নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি এবং বন্ধ্যা শহরে ক্ষণিকের পূণ্যভূমি

২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৬



মেঘেদের স্নায়ু টানটান

রক্তচাপের রোগীরা হাসপাতালের জানালা দিয়ে দেখে

চলমান বি-সুখ, নুয়ে পড়া মানুষের মুখ

গোঁয়ারের মত ধেয়ে যাওয়া যান্ত্রিক মুহ্যমান।

নয় নাম্বার বাসের গাঁ ঘেষে নেমে যাওয়া

জং ধরা তরুনী

আঁচল দিয়ে ফকিরের লালা সরায়

শাহবাগে লাশ মিছিল, সোহরাওয়ার্দীতে ডানাভাঙ্গা চিল

বেজন্মা বজ্রপাতে মারা গেছে

গুলশানের শ্রমিক

জাপান এম্বেসীর ঠিক গোড়াটায়।



শহরের সকল গোপন পাপের তালিকা নিয়ে বসে আছে কাক

ফোয়ারার পানিতে উবু হওয়া গরীব কোমরের বাঁক

বসে আছে উচ্ছিষ্ট লঙ্গরের অপেক্ষায়,

হাইকোর্ট থেকে ধেয়ে আসা পাজেরো

নতুন সিটে বোতাম খুলে কারো

এসি রুমে বালিকার আব্রুর দাম সাজায়।



শিশুরা বিজ্ঞাপনে দেখে বৃষ্টির ফোঁটা

নতুন ঘাস কিনতে পারা বাবার আদর

বিলবোর্ডে নাঙ্গা গ্রাম, বেলি ফুল,

দোলনচাপার ঘ্রাণ

মায়েদের হাত ধরে টিনটেড গ্লাসের ভেতর।



নোংরা অভিসারের এই শহরে

বৃষ্টি আসে,

ঝরে করুনার মতোন।

না খেতে পাওয়া পান্ডুর চোখের দল,

নেতানো বুকে জমে থাকা মল।

পুরোনো কবিতার রেশ ধরে বেঁচে থাকা অদৃশ্য মাকড়ার জাল

মুখো-বইয়ে লুকানো স্তব্ধ মানুষের পাল।

দেয়ালে দেয়ালে পুরাতন সিনেমার স্মৃতি সাজায়;

বৃষ্টি আসে নেকড়ের মতোন,

পিচের-পথের মাংস তুলে নেয় থাবায় থাবায়

বিলবোর্ড ভেঙ্গে, দ্রিমিকি দ্রিমিকি ঢংএ

উড়াল সেতুর সীমানা চেনায়।



বৃষ্টি আসে, অপ্রস্তুত আক্রমণের মতোন

শিরায় শিরায় গেঁথে যাওয়া শেওলায় বিষ ছড়ায়

ভেজা কামিজ আর নেতানো শার্টের ফাঁক দিয়ে

রক্তে রক্তে বিদ্রোহ দাঁড়ায়।

বৃষ্টি আসে, আর ভেঙ্গে দেয় এইসব প্লাষ্টিক মন

বৃষ্টি আসে, আর শুরু হয় নূহের প্লাবন।



বৃষ্টি আসে; আর খেলনার মত ভেসে যেতে থাকি

এই শহর. আমি কিংবা তুমি

বৃষ্টি আসে; নামে খলখল জল

জাগে নতুন চর, বন্ধ্যা শহরে ক্ষণিকের পূণ্যভূমি।

মন্তব্য ১৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

শহরের সকল গোপন পাপের তালিকা নিয়ে বসে আছে কাক
ফোয়ারার পানিতে উবু হওয়া গরীব কোমরের বাঁক
বসে আছে উচ্ছিষ্ট লঙ্গরের অপেক্ষায়,
হাইকোর্ট থেকে ধেয়ে আসা পাজেরো
নতুন সিটে বোতাম খুলে কারো
এসি রুমে বালিকার আব্রুর দাম সাজায়।


জীবন থেকে নেয়া কবিতা। জীবনের সাথে আপনার এই সখ্যতা মুগ্ধ করল।
জীবনটা এমন কেন শরৎ ভাই। প্রতিদিন কি বৃষ্টির মত ছান্দিক জীবন হতে পারেনা। তবে মাঝে মাঝে এই বৃষ্টিকেই দুঃখের নোনা পানি মনে হয়।

২০ শে জুন, ২০১৩ রাত ১:০৩

শরৎ চৌধুরী বলেছেন: বৃষ্টি আসলে একরকমের মনে করিয়ে দেয়া। পুরো মানব সভ্যতাকেই জানান দেয়া, নির্মলকে নির্মল রাখার গুরুত্ব। জীবন ময়লা হয়, আমরা ময়লা করি প্রতিনিয়ত আর বৃষ্টির আদরে এই ময়লাতেও জন্ম নেয় পূণ্যভূমি। এই ভূমি আমাদের খুব দরকার যদিও এর গুরুত্ব আমরা দেই না।

২| ২০ শে জুন, ২০১৩ রাত ১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। মুগ্ধপাঠ!!!

২০ শে জুন, ২০১৩ রাত ১:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ কাল্পনিক।

৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১:০৭

সাদাত হোসাইন বলেছেন: "বৃষ্টি আসে নেকড়ের মতোন,
পিচের-পথের মাংস তুলে নেয় থাবায় থাবায়
বিলবোর্ড ভেঙ্গে, দ্রিমিকি দ্রিমিকি ঢংএ
উড়াল সেতুর সীমানা চেনায়।"


ভাই, দারুণ! দারুণ!!

৪| ২০ শে জুন, ২০১৩ রাত ১:২০

নাজিম-উদ-দৌলা বলেছেন: বৃষ্টি আসে, অপ্রস্তুত আক্রমণের মতোন
শিরায় শিরায় গেঁথে যাওয়া শেওলায় বিষ ছড়ায়
ভেজা কামিজ আর নেতানো শার্টের ফাঁক দিয়ে
রক্তে রক্তে বিদ্রোহ দাঁড়ায়।


এই যায়গাটা বেশি ভাল লেগেছে।

৫| ২০ শে জুন, ২০১৩ রাত ১:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন:
বৃষ্টি আসে; আর খেলনার মত ভেসে যেতে থাকি
এই শহর. আমি কিংবা তুমি


সুন্দর!

৬| ২০ শে জুন, ২০১৩ ভোর ৫:১৯

সোনালী ডানার চিল বলেছেন:
বৃষ্টিকাব্যে দ্রোহ আর প্লাষ্টিক মন ভাসিয়ে মুগ্ধতা রাখলাম।।

৭| ২০ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কবি কবিতায় মুগ্ধ হলাম আবার। দারুণ কবিতা। ভাল লাগলো । গতকালকে ঝড়ের করুণায় বৃষ্টি হওয়াতে রক্ষা। কিছু সময়ের জন্য হলেও মীতল একটা অনুভূতি হৃদয় ছেয়ে গেল।

৮| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কবিতার নিয়মিত পাঠক হইয়া গেছি :)

চমতকার সব কবিতা লিখতাছেন ইদানিং

৯| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মুগ্ধপাঠ এবং পঞ্চম ভালো লাগা।

১০| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++

১১| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৪

মামুন রশিদ বলেছেন: বৃষ্টি আসে; আর খেলনার মত ভেসে যেতে থাকি
এই শহর. আমি কিংবা তুমি
বৃষ্টি আসে; নামে খলখল জল
জাগে নতুন চর, বন্ধ্যা শহরে ক্ষণিকের পূণ্যভূমি।


দারুন++

১২| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
শহরের সকল গোপন পাপের তালিকা নিয়ে বসে আছে কাক
ফোয়ারার পানিতে উবু হওয়া গরীব কোমরের বাঁক
বসে আছে উচ্ছিষ্ট লঙ্গরের অপেক্ষায়,
হাইকোর্ট থেকে ধেয়ে আসা পাজেরো
নতুন সিটে বোতাম খুলে কারো
এসি রুমে বালিকার আব্রুর দাম সাজায়।


সুন্দর!!!
ভাললাগা +++++

১৩| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৯

বৃষ্টিধারা বলেছেন: মুগ্ধতা .......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.