নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মা, সমীহ জাগানো দর্শনের উৎস এবং ধারক

১২ ই মে, ২০১৩ দুপুর ১২:৫১

মানব ইতিহাসে মানবিকতার মূল মন্ত্রটুকু মূখ্যত মায়ের দেয়া। পুং অর্থনীতি এবং ইতিহাসের চেতনায় মানবিকতাকে প্রায়শই "সারভাইভের" বিপরীতার্থক হিসেবে উপস্থাপন করা হয়। কেমন যেন একটা নরমসরম বিষয়, ভালো কিন্তু সমীহ করার মত বিষয় নয়, অর্থাৎ কাজের জিনিস না আসলে। যেমনটা ক্ষমতা, আধিপত্য, প্রতিযোগীতা, যুদ্ধ, ছিনিয়ে নেয়া, অর্জন ইত্যাদি। অনেকটা পিতা পিতা পুরুষ ক্যারেকটারের সাথে বেশি যায় যেন। হা হা হা। কিন্তু "সারভাইভাল" এবং "বিকাশ" উভয়ের জন্য ভালোবাসার যে অন্তঃশীল স্রোত বহমান থাকা দরকার সেটা অন্যা্ন্য সারভাইভাল টেকনিকের চেয়ে শ্রেয়তর এবং বুদ্ধিদীপ্ত। এটা কেবল জৈবিক সন্তান জন্মদানের বিষয় নয় বরং আরো বৃহত্তর অর্থে সামগ্রিক বেঁচে থাকার দর্শনকে ইঙ্গিত করে। একা এবং সামষ্টিক উভয় অর্থেই। আমার কাছে বিষয়টা এমন- মা্নুষের সবচেয়ে গভীরতম অনুভূতি কিন্তু শান্ত এবং অতল; সহজে দুলুনি দেখা যায় না। আর দূর্বলতম অনুভূতির প্রকাশ সবসময়ই উচ্চবাচ্চ ও অতিশোয়াক্তিমূলক, সহজেই দৃশ্যমান এবং নির্বোধ চোখে-বেশি আকর্ষনীয়।



মা কে ধন্যবাদ যে তিনি অস্তিত্বশীল। কেবল আমার মা নন, সবারই। তিনি না থাকলে মানব প্রজাতি প্রথমত সারভাইভ করতো না এবং মানুষের সর্বোচ্চ শুভ অনুভূতির ধারেকাছে যাবার যোগ্যতা তার হতনা। ফলে আপনি সত্যিকার অর্থেই সমীহ করার মত দর্শনের উৎস এবং ধারক। শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাকে।

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
মাগো !!!

১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: শুধু এতটুকুই বলতে পারি। মা, মাগো।

২| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। প্রথম ভাললাগা। শুধু আজকের নয় প্রতিটি দিনই মায়ের জন্য উৎসর্গকৃত ।

১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: খুব সত্য কথা।

৩| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:১৭

s r jony বলেছেন: মা সম্পর্কিত কতিপয় হাদিসঃ

১) রাসূল(সা) বলেছেনঃ বেহেশ্‌ত হচ্ছে মায়েদের পায়ের নিচে। ( কানযুল উম্মালঃ ৪৫৪৩৯, মুনতাখাবে মিযানুল হিকমাহঃ ৬১৪ )

২) ইমাম সাদেক (আ) বলেছেনঃ এক লোক রাসূলের খেদমাতে এসে আরজ করলো-হে রাসুল! খেদমত করবো কার? রাসূল বললেনঃ তোমার মায়ের। লোকটি বললো-তারপর কার? রাসূল বললেনঃ তোমার মায়ের। লোকটি বললো-তারপর? রাসূল বললেন-তোমার মায়ের। লোকটি আবারো জিজ্ঞেস করলো তারপর কার? নবীজী বললেন-তোমার বাবার। ( আল-কাফিঃ ৯/১৫৯/২,মুনতাখাবে মিযানুল হিকমাহঃ ৬১৪ )

৩) রাসূলে কারিম (সা) বলেছেনঃ নারীর প্রতি সবচেয়ে বেশি অধিকার হচ্ছে তার স্বামীর,আর পুরুষের উপর সবচেয়ে বেশি অধিকার হচ্ছে তার মায়ের। ( কানযুল উম্মালঃ ৪৪৭৭১, মুনতাখাবে মিযানুল হিকমাহঃ ২৫৪ )

১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: বাহ।

৪| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:৪২

আদনান মাননান বলেছেন: Click This Link

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০০

শরৎ চৌধুরী বলেছেন: পড়েছি। ধন্যবাদ।

৫| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

খেয়া ঘাট বলেছেন: মা কে ধন্যবাদ যে তিনি অস্তিত্বশীল। কেবল আমার মা নন, সবারই। তিনি না থাকলে মানব প্রজাতি প্রথমত সারভাইভ করতো না এবং মানুষের সর্বোচ্চ শুভ অনুভূতির ধারেকাছে যাবার যোগ্যতা তার হতনা। ফলে আপনি সত্যিকার অর্থেই সমীহ করার মত দর্শনের উৎস এবং ধারক। শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাকে ।

মানুষের প্রজন্ম ধারাকে এ ক লাইনেই চমৎকার রুপায়িত করেছন। +

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ খেয়া ঘাট।

৬| ১২ ই মে, ২০১৩ রাত ১০:১৭

আমিনুর রহমান বলেছেন:


মা কে ধন্যবাদ যে তিনি অস্তিত্বশীল। কেবল আমার মা নন, সবারই। তিনি না থাকলে মানব প্রজাতি প্রথমত সারভাইভ করতো না এবং মানুষের সর্বোচ্চ শুভ অনুভূতির ধারেকাছে যাবার যোগ্যতা তার হতনা। ফলে আপনি সত্যিকার অর্থেই সমীহ করার মত দর্শনের উৎস এবং ধারক। শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাকে।


অসাধারণ কয়েকটি লাইন +++

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর। কৃতজ্ঞতা অশেষ।

৭| ১২ ই মে, ২০১৩ রাত ১১:১৪

আখাউরা পূলা বলেছেন: মুগ্ধ না হয়ে পারলাম না! :D

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ১৩ ই মে, ২০১৩ রাত ২:৩৭

অমৃত সুধা বলেছেন: ধেয়ে আসছে মহাসেন, দেশজুড়ে দূর্যোগের ঘনঘটা

http://dhakajournal.com/?p=7318

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০১

শরৎ চৌধুরী বলেছেন: খুব ঠিক, এখনি কাজ করার যা করতে হবে।

৯| ১৩ ই মে, ২০১৩ সকাল ৮:৪৬

কালোপরী বলেছেন: সংক্ষিপ্ত অথচ বিস্তারিত

চমৎকার :)

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কালোপরী।

১০| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:১৬

প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা।

১১| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৫

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল পড়ে।

১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ লাবনী।

১২| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:১১

ম্যঙ্গোপিপল বলেছেন: শরত দা, এইটা কি কোন দর্শন ? নাকি কোন একটা বোধ যা মানবের কাছে নেচারাল, জিন এর মধ্যে এম্বেড করা ?
এমনকি একটা সাপ বা বাঘ ও তার সন্তানের জীবন রক্ষার জন্যে তার জীবন বিসর্জন দিতে প্রস্তুত থাকে। এই ব্যাপারে একটু আলোচনা করবেন কি ?

১৩ ই মে, ২০১৩ দুপুর ২:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: দর্শন এই কারণে যে এটা মানব চেতনাবোধ। আর পুরো বিষয়টা কেবল জৈবনির্ধারণবাদী দৃষ্টিভঙ্গিতে দেখলে চলবে না। কেননা মানুষ এমন একটি প্রাণী যা জৈবিক এবং সাংস্কৃতিক।

১৩| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৫

সোহাগ সকাল বলেছেন: অনেক ভালো লাগলো।

কালোপরী বলেছেন: সংক্ষিপ্ত অথচ বিস্তারিত।

চমৎকার!

১৪| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: মা , মাগো , জান্নাতি হতে শ্রেষ্ঠ মধুর বুলি
মধুর আমার মায়ের হাসি
স্বর্গ মিলে সেবায় লইলে পদ ধুলি

১৫| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:৪০

স্বপনবাজ বলেছেন: হুম! মা অস্তিত্বশীল! তাই আমরা আছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.