নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মেশিন ম্যান তৃতীয়মাত্রা অথবা আয়রনম্যান থ্রীডি

১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩



নানান ভাবচক্কর ইতং বিতং কইরা সঙ্গী সাথী পশু পাখী না পাইয়া স্টার সিনেপ্লেক্সে না যাইয়া অবশেষে ল্যাপীতেই দেখতে বসলাম এই সিনেমাটা। রবার্ট ডাউনি মালটারে আমার পছন্দ বেশ আগে থেইকাই, ওর এটিটুড এর কারণে আর একটা কারণ জনি ডেপের মত প্রথম যৌবনে সাফল্য পাইয়াও মাঝখানের সময় কাটছে নানান এক্সপেরিমেন্টে (ড্রাগ, এডভেঞ্চার, প্রেম আরো অনেক কিছু)। পরে যখন ব্যাক করছে তখন আরো পরিণত আরো জোশ, লেভেলে গেছে।



যাউগ্গা। ভাঙ্গারী মানব সিরিজের প্রথম পর্বের পর থেকেই একটা সংকট দেখা দেয়, সেটা হল কেন্দ্রীয় চরিত্ররে অতিমানব এবং মানব এই দুইটার ভারসাম্য রক্ষা করার। একদিকে ডাউনির ক্যারিশমা; তারে ব্যক্তিত্ব হিসেবেই অনেক আকর্ষনীয় করে রাখে, একসেন্ট্রিক প্লেবয় জিনিয়াস তার উপর লৌহ বর্ম। এই লৌহ বর্ম তারে নতুন নতুন উচ্চতায় নেয়, বিশেষত প্রযুক্তি নির্ভর পৃথিবীর গড হিসেবে।



খেয়াল করে দেখবেন এভেঞ্জারে আমেরিকান হিরোইজমের চূড়ান্ত দাম্ভিকতায় সবচেয়ে বড় বীর কিন্তু এই লৌহমানব। থর, হাল্ক এদের পিছনে ফেলে মহা বীর হিসেবে আধুনিক উত্তর আমেরিকাকে ধারণ করে আয়রনম্যান। যে এরোগেন্ট কিন্তু শেষ পর্যন্ত "সবার" জন্য জীবন উৎসর্গ পর্যন্ত করতে পারে। ক্যাপ্টেন আমেরিকা হল, বীর হৃদয়ের; আর তার কাজ মাঠে, তার প্যাটার্ণটা অনেক বেশি ডিফেনসিভ, রক্ষাকারীর ভূমিকায়, দেশপ্রেম, নিজের মাটি বিষয়টা প্রবল।



বেশি সিরিয়াস না হই। প্রথম পর্বে স্টার্কের উত্থান আমরা দেখি এবং দ্বিতীয় পর্বে দেখি তার আত্মকেন্দ্রীক, খেয়ালী, স্বার্থপর রূপকে। দ্বিতীয় পর্বের স্টার্ক অনেক বেশি প্রযুক্তি নির্ভর। এই প্রিলিউডটা জরুরী কারণ তৃতীয় পর্বে ডাইরেক্টরের উদ্দেশ্য ছিল স্টার্করে মানবিকতর করে তোলা। এই জন্য প্রাথমিক টেক গিক পর্বের পরই, স্টার্কের ব্যক্তিগত জীবন নায়িকাকে হারানোর শংকা, কিছুটা ইতিহাস, শিশুর সাথে সময় কাটানো, নিজের বাড়ী ধংস হয়ে যাওয়া, সব সাপোর্ট হারিয়ে ফেলা এমন কোন মশলা নাই যে দেয়া হয়নি।



তবে টুইস্ট করতে যেয়ে বেন কিংসলির চরিত্রটাকে পুরা সাজানো বানানোটা; গল্পের জন্য সেই হিরোইক হিরোর বিপরীতে ভয়ানক ভিলেনের অস্তিত্বকে খারিজ করে দেয়। কিন্তু একই সাথে সত্য কথাটা বলেও ফেলে, "আমেরিকা তার নিজের সাথেই নিজের স্বার্থে যুদ্ধ করে"। আমেরিকার শত্রুও সে নিজেই, কি এরোগেন্স!



যাউগ্গা! ভিলেন এর জন্য যে লোহা গলানীর পাওয়ার বরাদ্দ থাকবো এইটা বোঝা কঠিন কিছু ছিল না। তা না হইলে সে ভাঙ্গারী ম্যান সিনেমার ভিলেন হবে কিভাবে? গাই পিয়ার্স ভালৈ করছে। আসলে বেশ ভালো করছে। এক চরিত্রে মহানায়কদের মেয়াদ ৩ পর্ব এটা তো বেশ ভালৈ বোঝা যায়। আর এখানেই মেশিন ম্যান তৃতীয়মাত্রার ব্যার্থতা।



তুলনা একটাই ব্যটম্যান সিরিজের তৃতীয় পর্ব; যাই করুক; অন্তত হতাশ করেনি তার কারণ ঘটনার ধারাবাহিকতা এবং চরিত্রের মানবিকতাকে তৈরি করার ক্ষেত্রে ভীষণ যত্ন। এক্ষেত্রে ব্যাটম্যানের সুবিধা একটু বেশি কারণ সে ২য় পর্বে অসামান্য ভিলেনের সাহায্য পেয়েছিল। আর ৩য় পর্বে সুন্দরী প্রতারক এবং শক্তিশালী ভিলেন ও প্লট। ফলে সিনামাটা তৃতীয়মাত্রার ক্যাচালে কলিজু কলিজু হয়ে উঠেনি।



এদিকে লইট্টা ফিশ রূপী বেন কিংসলে অন্যদিকে ভাঙ্গাচূড়া বর্ম এবং গিনেথ পেল্ট্রোর ননচার্ম (অর্থাৎ বিকর্ষণ) অন্যদিকে গাই পিয়ার্সের চার্ম এবং শার্পনেস সব মিলিয়ে রবার্ট ডাউনিরে পুরা মাইনকার চিপায় ফালায় দিসে। সিনেমা চলসে মূলত ডাউনির চার্মে আর এটিটুড এ। কিন্তু বাজে স্ক্রীপ্ট সিনেমায় মানবিক আর অতিমানবিক আয়রনম্যান এর ভারসাম্য তৈরি করতে পারেনি। ফলে সিনেমাটা খাওয়া যায় একবার কিন্তু আর ভুলেও দ্বিতীয়বার দেখার আশা আমি করিনা। বিশেষত দেশে যখন, মেশিন ম্যান আর তৃতীয় মাত্রার নাটক নিয়া আমরা অলরেডি ক্লান্ত।

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৯

শাওণ_পাগলা বলেছেন: ম্যুভিটা ভালো পাই নাই! :|

তবে RDJ নিয়া আপনার মতামতের সাথে সহমত!

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৫

শরৎ চৌধুরী বলেছেন: হে হে হে হে মেশিন ম্যানরে ক্যামনে ভালা পাইবেন কন। আরডিজে রকস।

২| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৯

সোহাগ সকাল বলেছেন: =p~ মচেৎকার রিভ্যু!

আইরনম্যান ৩ কবে বাইর হইল!
মুভি টুভি ম্যালাদিন দ্যাখা হয়না!

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৬

শরৎ চৌধুরী বলেছেন: ধইন্নাপাতা সোহাগ। ভাঙ্গারীম্যান ৩ এখন সিনেপ্লেক্সে চলতাসে।

৩| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৪

চলতি নিয়ম বলেছেন: ট্রান্সলেশন ভুল হয়েছে =p~
মেশিন ম্যান তৃতীয়মাত্রা অথবা সাইদী থ্রীডি হবে ।

তয় রিভিও ভালো লেগেছে।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬

শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা শুভেচ্ছা চলতি।

৪| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো প্রিন্ট বের হওয়ার অপেক্ষায়..........

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: ব্লু রে রিপ তো আছে। একটু ডিএল করতে হবে এই যা।

৫| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৫

রিমন রনবীর বলেছেন: হে হে দারুন রিভ্যু দিছেন মডু সাব :D
আয়রন ম্যান দেখুম না, খুব খ্রাপ ;)

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫০

শরৎ চৌধুরী বলেছেন: কুব খ্রাপ কুব খ্রাপ।

৬| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: রিভিউ ভালো পাইলাম। বাট দেখি নাই এখনো। :|

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ...সময় করে দেখে নিয়েন।

৭| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখি নাই, দেখুমও না! :P

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২৭

শরৎ চৌধুরী বলেছেন: কস কিরে মমিন।

৮| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২৮

হাসান মাহবুব বলেছেন: এইসব ফাউল মুভি দেহেন আবার রিভিউ ও দেন! ধিক্কার শতাধিকবার!

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০

শরৎ চৌধুরী বলেছেন: কারকারকারকারকারকারকারকারকারকার........

৯| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মেশিন ম্যান ! :( :( :| :|
হ্যায় না বলে চান্দে !!

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: সে আবার সিনেপ্লেক্সেও আসছে....হলিউড তো অনেক এডভান্সড তারা চান্স পাওয়া মাত্রই সিনেমা বানায়া ফেলসে...পেকপেকপেক।

১০| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৭

মামুন রশিদ বলেছেন: :-B B:-/ :((

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: হেইয়া আন্নে কান্দেন কিল্লাই?

১১| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৭

বোকামন বলেছেন:




হা হা হা বেশ মজা করে লিখেছেন :-)
আপনি হয়তো আমার সাথে একমত হবেন- এ জাতীয় থ্রিডি মুভিগুলোর স্বাদ ল্যাপীতে পুরোপুরি পাওয়া যায়। ভিএফএক্স প্যাটার্ন ও মিস হয়ে যায়। সুপারহিরো টাইপ মুভি, বাচ্চাদের কথাটি মনে রাখতে হয় তাই না ?

আপনার সাথে সহমত বাজে স্ক্রিপ্ট আমাকেও হতাশ করেছে।
এ্যাকশান দৃশ্যগুলোতেও কমতি ছিল। যাইহোক আমাদের চারপাশটা টেক ওয়ার্ল্ড হয়ে উঠছে...... সুপার হিরোরা যেন শুধু হাই-টেকেই সীমাবদ্ধ না থাকে :-)

আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
একটু বড় সাইজের মন্তব্যে বিরক্ত হবে না কিন্তু :-)

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: আপনি হয়তো আমার সাথে একমত হবেন- এ জাতীয় থ্রিডি মুভিগুলোর স্বাদ ল্যাপীতে পুরোপুরি পাওয়া যায়।" সম্ভবত এখানে একটা "না" যুক্ত হবে।

আপনার এই যুক্তির সাথে আমি একমত।
আমার কাছে মনে হয় আমেরিকান সুপার হিরো শেষ পর্যন্ত আমেরিকান-হলিউডি ক্ষমতার রাজনীতির এক ধরণের শো অফ। নানান সময়ে নানান কালে যখন যেভাবে দরকার সেভাবে ব্রেইন ওয়াশ দেয়া হয়।

শুভেচ্ছা জানবেন অশেষ।

১২| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৭

বাংলাদেশী দালাল বলেছেন: সিনেমাটা খাওয়া যায় একবার কিন্তু আর ভুলেও দ্বিতীয়বার দেখার আশা আমি করিনা। বিশেষত দেশে যখন, মেশিন ম্যান আর তৃতীয় মাত্রার নাটক নিয়া আমরা অলরেডি ক্লান্ত।


যথার্থ বলেছেন। পোস্টে +++++

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: হেহেহেহেহেহে অনেক শুভেচ্ছা আপনাকে।

১৩| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: দেখার ইচ্ছে হচ্ছে না। বন্ধু মানুষ তাই অনুভূতি জানানো। রিভিউ ব্যতিক্রমি ভাল হয়েছে।জিনিয়াস পাবলিকের ব্যাপারস্যাপারই আলাদা। আয়রনম্যানকে সেরা হিরো মানিনা। যাই বলেন টারজান সুপারম্যান এরা হলো গিয়ে পুরানাকালের হিরু।আমার জন্যে তারাই হিরু হেসেবে বেটার।পোস্টে +

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: আরে ধুর কি যে কন মিয়া, আমারে ক্যান যে পচানী দিলেন....যাউগ্গা পুরানকালের হিরুই বেষ্ট; একমত।

১৪| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:১৪

প্রত্যাবর্তন@ বলেছেন: রিভিউ তো ছবির চাইতে বেশি ভাল হইছে

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: গারো হিল বলেছেন: সত্যি বলতে রিভিউটা ভালো হৈয় নাই :(

ব্যান খামু নাকি এই জন্য..........

হিহিহিহিহিহি

শুভেচ্ছা জানবেন।

১৫| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:৩৮

সকাল রয় বলেছেন:
শরৎ বাবু দেখি কেমন হইছে

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: দেখেন দেখেন ।

১৬| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:০৭

গারো হিল বলেছেন: সত্যি বলতে রিভিউটা ভালো হৈয় নাই :(

ব্যান খামু নাকি এই জন্য..........

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: ক্যান ব্যান খাবেন বুঝলাম না, রিভিউ আপনার পছন্দ হয় নাই এইটা তো হইতেই পারে। হেহেহেহেহেহে।

১৭| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:২৭

আমি আমার চেয়ে বড় হতে চাই বলেছেন: are you kidding?
আয়রন ম্যান ৩ এখন পর্যন্ত সবচেয়ে disappointing super hero movie...
ক্লিয়ারলি আপনি কমিকস পড়েন নাই, অথবা সুপারহিরো নিয়েও তেমন ইন্টারেস্টেড না...
এই রিভিউ দেখে এর প্রতিবাদ না করে বসে থাকতে পারলাম না... আপনি "দ্যা ডার্ক নাইট ট্রিলজির" সাথে আয়রন ম্যান মুভির তুলনা করতেছেন??? :O

আপনার রিভিউ লেখা উচিৎ হয় নাই...
I may sound rude but I am telling the truth...
go to screenrant, rottentomatos...

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: আপনার রিভিউ লেখা উচিৎ হয় নাই...
I may sound rude but I am telling the truth...
go to screenrant, rottentomatos...

মাননীয় স্পিকার আপনার এই বক্তব্যের সাথে আমি একমত হইতে পারলাম না....আপনি যতই রুডি বুডি হন না কেন। হে হে হে।

আর কমিকস তো আমি পড়ছি, একটু আধটু সিনেমা বিশ্লেষণও করছি....(এইটার প্রমাণ পড়ে দিবনে)

"আপনি "দ্যা ডার্ক নাইট ট্রিলজির" সাথে আয়রন ম্যান মুভির তুলনা করতেছেন??? "....কেন করতে পারবো না ভাই? তুলনা করলে কি ডার্ক নাইট এর সম্মান কমে?...যদি আগে থেকেই না রিভিউ নিয়া বিরক্ত থাকেন সেটা ভিন্ন কথা, কিন্তু পুরা রিভিউ (সো কলড) জুড়ে তো আয়রন ম্যানরে নানাভাবে পচানোই হইছে...সেটাও খুব সাধারণ স্পেক্টেটরশিপ থেকেই..

যাউগ্গা আপনি আপনার বুঝ বুঝছেন....সেইজন্য অনেক ধইন্যাপাতা। কিন্তু আপনার নিকটা আপনার জন্য সার্থক সেটা নিয়ে কোনই সন্দেহ নাই।

১৮| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: রিভিওটাও কেমন যেন মেশিনারী মেশিনারী লাগলো :D

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: হেহেহেহেহে কি আর করুম ভাঙ্গারী ম্যানরে নিয়া লেখলে তো এমন হইবোই।

১৯| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ইহা রিভিউ না রম্য পড়িলাম তবে যাই পড়িলাম মচেতকার লাইগিল। :P

১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: ধইন্যবাদ ধইন্যবাদ।

২০| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: মুভি থিয়েটারে গিয়ে দেখবো ভেবেছিলাম। ব্যস্ততার কারনে যাওয়া হয় নাই। এখনো তাই দেখা হয় নাই।

ভিন্নধর্মী রিভিওটা পড়ে মজা লাগলো অনেক। আপনার লেখায় ভ্যারিয়েশন দেখে ভালো লাগলো (একটু অবাক হয়েছি)। অসাধারন রম্য রিভিও হয়েছে ! কারো কোনো কবিতা পোষ্টে আগ্রহ পাই না, তবে এরকম লিখলে নিয়মিত পাঠক হতে পারি। :)

রিভিওয়ে মেশিনম্যান, লইট্ট্যা ফিস কম্বিনেশনের কথা আলাদা করে কি আর বলবো ! :P

+++

১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: নাগরিক .....এই রিভিউ পইড়া আপনে মজা পাইছেন জাইনা খুশী হইলাম। আপনে কবিতায় আগ্রহ পাননা জাইনা মনে দুক্ষু পাইসি...
তবে আপনি বিশেষ বিশেষ কম্বিনেশনের বিষয়টা এমন চমক মাইরা ধরছেন দেইখা হেব্বি ঝুম পাইলাম।

শুভেচ্ছা অনেক।

২১| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সময় বাঁচাইয়া দেয়নের লাগি ধন্যবাদ :)

১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৫২

শরৎ চৌধুরী বলেছেন: মাসুম..অনেক শুভেচ্ছা...একবার ট্রাই মারতে পারেন...খুব বোর থাকলে। শুনছি বিষে বিষ ক্ষয়। হাহাহাহাহাহা। শুভেচ্ছা অনেক।

২২| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৫

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: দেড়দিন ধরে আমার ঠেলাগাড়ি বাংলাবিলাই দিয়া মেশিন্ম্যান নামাই দেখি ফুল ক্যাম , মেজাজ খারাপ কইরা মুভি দেখা হইল না

যাউজ্ঞা রিভিউ ভালা পাইছি B-)) B-)) B-)) B-))

১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মিস্তিরি। কিকএ্যাস টরেন্টস দিয়া নামাইতে পারেন। আমি তো ভালৈ প্রিন্ট দেখলাম।

২৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:১৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: ও ভাই, ভালা প্রিন্ট আইছে? নাকি হলপ্রিন্টই মাইরা দিলেন? দেখার ইচ্ছা আছিল, তয় আপনের পোস্ট পইড়া.......... :(

১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: ঈমান শক্ত রাখেন ভাইটি; আমি ভালো প্রিন্টই পাইসি। রিভিউ তো পড়লেন এবার দেখেন বুইজ্জা নেন নিজের মত।

২৪| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:০৯

ত্রিনিত্রি বলেছেন: সবাই মুভিটা এত অপছন্দ করলো কেন!! আমার কাছে তো তেমন খারাপ লাগলো না। :|| :||

আসলে ডাউরী ব্যাটাকেই আমার অনেক পছন্দ, যা খাওয়ায় তায় গিলতে রাজী! :)

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:১২

শরৎ চৌধুরী বলেছেন: আরডিজে নিয়া কোন তর্কই না। মালটা জোশ কোন সন্দেহ নাই। বাট সিনেমা লইয়া হে হে হে....খুব বেশি কিছু না কওনই বালা, যা কওয়ার তাতো পোষ্টে বলছিই।

আপনার সিনেমাটা ভালো লাগছে সেটা খুবই ভালো খবর।

২৫| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১২

মো: আতিকুর রহমান বলেছেন: রিভু ভালা হইচে। +

কিন্তুক মূল সমস্যা মুভিটার ডিভিডি/ব্লুরে রিপের কোন ডাউনলোড লিঙ্ক পাচ্ছিনা:( । এমনিতে অনেক পাওয়া যাচ্ছে যেগুলা সব স্ক্যাম রিপের। মুভিটা দেখার জন্য সেই কবে থেকে অপেক্ষায় বসে আছিঃ(

২৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৭

শহুরে আগন্তুক বলেছেন: দুই তিনটা দৃশ্য ছাড়া বিরক্ত লেগেছে দেখার সময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.