নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মানিব্যাগে তোমার অতীত নিয়ে ঘুরছি

১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৪২

কার্নিশে কাক বসলেই রোদ

ঘূর্ণিঝড় স্তিমিত বলে

মহানগরে মানবিক ছুটির দিন

বিকেলে উপচে পড়বে মানুষের ভিড়



সেই বিকেলের আগেই মানিব্যাগ ঝাড়াই বাছাই

পুরোনো সিম হারালাম বলে মন খারাপ

উঁকি দিল তোমার ছবি, বোন সমেত

রেট্রো বলা না গেলেও বিশ বছর নেহায়েত পুরোনো নয়



মানুষ কত দারুণভাবেই না বেঁচে থাকে আর্টিফ্যাক্টস এ

স্মৃতি ছাড়াও আরো অনেককিছু ভরে দেয় প্রতিটা বস্তুর ভেতর

মগজের খোলটাও তো বস্তুবাদী, ভেতরের সিনাপসিস সেটাও,

প্রতিটা ইলেকট্রিক ইমপাল্স আপন গুঞ্জনে মুখরিত



যেভাবে বিকেল আসবে অনেকগুলো মানুষের মাঝে

তারা কথা বলবে, হাসবে, দরদাম করবে

তারা হারিয়ে যাবে, তারা ঘরে ফিরবে,

তারা অদ্ভুত বিকেলের রোদে ঘেমে যাবে খুব



আর ডাস্টবিনে তোমার দূর অতীত, আমার নিকট অতীতের সাথে

মিলেমিশে করবে হুটোপুটি, হবে নতুন বস্তু বিন্যাস

আর আমাদের জেনেটিক কোডে লিখিত হবে সিনাপসিস

তখন কি আর অভিমান থাকে বল?

থাকে পুলসিরাতের অচেনা অক্ষর

কেউ চিনিনা কাউকে, প্রতিটা জেনেটিক কোড শুধু

তথ্য প্রবাহের মত ছুটে চলেছে উৎসের কাছে

বিকেলের রোদ যেমন ধেয়ে আসে অমোঘ

আর জমা পড়ে নতুন সিনাপসিস

আমাদের স্মৃতি প্রবাহে

মন্তব্য ২৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৫৬

মোঃ জুম্মা বলেছেন: ধন্যবাদ

১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩

শরৎ চৌধুরী বলেছেন: আপনি আমাকে কেন ধন্যবাদ দিলেন ঠিক বুঝলাম না।

২| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:০৭

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা হানিফ।

৩| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১৫

কালীদাস বলেছেন: মডুর পোস্টে পিলাস দিয়া অশেষ ফায়দা হাসিলের টেরাই মারলাম;)
শরৎভাই, আছেন কেমন? :)

১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৪

শরৎ চৌধুরী বলেছেন: তীক্ষ্ণ ব্লগারের কমেন্টের উত্তর দিয়ে অশেষ নেকী হাসিলের চেষ্টা করলাম। আছি ভালৈ, আপনাদের দোয়ায়।

৪| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৩২

সায়েম মুন বলেছেন: কিছু ইংরেজী শব্দের জন্য কবিতাটা দুর্বোধ্য হয়ে গেল। পড়তে ভাল লেগেছে।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৫

শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা সায়েম ভালো বলেছেন। শুভেচ্ছা অনেক।

৫| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৩

বোকামন বলেছেন:


কেউ চিনিনা কাউকে !!
চেনা হয়ে যায় এমনই লেখায় ...

শুভকামনা নিরন্তর সম্মানিত অন্যমনস্ক শরৎ

১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা বোকামন। এভাবেই হয়ত চেনা হয়, অচেনারা যেভাবে চেনে আরো অচেনায়।

৬| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার মানিব্যাগ থেকে আমাকে কিছু অতীত ধার দেন আমি আবার কয়েক দিন পর আমার অবস্থা ভাল হলে ফিরিয়ে দেব।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৭

শরৎ চৌধুরী বলেছেন: নিশ্চয়ই নিশ্চয়ই....দিলাম ধার দিলাম।

৭| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: রেট্রো বলা না গেলেও বিশ বছর নেহায়েত পুরোনো নয় । এত দেখি প্রাগৈহিাসিক ইভেন্ট।তারপর মনে আছে।কাবিতা প্লাসিত হলো।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম।

৮| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:০৩

রুপম শাহরিয়ার বলেছেন: ভালো লাগল পড়ে শরৎদা।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা রুপম।

৯| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বেশ বেশ! সুন্দর!!

১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।

১০| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৪৩

এরিস বলেছেন: আর আমাদের জেনেটিক কোডে লিখিত হবে সিনাপসিস
তখন কি আর অভিমান থাকে বল?
থাকে পুলসিরাতের অচেনা অক্ষর
কেউ চিনিনা কাউকে, প্রতিটা জেনেটিক কোড শুধু
তথ্য প্রবাহের মত ছুটে চলেছে উৎসের কাছে।
অদ্ভুত রকমের সুন্দর চিন্তা। এরকম কবিতা আগে পড়িনি। একটা লেখায় অনেক উপাদানের সংমিশ্রণ। রেট্রো কি ভাই??

১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২০

শরৎ চৌধুরী বলেছেন: রেট্রো অর্থ : Retro is a culturally outdated or aged style, trend, mode, or fashion, from the overall post-modern past, that has since that time become functionally or superficially the norm once again. The use of "retro" style iconography and imagery interjected into post-modern art, advertising, mass media, etc. It generally implies a vintage of at least fifteen or twenty years. For example, clothing from the 1970s, 1980s or 1990s could be retro.

অনেক অনেক শুভেচ্ছা।

১১| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব।

১২| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৬

রুপ।ই বলেছেন: "বিকেলের রোদ যেমন ধেয়ে আসে অমোঘ
আর জমা পড়ে নতুন সিনাপসিস
আমাদের স্মৃতি প্রবাহে"


আধুনিক কবিতা ভালো লেগেছে।

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: রুপ।ই অনেক অনেক শুভেচ্ছা।

১৩| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৫

খেয়া ঘাট বলেছেন: Headline superb..stuck in my brain..n rest of the poem too gud..Just MB.
Pls excuse me english text as i m logged in frm mobile.

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা খেয়া। আর ইংরেজি উত্তর নিয়ে কোন সমস্যা নেই।

১৪| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:১১

অনির্বান বলেছেন: তারা অদ্ভুত বিকেলের রোদে ঘেমে যাবে খুব....



সবগুলোর সাথে এ লাইনটার অভিনন্দন ভিন্নভাবে দিতে মনে চাইল।

২৭ শে মে, ২০১৩ দুপুর ১:১৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা অনির্বান। কৃতজ্ঞতা অশেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.