ্য প্রবাহ। অনলাইন থেকে সর্বশেষ তথ্য জানিয়ে বিপদসংকুল পরিস্থিতি উদ্ভব হবার আগেই লোকজন সরিয়ে ফেলা। কিভাবে? উপকূল অঞ্চলের অনেকের কাছে মোবাইল আছে। তাদের ব্লগার বা ফেইসবুকার হবার দরকার নেই। তাদের কাছে তথ্য জানাবেন অনলাইনের বান্দারা। প্রথমত উপকূলবর্তী অঞ্চলের আত্মীয় বন্ধুর সাথে যোগাযোগ করুন। তাদেরকে একটা কমিউনিকেশন স্ট্রাকচার দিয়ে দিন।
১.ক. ইউনিয়ন তথ্যকেন্দ্র কিন্তু একটা গ্রাসরুট কেন্দ্র। সেখানে যোগাযোগ করতে বলুন। এখান থেকে তথ্য নিয়ে মেম্বার, চেয়ারম্যান, এর থ্রু হয়ে স্কুল এর প্রধান শিক্ষক বাকী শিক্ষক এবং শিক্ষার্থীদের জানান, শিক্ষার্থীরা খবর বাড়ীতে পৌছে দেবে, মসজিদের ঈমামদের যুক্ত করুন, প্রতি বেলার নামাজে তিনি ঝড়ের আপডেট দেবেন। বিপদসীমার কাছাকাছি আসলেই সতর্ক করতে থাকবেন, মসজিদের মাইক ব্যবহার করবেন।
১.খ. লোকাল এনজিওদের স্থানীয় দূর্যোগ ব্যবস্থাপনা রেডিও নেটওয়ার্ক আছে সেখানে খোঁজ নিয়ে যোগাযোগ করতে বলুন। সমুদ্রে থাকা মাঝিদের জন্য টেলিকাস্ট করতে বলুন। দূর্যোগ মোকাবিলা ব্যবস্থায় করণীয়গুলোর ড্রিল দিন এক ঘন্টা করেন। সেই একই ইনফরমেশন ফ্লো ব্যবহার করে।
১.গ. যেখানে মোবাইল নেই বা যেখানে টাওয়ার বিধ্বস্ত সেখানে অন্তত একটা আলো জ্বেলে বা শব্দ করে সতর্ক করার ব্যবস্থা করুন।
১.ঘ. আঘাতের আগেই সরে যাওয়া গেলে অনেক প্রাণ রক্ষা হয় এবং সেটার জন্য প্রয়োজনে ড্রিল করুন। কোথায় আশ্রয় নেবে, কখন নেবে ইত্যাদি ইত্যাদি।
১.ঙ. শুকনো খাবার সংরক্ষণ, গবাদী পশু বাঁচানোর জন্য এখনি সতর্কতামূলক ব্যবস্থা নিতে উৎসাহিত করুন।
১.চ. কিভাবে কোথায় সাহায্য পাবে সেটার একটা কো-অর্ডিনেশন খুব অল্প পরিসের ছোট ছোট দলে ভাগ করে ফেলুন।
১.ছ. স্থানীয় কোন কোন পদ্ধতি দূর্যোগ মোকাবিলার জন্য কার্যকর সেটা পরস্পরকে জানাতে থাকুন।
এসবে আপনার কি খরচ হবে? কয়েকটা মোবাইলের কল আর নেট। এসব তো নিয়মিত পছন্দের পেইজ আর ব্লগেই ব্যায় করেন। এবার একটু এই কাজে ব্যবহার করুন। ফলে দেরী করে কি লাভ, কাজে নেমে পড়ুন।
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৩
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৪৪
সোহাগ সকাল বলেছেন: দরকারি পোষ্ট! নির্বাচিত পাতায় দেখতে পেয়ে ভালো লাগলো।
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৪
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ সোহাগ।
৩| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অত্যন্ত গুরুত্ব পূর্ণ । আমাদের সচেতন হতে হবে এবং এগুলো সবাইকে জানিয়ে দিতে হবে সেই সাথে।
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৪
শরৎ চৌধুরী বলেছেন: খুব ঠিক। ধন্যবাদ অনেক।
৪| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৫৯
পথের পাঁচ . .. বলেছেন: দক্ষিণাঞ্চলের মানুষ আমি !!!!
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৫
শরৎ চৌধুরী বলেছেন: আপনি ই হয়ে উঠতে পারেন সত্যিকারের সাহায্যকারী, বিশেষ করে উপকূলের মানুষের জন্য।
৫| ১২ ই মে, ২০১৩ রাত ১:০০
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: বাস্তবায়ন করা গেলে অনেক ক্ষতি কম হত।
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৫
শরৎ চৌধুরী বলেছেন: করার সম্ভাবনা শেষ হয়নি তো।
৬| ১২ ই মে, ২০১৩ রাত ১:১৬
অমৃত সুধা বলেছেন: আসছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’
http://dhakajournal.com/?p=7187
৭| ১২ ই মে, ২০১৩ রাত ১:৩৯
আমিনুর রহমান বলেছেন:
অতি গুরুত্বপুর্ন পোষ্ট।
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৬
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আমিনুর।
৮| ১২ ই মে, ২০১৩ সকাল ৯:২৪
মোমের মানুষ বলেছেন: অতি গুরুত্বপুর্ন পোষ্ট।
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৬
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ মানুষ।
৯| ১২ ই মে, ২০১৩ সকাল ৯:৩৭
ইসপাত কঠিন বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট। আমার কিছু সাজেশন যোগ করে নিতে পারেন। উপকূলীয় এলাকার ব্লগার রা হয়ত জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।
১। মোবাইল ফোন, চার্জার লাইট চার্জ দিয়ে রাখুন এবং ব্যবহার সীমিত করুন যাতে প্রয়োজনের সময় ঠিকমত ব্যবহার করা যায়।
২। মোমবাতি কিনে রাখুন।
৩। বয়স্ক ও শিশুদের পারলে নিরাপদ এলাকায়/আত্নীয় স্বজনদের বাড়ীতে পাঠিয়ে দিন।
৪। একটি করে কলাগাছ কেটে রাখতে পারেন যাতে জলোচ্ছাস বিপজ্জনক উচ্চতায় গেলে ভেসে থাকা যায়। তবে ভীত হয়ে সব কলাগাছ কেটে ফেলা ঠিক হবে না। আবার ভেলা বানালেও কিন্তু জলোচ্ছাসে লাভ হবে বলে মনে হয় না।
৫। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাহস আর শক্তি সন্চয় (টাইপ জনিত কারনে ভুল বানান) করুন। মনে রাখবেন There is always some way. There must be.
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৭
শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো বলেছেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
১০| ১২ ই মে, ২০১৩ সকাল ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সময় উপযোগী পোস্ট ভাল লাগলো ।
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৭
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ সেলিম।
১১| ১২ ই মে, ২০১৩ সকাল ১১:৩৪
রহস্যময়ী কন্যা বলেছেন: উপকারী পোষ্ট।ভালো লাগলো
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৮
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ কন্যা।
১২| ১৩ ই মে, ২০১৩ সকাল ১০:২৪
প্রত্যাবর্তন@ বলেছেন: +++্
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৮
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৩৬
খেয়া ঘাট বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ পোস্ট।