নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় জীবনানন্দ দাশ,
আশাকরি ভালো আছেন। শুভ সকাল, শুভ মৃত্যু দিবস। মনে পড়ে? ১৪ই অক্টোবর, ১৯৫৪ তারিখে কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দূর্ঘটনায় আপনি আহত হন? ট্রামের ক্যাচারে আটকে আপনার শরীর দলিত হয়ে গিয়েছিল? ভেঙ্গে গিয়েছিল কণ্ঠা, ঊরু এবং পাঁজরের হাড়। অনেকে বলে এ ছিল নিছক দূর্ঘটনা। আমি বলি আত্মহত্যা। এ দেশ, সাধারণত দু ধরণের কবিদের মনে রাখে, উপাসিত এবং মৃত। আপনি সম্ভবত দ্বিতীয় দলে। আপনাকে আরো জানাই, নতুন আরেক ধরণের কবিরা আছেন এই বাংলাদেশে, কবি যশোপ্রার্থী। এঁদের সংখ্যাও কম নয়। কিন্তু কবিযশ পাবার লোভ কেন যে এনাদের মনে; তা আমি আজো বুঝিনা। বিশ্বের কোন সমাজ, কোন রাষ্ট্র কবিবান্ধব নয়। তারা শুকরের উপসনা করে কিন্তু কবিকে হত্যা করে। গোটা জগতের সাথে কবির সর্ম্পক শত্রুতার। এই মহান শত্রুতা নেবার মত রাষ্ট্র, সমাজ এই পৃথিবীতে তৈরি হয় নাই। তাই আপনাকে লিখছি, যেহেতু আপনি পৃথিবী ভিন্ন অন্য কোথাও। অন্তত আমার চেতনায়। তাই আপনাকেই লেখার আছে আমার। কিংবা বলার আছে।
বাংলার রূপ নিয়ে মুগ্ধ আমি ছিলাম না কখনো, কিন্তু যখন থেকে ছবি তুলি তখন থেকে আপনাকে দেখি। ছবিতে আমি, "উটের গ্রীবার মত কোন এক নিস্তব্ধতা" খুঁজি। স্বপ্নভঙ্গের বাঁকও। আর এই অ-প্রয়োজনীয়, অ-অর্থকরী কাজটা করতে আমার ভালো লাগে। যতবার ভালো লাগে ততবার বুঝি আমরা কত কাছাকাছি এবং কতটা অর্থহীন। এই অর্থহীনতাই মহাকালের কাছে আমাদের একমাত্র চিৎকার। সেটা কি কেউ বোঝে? না বুঝুক কি এসে যায় তাতে। এই ছবিটা শ্রেফ আপনার জন্য, প্রিয় জীবনানন্দ দাশ। কারণ এই ছবিটার কথা আপনি লিখে গেছেন অনেক আগে....
কোথাও পাখির শব্দ শুনি;
কোনো দিকে সমুদ্রের সুর;
কোথাও ভোরের বেলা র'য়ে গেছে - তবে।
অগণন মানুষের মৃত্যু হ'লে - অন্ধকারে জীবিত ও মৃতের হৃদয়
বিস্মিতের মতো চেয়ে আছে;
এ কোন সিন্ধুর সুর:
মরণের - জীবনের?
এ কি ভোর?
শুভেচ্ছা
শরৎ
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ মামুন।
২| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনে তো জীবন বাবুর কবিতাকে ছবিতে রুপ দিয়া দিছেন! দারুণ!
জীবন বাবু এই ছবি দেখলে আপনারে বলতে - শরৎ আমি তো কবিতা লেখি কলম দিয়া আর তুমি লিখো ক্যমারে দিয়া !!
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মাসুম। অশেষ কৃতজ্ঞতা।
৩| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৮
বোধহীন স্বপ্ন বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: জীবন বাবু এই ছবি দেখলে আপনারে বলতে - শরৎ আমি তো কবিতা লেখি কলম দিয়া আর তুমি লিখো ক্যমারে দিয়া !!
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্ন।
৪| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনে তো জীবন বাবুর কবিতাকে ছবিতে রুপ দিয়া দিছেন! দারুণ!
জীবন বাবু এই ছবি দেখলে আপনারে বলতে - শরৎ আমি তো কবিতা লেখি কলম দিয়া আর তুমি লিখো ক্যমারে দিয়া !!
সহমত
সূর্যের আলো মেটায় খোরাক কার:
সেই কথা বোঝা ভার।
অনাদি যুগের অ্যামিবার থেকে আজিকে ওদের প্রাণ
গড়িয়া উঠিল কাফ্রির মতো সূর্যসাগরতীরে
কালো চামড়ার রহস্যময় ঠাসবুনুনিটি ঘিরে।
চারি দিকে স্থির-ধুম্র-নিবিড় পিরামিড যদি থাকে-
অনাদি যুগের অ্যামিবার থেকে আজিকে মানবপ্রাণ
সূর্যতাড়সে ভ্রণকে যদিও করে ঢের ফলবান-
তবুও আমরা জননী বলিব কাকে?
গড়িয়া উঠিল মানবের দল সূর্যসাগরতীরে?
কালো আত্মার রহস্যময় ভুলের বুনুনি ঘিরে।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: খুব দারুণ করে কমেন্ট নিয়ে পোষ্ট দিয়ে সম্মৃদ্ধ হল কান্ডারী, অশেষ ধন্যবাদ।
৫| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩
বশর সিদ্দিকী বলেছেন: বাংলার পথ, বাংলার মাঠ, বাংলার প্রতিটা প্রাকিতিক সৌন্দর্য কবিতার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছিলেন। কবির মৃত্যু দিনে গভির শ্রধ্যাঞ্জলি জানাচ্ছি।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২
শরৎ চৌধুরী বলেছেন: কবির প্রতি সম্মান জানাতে আমিও আপনার সঙ্গী। শুভেচ্ছা।
৬| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৯
লাবনী আক্তার বলেছেন: মনে হয় একদিন আকাশে শুকতারা দেখিব না আর ;
দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে একঝাড় জোনাকি কখন
নিভে যায় – দেখিব না আর আমি এই পরিচিত বাঁশবন ,
শুঁকনো বাঁশের পাতা -ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার
আমার চোখের কাছে – লক্ষ্মীপূর্ণিমার রাতে সে কবে আবার
পেঁচা ডাকে জোছনায় – হিজলের বাকা ডাল করে গুঞ্জরন ;
সারা রাত কিশোরীর লাল পাড় চাঁদে ভাসে – হাতের কাঁকন
বেজে ওঠে : বুঝিব না – গঙ্গাজল ,নারকোলনাড়ুগুলো তার
জানি না সে কারে দেবে – জানি না সে চিনি আর সাদা তালশাঁস
হাতে লয়ে পলাশের দিকে চেয়ে দুয়ারে দাড়ায়ে রবে কি না …
আবার কাহার সাথে ভালবাসা হবে তার – আমি তা জানি না;
মৃত্যুরে কে মনে রাখে ?… কীর্তিনাশা খুঁড়ে খুঁড়ে চলে বারো মাস
নতুন ডাঙার দিকে – পিছনের অবিরল মৃত চর বিনা
দিন তার কেটে যায় – শুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ ?
প্রিয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী রইল।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩
শরৎ চৌধুরী বলেছেন: কমেন্টে সম্মৃদ্ধ হল পোষ্ট। শুভেচ্ছা লাবনী আক্তার ।
৭| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬
অচিন্ত্য বলেছেন: মাথার ভেতরে বোধ জন্ম লয় না আর
বোধের জানালা আমাদের
হয়ে গেছে বন্ধ
নিজের মুদ্রাদোষে
ভাল থেকো ওপারে
জীবনানন্দ
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩
শরৎ চৌধুরী বলেছেন: অসামান্য।
৮| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলা সাহিত্যর রত্ন বিশেষ এই কবির প্রতি জানাই অনেক অনেক শ্রদ্ধা ।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪
শরৎ চৌধুরী বলেছেন: শ্রদ্ধায় সামিল হলাম।
৯| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রিয় কবির জন্য শ্রদ্ধাঞ্জলী ।
জীবনানন্দ দাশ এবং তাঁর বনলতা সেন।
বনলতা-১
(কারুবাসনা, রচনাকাল-১৯৩৩)
দক্ষিণ আকাশের সে-ই যেন দিগবালিকা, পশ্চিম আকাশেও সে-ই বিগত জীবনের কৃষ্ণমণি, পুব আকাশে আকাশ ঘিরে আছে তারই নিটল কাল মুখ। নক্ষত্রমাখা রাত্রির কাল দিঘির জলে চিতল হরিণীর প্রতিবিম্বের মতো রূপ তার-প্রিয় পরিত্যক্ত মৌনমুখী চমরীর মতো অপরূপ রূপ। মিষ্টি ক্লান্ত অশ্র'মাখা চোখ, নগ্ন শীতল নিবারণ দু'খানা হাত, ম্লান ঠোঁট, পৃথিবীর নবীন জীবন ও নবলোকের হাতে প্রেম বিচ্ছেদ ও বেদনার সেই পুরনো পল্লীর দিনগুলো সমর্পণ করে কোনো দূর নিঃস্বাদ নিঃসূর্য অভিমানহীন মৃত্যুর উদ্দেশ্যে তার যাত্রা।
সেই বনলতা-আমাদের পাশের বাড়িতে থাকত। কুড়ি-বাইশ বছর আগের সে এক পৃথিবীতে...আচঁলে ঠোঁট ঢেকে আমার ঘরের দিকেই আসছিল। কিন্তু কি যেন অন্যমনস্ক নত মুখে মাঝপথে গেল থেমে, তারপর খিরকির পুকুরের কিনারা দিয়ে, শামুক-গুগলি পায়ে মাড়িয়ে, বাঁশের জঙ্গলের ছায়ায় ভিতর দিয়ে চলেগেল সুনিবিড় জামরুল গাছটার নিচে একবার দাঁড়াল, তারপর পৌষের অন্ধকারের ভিতর অদৃশ্য হয়ে গেল।
অনেকদিন পরে সে আবার এল; মনপবনের নৌকায় চড়ে, নীলাম্বরী শাড়ি পরে, চিকন চুল ঝাড়তে ঝাড়তে আবার সে এসে দাঁড়িয়েছে; মিষ্টি ঠাণ্ডানির্জন দুখানা হাত, ম্লান ঠোঁট, শাড়ির ম্লানিমা। সময় থেকে সময়ান্তর, নিরবিছিন্ন, হায় প্রকৃতি, অন্ধকারে তার যাত্রা।
বনলতা-২
(একটি পুরনো কবিতা)
আমরা মৃত্যু থেকে জেগে উঠে দেখি
চারদিকে ছায়া ভরা ভিড়
কুলোর বাতাসে উড়ে ক্ষুদের মতন
পেয়ে যায়-পেয়ে যায়-অণুপরমাণু শরীর।
একটি কি দুটো মুখ-তাদের ভিতরে
যদিও দেখিনি আমি কোনো দিন-তবুও বাতাসে
প্রথম গার্গীর মতো-জানকীর মতো হয়ে ক্রমে
অবশেষে বনলতা সেন হয়ে আসে।
বনলতা-৩
(বাঙালি পাঞ্জাবি মারাঠি গুজরাটি)
বনলতা সেন
তুমি যখন নদীর ঘাটে স্নান করে ফিরে এলে
মাথার উপর জলন্ত সূর্য তোমার,
অসংখ্য চিল, বেগুনের ফুরের মতো রঙিন আকাশের পর আকাশ
তখন থেকেই বুঝেছি আমরা মরি না কোনো দিন
কোনো প্রেম কোনো স্বপ্ন কোনো দিন মৃত হয় না
আমরা পথ থেকে পথ চলি শুধু-ধূসর বছর থেকে ধূসর বছরে-
আমরা পাশাপাশি হাঁটতে থাকি শুধু, মুখোমুখি দাঁড়াই;
তুমি আর আমি।
কখনো বা বেবিলনের সিংহের মূর্তির কাছে
কখনো বা পিড়ামিডের নিস্তব্ধতায়
কাঁখে তোমার মাদকতাময় মিশরীয় কলসি
নীল জলের গহন রহস্যে ভয়াবহ
মাথার উপর সকালের জ্বলন্ত সূর্য তোমার, অসংখ্য চিল,
বেগুনফুলের মতো রঙিন আকাশের পর আকাশ।
বনলতা সেন-৪
(শেষ হল জীবনের সব লেনদেন)
শেষ হল জীবনের সব লেনদেন
বনলতা সেন।
কোথায় গিয়েছ তুমি আজ এই বেলা
মাছরাঙা ভোলেনি তো দুপুরের খেলা
শালিখ করে না তার নীড় অবহেলা
উচ্ছ্বাসে নদীর ঢেউ হয়েছে সফেন,
তুমি নাই বনলতা সেন।
তোমার মতন কেউ ছিল না কোথাও?
কেন যে সবের আগে তুমি চলে যাও।
কেন যে সবের আগে তুমি
পৃথিবীকে করে গেলে শূন্য মরুভূমি
(কেন যে সবের আগে তুমি)
ছিঁড়ে গেলে কুহকের ঝিলমিল টানা ও পোড়েন,
কবেকার বনলতা সেন।
কত যে আসবে সন্ধ্যা প্রান্তরে আকাশ,
কত যে ঘুমিয়ে রবো বস্তির পাশে,
কত যে চমকে জেগে উঠব বাতাসে,
হিজল জামের বনে থেমেছে স্টেশনে বুঝি রাত্রির ট্রেন,
নিশুথির (নিশুতির) বনলতা সেন।
বনলতা সেন-৫
(মূল এবং শ্রেষ্ঠ বনলতা সেন)
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল-সমুদ্র থেকে নিশিথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু'দণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের 'পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে 'এতদিন কোথায় ছিলেন?'
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে-সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
বনলতা সেন-৬
(হাজার বছর শুধু খেলা করে)
হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো:
চারিদিকে চিরদিন রাত্রির নিধান (/পিরামিড-কাফনের ঘ্রাণ);
বালির উপরে জ্যোৎস্না-দেবদারু ছায়া ইতস্তত
বিচূর্ণ থামের মতো: দ্বারকার (/এশিরিয়);-দাঁড়ায়ে রয়েছে মৃত, ম্লান।
শরীরে ঘুমে ঘ্রাণ আমাদের- ঘুচে গেছে জীবনের সব লেনদেন;
মনে আছে? শুধাল সে-শুধালাম আমি শুধু 'বনলতা সেন?
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫
শরৎ চৌধুরী বলেছেন: এমন কমেন্টে পোষ্টা সম্মৃদ্ধ হল খুব, দারুন দারুন, শুভেচ্ছা আহমেদ আলাউদ্দিন।
১০| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪২
নিজাম বলেছেন: ট্রাম-এর ইতিহাসে একটা এবং মাত্র একটাই দুর্ঘটনা আছে। আর সেটা হলো জীবনানন্দ দাসের।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬
শরৎ চৌধুরী বলেছেন: খুব খুব খুব সন্দেহ জাগানীয়া তাই না?
১১| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৪
একজন আরমান বলেছেন:
ওনার মতো কবি কখনো আর এদেশে জন্মগ্রহন করবে কিনা সে ব্যাপারে আমি সন্দিহান।
আপনার চিঠির কথাগুলি অনেক প্রাঞ্জল, কিন্তু অনেকের আঁতে লাগতে পারে !
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আরমান, আঁতে ঘা লাগলে করার কিছু নেই আসলে।
১২| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
প্রোফেসর শঙ্কু বলেছেন: অসাধারণ ছবি! জীবনানন্দ নিশ্চিত খুশি হতেন!
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা শঙ্কু।
১৩| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯
ইসতিয়াক অয়ন বলেছেন: // গোটা জগতের সাথে কবির সম্পর্ক শত্রুতার। এই মহান শত্রুতা নেবার মত রাষ্ট্র, সমাজ এই পৃথিবীতে তৈরি হয় নাই। //
-আপনার চিঠি পড়ে মুগ্ধ !
শুভকামনা জানবেন ।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ অয়ন। শুভেচ্ছা।
১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ সুমন।
১৫| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৭
আশিক মাসুম বলেছেন: তারা শুকরের উপসনা করে কিন্তু কবিকে হত্যা করে।
অসাধারন বলেছেন বস।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা মাসুম।
১৬| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১২
এহসান সাবির বলেছেন: কবির জন্য শ্রদ্ধাঞ্জলী
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮
শরৎ চৌধুরী বলেছেন: এই শ্রদ্ধায় সামিল আমরা সবাই।
১৭| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৫
শাহ আজিজ বলেছেন: এখনো মিথ হয়ে আছে ওর মৃত্যু রহস্য । তবে দাস এই দুর্ঘটনার তিন দিন আগে পত্রিকা ঘাঁটছিলেন আর বাসার সবাইকে জিজ্ঞাসা করছিলেন কেউ কি ট্রাম দুর্ঘটনায় মারা গেছে । কবির শেষ জীবনের সঙ্গী ,মৃতদেহ উদ্ধারকারী ,শ্মশান দাহ হাজির ভুমেন গুহ বেঙ্গল শিল্পালয়ে এক আড্ডায় আমাদের এসব জানিয়েছিলেন আরও শত তথ্যের সাথে ।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯
শরৎ চৌধুরী বলেছেন: শাহ আজিজ আপনার কমেন্টে পোষ্টটা আরো অনেক সম্মৃদ্ধ হল।
১৮| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিশ্বের কোন সমাজ, কোন রাষ্ট্র কবিবান্ধব নয়। তারা শুকরের উপসনা করে কিন্তু কবিকে হত্যা করে। সাংঘাতিক কথা লিখেছেন।
পোস্ট ভালো লাগলো। শুভেচ্ছা।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১০
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা; সোনাবীজ। শুভেচ্ছা জানবেন।
১৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৩
শাহ আজিজ বলেছেন: কারন শুকর সুস্বাদু কিন্তু কবিতা ধারালো ছুরির মতো বিশেষ ভাবে শাসক ,শোষকদের কাছে ।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩
শরৎ চৌধুরী বলেছেন: খুব সত্য, এবং দূর্ভাগ্যজনকভাবে এটাও এই সমাজে সত্য-
মাঝে মাঝে তোষামদী স্তাবক পদ্যের মাঝে প্রকৃত কবিতা হারিয়ে যায়।
২০| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৩
অদৃশ্য বলেছেন:
আপনার লিখাটি পাঠের পর শুধু ওই ছবিটুকুর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে... একটি ছবির ভেতরে আপনার পত্রটি সহ আরো হাজারো দৃশ্য যেন দৌড়াচ্ছে, ফাঁপড়ে মরছে... আর কোন কথা বলার ইচ্ছে জাগছে না...
দাদার জন্য
শুভকামনা...
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা অশেষ অদৃশ্য।
২১| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৭
তাসজিদ বলেছেন: প্রিয় কবির জন্য শ্রদ্ধাঞ্জলী ।
যেখানেই থাকুন না কেন ভাল থাকুন
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৮
শরৎ চৌধুরী বলেছেন: আপনার শ্রদ্ধাঞ্জলীতে যুক্ত আমরা সবাই। শুভেচ্ছা তাসজিদ।
২২| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬
অস্পিসাস প্রেইস বলেছেন:
প্রিয় কবির জন্য শ্রদ্ধাঞ্জলী ।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২১
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রেইস।
২৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪
সমুদ্র কন্যা বলেছেন: ছবিটা অনেক বেশি সুন্দর!
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২২
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সমুদ্র কন্যা।
২৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কেমন আছেন?
বেশ কয়েকটা লেখা একনাগাড়ে পড়লাম। সব অ্পরিচিত নিকে চেনা নিকের লেখা পড়তে অদ্ভুত লাগলো! বুড়ো হয়ে গেলাম আমিও ব্লগে
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৩
শরৎ চৌধুরী বলেছেন: কি খবর একলব্য? অনেক দিন পর? বুড়ো হলাম মনে হয় আমরা সবাই একটু আধটু আবার নতুনও হলাম প্রতিদিন।
২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩২
চাঙ্কু বলেছেন: জীবনানন্দ দাশের মৃত্যু দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলী।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ চাঙ্কু।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০১
মামুন রশিদ বলেছেন: প্রিয় কবির জন্য শ্রদ্ধাঞ্জলী ।
ছবিটা অদ্ভুত সুন্দর!