নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হোটেল এবং অন্যান্য জটিলতাসমূহ

২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:০৯

পথ নিঃশব্দ প্রায়

ক্যান কুড়ানো বুড়ি অসাড় ঘুমিয়ে আছে

মরে যাওয়া স্বামী তার কোঁচকানো মুখে

প্রেমের হাত বোলায়।

কালো বিড়ালের নেই আজ বিশ্রাম

অশরীরি ল্যাম্পপোষ্টের ছায়া

নিরন্তর তাড়া করে

শোনায় তাকে ওপারের গান



সে যখন মারা গিয়েছিল

তখন নীচের বলরূমে হু্ল্লোড়

চতুর্থবারের মত এগিয়ে যেয়েও

কেউ একজন ফিরে এসেছিল

নিজের টেবিলে

ঝকঝকে আহবান আর উদ্দাম ওয়াইন

অনামিকার আংটিটা অস্বস্তিতে ঘোরাতে ঘোরাতে

তার মনে পড়ছিল সব

এতদিনের ভুলে যাওয়া স্মৃতি

পথভোলা দাম্পত্যের খসখসে চৌরাস্তায়



সকালের ব্রেকফাস্টে সসেজ আর প্যাশন ফ্রুটের জুস

সাথে উজ্জ্বল দিনের মত চকচকে স্ক্র্যাম্বল্ড এগ

দুটো টোস্ট, পরস্পরের গায়।

যেন যুগলের শুয়ে শুয়ে দেখা সৈকত

যেন দুটো পাখি আকাশের পানে চায়



ডোর বেলে সাড়া না পেয়েই জানা গেল;

মরে গেছে সে,

নিতান্ত বিখ্যাত বলেই

হাসপাতালে হতে হল নিশ্চিত

মরে গেছে।



ঘর ভর্তি ছবি, হার্ড ড্রাইভ ভর্তি লেখা

আর কপর্দক শূণ্য ব্যাংক

পাই পাই করে জীবনের চাহিদা মিটিয়ে

চুটিয়ে বেঁচে; কোন দেনা না রেখে

বিদায় নিল সে।



এ প্রস্তুতি আজকার নয়

তাকে হাত ধরতে শিখিয়েছিল সাংস্কৃতিক উবুদ,

অভিমান; নীল লম্বুগান, দেমাগী প্যারিস,

আর প্রেম;

বিনয়ী জাকার্তা, প্রেমিকা নেপাল

সবগুলো হোটেল ঘুরে ঘুরে

শিখেছিল সে ঘর-বদলের গান

নোনাপাখি মনে মনে তাই আওড়ায়



জীবনটাকে ব্যাকপ্যাকে ভ’রে

হেঁটেছে সে শূণ্য ঘরে

খুঁজে দেখেছে আসবাবের ভেতর লুকানো বিষ্ময়

জরায়ুতে লুকানো খেদ

আর ছোট ছোট হাতে ধরে থাকা রঙ্গীন স্কেচ

কাপ্তাইয়ের হ্রদ, আশুলিয়ার কাশবন

সে শিখেছিল;

একদিন সবই ফুরিয়ে যায়।



তাই হোটেলেই ফিরে গিয়েছিল সে

বাকীদের পাঠিয়ে, নিজ নিজ ঘরে

আর এঁকেছিল ছবি অফুরান

সব পথ যখন ক্লান্ত ঘুমিয়ে যায়

কালো বিড়াল যখন অমোঘ আকর্ষনে

ল্যাম্পপোষ্টের দিকে চায়

যখন ঘুমিয়ে থাকে ক্লান্ত বুড়ি

তখন হোটেলের দরজা খুলে

সে চুপিচুপি এসে তার কোঁচকানো মুখে

প্রেমের হাত বোলায়...

প্রেমের হাত বোলায়...

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:১৩

ইখতামিন বলেছেন:
অনেক ভালো লাগলো কবিতাটা :)

২৭ শে মে, ২০১৩ রাত ১১:২৪

শরৎ চৌধুরী বলেছেন: ইখতামিন, প্রথম কমেন্টকারীর উত্তর দিলাম দেরীতে, কিন্তু কৃতজ্ঞতা মোটেও কম না কিন্তু। শুভেচ্ছা জানবেন।

২| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:২৪

মামুন রশিদ বলেছেন: ৬০ লাইনের কবিতা, অথচ একবারের জন্যেও মনোযোগ হারায় না । ছোট ছোট দৃশ্য কল্প গড়ে শব্দেরা, ক্যান কুড়ানো ক্লান্ত বুড়ির নিদ্রিত দুচোখে বুলিয়ে দেয় ভালোবাসার নস্টালজিক পরশ ।

যখন ঘুমিয়ে থাকে ক্লান্ত বুড়ি
তখন হোটেলের দরজা খুলে
সে চুপিচুপি এসে তার কোঁচকানো মুখে
প্রেমের হাত বোলায়...
প্রেমের হাত বোলায়...


অসম্ভব ভালো একটি কবিতা পড়লাম, মনের কোনে এর রেশ থেকে যাবে অনেকদিন । ++++

২৭ শে মে, ২০১৩ রাত ১১:২৩

শরৎ চৌধুরী বলেছেন: মামুন আপনার পাঠের গভীরতায় মুগ্ধ হয়ে গেলাম। এত চমৎকার বিশ্লেষণ কবিতাকে আরো সম্মৃদ্ধ করল। এত সদয় মনযোগের জন্য অশেষ শুভেচ্ছা। বড় কবিতার পাঠক আছে দেখে খুব ভালো লাগলো।

৩| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন রশিদ বলেছেন: ৬০ লাইনের কবিতা, অথচ একবারের জন্যেও মনোযোগ হারায় না । ছোট ছোট দৃশ্য কল্প গড়ে শব্দেরা, ক্যান কুড়ানো ক্লান্ত বুড়ির নিদ্রিত দুচোখে বুলিয়ে দেয় ভালোবাসার নস্টালজিক পরশ ।

২৭ শে মে, ২০১৩ রাত ১১:২১

শরৎ চৌধুরী বলেছেন: অভি অশেষ শুভেচ্ছা।

৪| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মুনসী১৬১২ বলেছেন: +++++++++++++++++

২৭ শে মে, ২০১৩ রাত ১১:২১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা মুনসী। শুভেচ্ছা অনেক। নিয়মিত পাঠের জন্য বিশেষ ধন্যবাদ।

৫| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আশুলিয়ার কাশবন সত্যি অসাধারণ। কবিতা ভাললেগেছে শরৎ চমৎকার হয়েছে। মুগ্ধ হলাম।

২৭ শে মে, ২০১৩ রাত ১১:২০

শরৎ চৌধুরী বলেছেন: সেলিম নতুন করে কি আর বলব, সাথে থাকার জন্য, কবিতা পড়ার জন্য অনেক শুভেচ্ছা।

৬| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:০৩

রাতুল_শাহ বলেছেন: +++++

২৭ শে মে, ২০১৩ রাত ১১:১৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাতুল। অনেক কৃতজ্ঞতা সাথে থাকার জন্য।

৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩৫

সোহাগ সকাল বলেছেন: কমেন্টের রিপ্লাই এত্ত দেরী করে দেন ক্যান! :|

২৭ শে মে, ২০১৩ রাত ১১:১৯

শরৎ চৌধুরী বলেছেন: আপনাকে দিয়েই শুরু করলাম। দেরী করার জন্য ক্ষমা ঘেন্না করে মাফ করে দেন প্লিজ সোহাগ। কি আর করবো বলেন, বয়স হয়েছে। আর অশেষ কৃতজ্ঞতা এই ধৈর্য্যের জন্য।

৮| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে ভাল লাগছে

২৮ শে মে, ২০১৩ সকাল ১০:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা মাসুম...এই ভালো লাগাটাই আমার প্রাপ্তি।

৯| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৫৯

এরিস বলেছেন: জীবনটাকে ব্যাকপ্যাকে ভ’রে
হেঁটেছে সে শূণ্য ঘরে
খুঁজে দেখেছে আসবাবের ভেতর লুকানো বিষ্ময়
জরায়ুতে লুকানো খেদ
আর ছোট ছোট হাতে ধরে থাকা রঙ্গীন স্কেচ
কাপ্তাইয়ের হ্রদ, আশুলিয়ার কাশবন
সে শিখেছিল;
একদিন সবই ফুরিয়ে যায়।
চোখের সামনে জীবন্ত সব ঘটে যেতে দেখালাম। আপনি পারেন কবি।

২৮ শে মে, ২০১৩ সকাল ১০:০৯

শরৎ চৌধুরী বলেছেন: এরিস; আপনি পাঠকত্বকে নতুন স্পর্শময় উচ্চতায় নিয়ে যান..যেটা খুবই বিরল এসময়ে। খুব ভালো করে এই স্পর্শ না থাকলে কোন সৃষ্টিই সম্ভব নয় বলে মনে করি। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা অশেষ।

১০| ২৮ শে মে, ২০১৩ রাত ২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আচ্ছা অনেকগুলো লাইক একজন কেন দিতে পারেনা একবারের বেশী ?

২৮ শে মে, ২০১৩ সকাল ১০:১০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা কান্ডারী....। এইটা সিস্টেমের সমস্যা....হাহাহাহাহা।

১১| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:০৭

হাসান মাহবুব বলেছেন: মুগ্ধপাঠ।

২৮ শে মে, ২০১৩ রাত ১১:২০

শরৎ চৌধুরী বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা হাসান। শুভেচ্ছা অশেষ।

১২| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:২২

অপর্ণা মম্ময় বলেছেন: পুরো কবিতাটাই সুন্দর আর এই লাইনগুলো বেশী সুন্দর

অনামিকার আংটিটা অস্বস্তিতে ঘোরাতে ঘোরাতে
তার মনে পড়ছিল সব
এতদিনের ভুলে যাওয়া স্মৃতি
পথভোলা দাম্পত্যের খসখসে চৌরাস্তায়

শুভেচ্ছা রইলো

২৮ শে মে, ২০১৩ রাত ১১:২২

শরৎ চৌধুরী বলেছেন: এই অংশটুকু বিশেষভাবে পরিণত বয়সের জটিলতাকে উন্মোচন করার জন্য। আপনার চোখে বেশ দারুন করে ধরা পড়ল...অনেক শুভেচ্ছা অপর্ণা। কৃতজ্ঞতা অশেষ।

১৩| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:২৬

লেখোয়াড় বলেছেন:
আমার আটপৌরে জীবনের শতকথা।
আমার ভুল জীবনের তপ্তকথা।
কবিতায় আর অনুদৃশ্যে।

ভাললাগা।
ভালথাকুন শরৎবাবু।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২৩

শরৎ চৌধুরী বলেছেন: আমার আটপৌরে জীবনের শতকথা।
আমার ভুল জীবনের তপ্তকথা।
কবিতায় আর অনুদৃশ্যে।

কি অসামান্য; অশেষ শূভেচ্ছা লেখোয়াড়।

১৪| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:২৮

মাহবু১৫৪ বলেছেন: +++++

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা মাহবু....

১৫| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭

বৃষ্টিধারা বলেছেন: খুব ভালো লাগলো ।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২৪

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.