নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে ভালোবাসার ১০১টি কারণ:

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৩

কারণ ১.

স্বাভাবিক অবস্থায় এদেশের মানুষ পরোপকারী এবং বিপদের বন্ধু।



উদাহরণ: আজ সকাল ৮:২৫ এ মিরপুর ডিওএইচএস থেকে বনানী যাবার পথে দেখলাম, ব্লু-মুন রেস্টুরেন্টের একটু সামনেই হাতের বাঁদিকে উল্টে পড়ে আছে একটি সিএনজি। চারপাশে মানুষের ভীড়, ভেতর থেকে মানুষ উদ্ধারের কাজ চলছে। স্বভাবতই বাইক থামালাম, ভাবছিলাম যদি কোন কাজে আসতে পারি।





ইতোমধ্যে ব্যাগ হাতড়ে তন্নতন্ন করে ব্যান্ডএইড খুঁজছি। সাধারণত আমার ব্যাগে বেশ কয়েকটা থাকেই। সৌভাগ্যবশত পেয়েও গেলাম। ব্যান্ডএইড নিয়ে ছুট লাগাতেই সবাই জায়গা ছেড়ে দিল। দেখি মায়ের বয়সী ভদ্রমহিলার মুখের হাতের বেশ কিছু অংশ কেটে গেছে। মনে হল আমার মা ই রক্তাক্ত হয়ে বসে আছেন। যথা সম্ভব যত্ন করে ব্যান্ড এইড লাগিয়ে দিলাম। এর মধ্যে আরেক জার্নালিস্ট নিয়ে এলেন জীবাণু নাশক ব্যান্ড, সেটাও লাগিয়ে দিলাম। তিনি আরো কয়েকটা ব্যান্ডএইড দিয়ে দিলেন।





সিএনজি করে যাচ্ছিলেন চারজন, তাও উত্তরায় রোগী দেখতে। পথে মোটরবাইকের গতির সাথে সমান গতিতে তাল সামলাতে না পেরে উল্টে যায় সিএনজিটি। যাত্রীদের মধ্যে দুজন বয়ষ্ক স্বামী-স্ত্রী এবং তাদের মেয়ে ও মেয়ে জামাই। মোট চারজন। দূর্ঘটনায় সিএনজিটির সামনের গ্লাস খুলে যায় এবং ভেঙ্গেও যায়। চালক সেভাবে আহত হননি। তবে ভীষণ শকে থরথর করে কাঁপছিলেন যাত্রী চারজন।



সিএনজি উল্টে যাবার সাথে সাথেই পথচারীরা সাহায্য করতে এগিয়ে আসেন, তারাই উদ্ধারকর্ম চালাতে থাকেন। সৌভাগ্যবশত যাত্রী বা চালক কেউই খুব আহত নন। কিন্তু তাদের এই বিপদ দেখে বিশ্বরোডগামী একটি মাইক্রো সেখানে থামে এবং যাত্রীদের এগিয়ে নিয়ে যেতে এগিয়ে আসে। একটি পুরো পরিবার যেখানে ভয়ংকর দূর্ঘটনায় পতিত হয়েছিল সেখানে সাহায্য করতে এগিয়ে আসে সাধারণ মানুষ, কোন স্বার্থ বা লোভ ছাড়াই। এই দেশটার নাম বাংলাদেশ।



ব্যাগে ক্যামেরা ছিল কিন্তু ছবি তোলার বিষয়টা নিতান্তই গৌণ। মূল কাজ সেরে এর ফাঁকে মোবাইলে ছবি তুললাম

মন্তব্য ৯৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাম।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: বাংলাদেশ ইজ অসাম।

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৪

আমিনুর রহমান বলেছেন:




গ্রেট।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: বাংলাদেশ ইজ গ্রেট।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেনা আমাদের মিডিয়া, নাটক, সিনেমা ,মুভি!!!!

যদিও তার মূখাপক্ষি কেউ নয়-তবো এটা ভবিস্যতের বীজ রুয়ে দেয়।

এটাই আমাদের একটা অন্যতম ব্রাডিং। আমরা পরোপকারী।

ভালবাসী বাংলাদেশ।

বাংলাদেশ জিন্দাবাদ।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা ভৃগু।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

সেমিবস বলেছেন: আহত যাত্রীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানালাম

দেশের অবস্থা থেকে মুক্তি চাই, পোশাক শিল্পের আবার কি হল??
Click This Link

৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

এহসান সাবির বলেছেন: আপনার লেখা পড়ে আমার মনে হলো বাংলাদেশকে ভালোবাসার ১০১টি কারণ খুবই অল্প হয়ে যায়... হাজার হাজার কারন আছে।
ধন্যবাদ শরৎ দা শেয়ার করবার জন্য।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

শরৎ চৌধুরী বলেছেন: আসলেই অনেক অল্প হয়ে যায় সাবির।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

প্রচেত্য বলেছেন: দাদা,
সেদিন ক্লাশ থেকে ফিরছিলাম। রাত তখন ১০টার বেশী। আমি সোবহানবাগ BIM এর সামনের ওভারব্রীজে উঠছি রাস্তার এপার ওপার হবো বলে। এম্নিতেই ওভারব্রীজের উপর কোন আলো ছিলনা, আশে পাশের দুচারটে বিল্ডিং থেকে যা আলো আসে সেটাই। যা হোক আমি একই ছিলাম। ওভারব্রীজে উঠতেই দেখি একজন মহিলা পুরা মেঝেতে শুয়ে আছেনা, তার পাশে একজন লোক আর দুটো মেয়ে বাচ্চা। ঘটনা দেখেই আঁচ করতে বেশী সময় লাগলোনা, মনে হলো কোন বিপদে পড়তে চলেছি, আমি কিন্তু ততক্ষণে ওঠা থামিয়ে দিয়েছি মানে সিড়ির উপরেই দাড়িয়ে ভাবছি সামনে এগুনো কি ঠিক হবে না নীচে নেমে রাস্তা দিয়ে পার হবো, কারণ আপাত যা মনে হয়েছিল এটা কোন ট্র্যাপ হতে পারে। আবার ভাবলাম এতো রাতে এরা তো কোন বিপদও পড়তে পারে। এমন দোলাচালে আকাশের দিকে তাকালাম সৃষ্টিকর্তা স্মরণ করলাম আর বললাম আমার কাছে একটা মোবাইল, অফিসের কিছু টাকা ব্যাগে আছে, সৃষ্টিকর্তা তুমি যদি মনে করো এদের সাহায্য করতে গিয়ে আমার সবকিছু ছিনতাই হয়ে যাবে তবে সেটা তোমার ইচ্ছেতেই হবে আর যদি তাই হয়ে সেটাতে তুমি যদি খুশী থাকো তবে তাই হোক।

আমি গিয়ে যা দেখলাম মহিলাটির দাতেঁ দাঁত লেগে গিয়েছে। জানতে পারলাম দূর থেকে তারা এসেছে নিউমার্কেট যাবে কিন্তু মহিলাটি ব্রীজে ওঠার পরপরই অজ্ঞাণ হয়ে যায়, লোকটি মহিলাটির স্বামীর ছোট ভাই আর বাচ্চাদুটো মহিলাটির। আমি এক দৌড়ে অন্য পারে নীচে নেমে একটা দোকানে পানি কিনতে গেলাম। পানি কিনে ফিরে এসে দেখি আমাদের ব্যাচরই ৪টা ছেলে সেখানে জড়ো হয়েছে, প্রথমে পানি ছিটা দেয়া হল, কাজ হলোনা, পানি খাওয়ানোর চেষ্টা করা হলো সেটাও না, একজন পালস্ দেখে বললেন খুব ধীর গতি, একজন পরামর্শ দিল স্যালাইন খাওয়ানোর জন্য। দৌড় দিতে যাবো ঠিক সেসময় অন্য এক ভাই আমার আগেই দৌড় দিলেন। স্যলাইন আনার পর তাকে খাওয়ানো গেল তারপর আরো মিনিট দশেক পর মহিলাটি চোখ খুলে তাকালেন।

ঘটনাটি এখানেই শেষ হতে পারতো। আমরা যখন বিদায় নিতে যাবো তখন লোকটি কাচুমাচু হয়ে বলছে "ভাই আপনাদের কত খরচ হয়েছে, যদি কিছু মনে না করতেন"

আমি কিছু বলনি, শুধু বললাম বাচ্চাদুটোকে দেখে রাখতে আর আত্মীয়কে ফোন দিয়ে এখানে আনতে।

যখন ফিরতি পথে ওভারব্রীজ দিয়ে নামছি তখন আরো একবার আকাশের দিকে তাকালাম, এবার সত্যি সত্যি দেখলাম রাতের অন্ধকার আকাশজুড়ে সৃষ্টিকর্তা বাঁকা ঠোটেঁ রহস্য হাসি হাসছেন। Thanks. সৃষ্টিকর্তা সত্যি রহস্যময়। রহস্য তার সৃষ্টিকুল।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অসামান্য প্রচেত্য, অসামান্য...বুকটা ভরে উঠলো। "তখন আরো একবার আকাশের দিকে তাকালাম, এবার সত্যি সত্যি দেখলাম রাতের অন্ধকার আকাশজুড়ে সৃষ্টিকর্তা বাঁকা ঠোটেঁ রহস্য হাসি হাসছেন। Thanks. সৃষ্টিকর্তা সত্যি রহস্যময়। রহস্য তার সৃষ্টিকুল।"...এর বেশি কিছু বলার কিই বা আছে।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

সেমিবস বলেছেন: প্রচেত্য এর নিচের লিখাটি পড়ে খুব ভাল লাগল

যখন ফিরতি পথে ওভারব্রীজ দিয়ে নামছি তখন আরো একবার আকাশের দিকে তাকালাম, এবার সত্যি সত্যি দেখলাম রাতের অন্ধকার আকাশজুড়ে সৃষ্টিকর্তা বাঁকা ঠোটেঁ রহস্য হাসি হাসছেন। Thanks. সৃষ্টিকর্তা সত্যি রহস্যময়। রহস্য তার সৃষ্টিকুল

৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

ঢাকাবাসী বলেছেন: পড়ে ভাল লাগল।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

প‌্যাপিলন বলেছেন: চমতকার পোস্ট। এ কারণে যে, এধরনের কাজের জন্য পাঠকরা আরো আগ্রহ বোধ করবে। আমি নিজেও অনেকদিন ধরে ভাবছি ব্যাগে ব্যান্ডএইড সহ জরুরী চিকিৎসার কিছু সরঞ্জাম রাখব। আজই কিছু কিনে নেব।

তবে খারাপ যেটা লেগেছে সেটা হল - বাংলাদেশের অবস্থা এমনই খারাপ যে মাঝে মাঝে দুএকটি ভাল ঘটনা ঘটলে সেটাকেই উদহারণ হিসেবে ব্যবহার করতে হয়। আর জনগনের এভাবে এগিয়ে আসাটাকে আপাত পজিটিভ হলেও চূড়ান্ত বিচারে পজিটিভ নয়- কারণ এগুলো বিচ্ছিন্ন উদহারণ। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ট্রাফিক পুলিশদের জরুরী চিকিৎসা ইউনিট থাকবে, দুর্ঘটনা ঘটলে তাদের এম্বুলেন্স যাত্রীদের ফাস্ট এইড দিবে, হাসপাতাল নিয়ে যাবে।
কিন্তু বাস্তব হল সাতমন ঘিও পুড়বেনা, রাধাও নাচবেনা

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ প‌্যাপিলন, তবে_- বাংলাদেশের অবস্থা এমনই খারাপ যে মাঝে মাঝে দুএকটি ভাল ঘটনা ঘটলে সেটাকেই উদহারণ হিসেবে ব্যবহার করতে হয়। আর জনগনের এভাবে এগিয়ে আসাটাকে আপাত পজিটিভ হলেও চূড়ান্ত বিচারে পজিটিভ নয়- কারণ এগুলো বিচ্ছিন্ন উদহারণ।_এই বক্তব্যের সাথে বিনয়ের সাথে বলছি একমত নই। কেননা রানা প্লাজা স্বয়ং এর সবচেয়ে বড় উদাহরণ। বরং এই ধরণের ঘটনাকে আড়াল করার চেষ্টা হয় অনেক।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ বর্ষণ।

১১| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: এইটাই প্রকৃত বাংলাদেশ । আই স্যালুট মিস্টার অন্যমনস্ক শরৎ , আমাদের প্রকৃত বাংলাদেশ দেখানোর জন্য

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: আমি খুব সামান্য মানুষ, স্যালুট সেইসব মানুষকে যারা কোন স্বার্থ ছাড়াই দুর্ঘটনা কবলিত মানুষদের সাহায্য করেছিলেন। শুভেচ্ছা আনারুল।

১২| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

আরজু পনি বলেছেন:
এই অনুভূতি গুলোর জন্যে এখনো আমরা এতোটা আবেগতাড়িত হয়ে বলতে পারি ...

আমরাই বাংলাদেশ ।

সমস্যায় জর্জরিত সময়ে খুব ভালো আশা জাগানিয়া একটা সিরিজ শুরু করলেন ।

খুব ভালো ।।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পনি, আশা করি এই সিরিজএর মাল মশলা নিয়মিত পাবো আরো। শুভেচ্ছা অশেষ।

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

হাসানুর বলেছেন: আমার সোনার বাংলা.....

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: আমার সোনার বাংলা..... আমি তোমায় ভালোবাসি। শুভেচ্ছা হাসানুর।

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

সোমহেপি বলেছেন: কোন মানে আছে ?

অথচ এদেশটার ব্যাপারে এখনো সেন্টিম্যান্টাল হই।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০

শরৎ চৌধুরী বলেছেন: অবশ্যই হই, আবরো হই, বারবার হই।

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

তওসীফ সাদাত বলেছেন: দিন শেষে আমরা বাংলাদেশি :)

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০

শরৎ চৌধুরী বলেছেন: হ্যা হ্যা অবশ্যই তাই..এদেশেরই মানুষ আমরা।

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

পথহারা নাবিক বলেছেন: আগে এভাবে মানুষকে সাহায্য করতাম কিন্তু বন্ধু বান্ধবের টিটকারির জন্য এখন আর করি না!!

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১

শরৎ চৌধুরী বলেছেন: ভুলে যান এমন বন্ধুদের।

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

লালপরী বলেছেন: বাংলাদেশকে ভালোবাসার লক্ষ লক্ষ কারন আছে শরত ভাই।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১

শরৎ চৌধুরী বলেছেন: অবশ্যই অবশ্যই।

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

রাতুল রেজা বলেছেন: হুম, ঠিক ই বলেছেন। এরকম অন্য দেশে পাওয়া যাবনা

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১

শরৎ চৌধুরী বলেছেন: আসলেই পাওয়া যাবে না। এই দেশের যত্নের প্রয়োজন।

১৯| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

ঝিনুক ওয়াজিহা বলেছেন: এই তো আমার দেশ বাংলাদেশ।

কবি যথাযত বলেছেন -
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ...............।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২

শরৎ চৌধুরী বলেছেন: কোথাও খুঁজে পাবোনা নিশ্চিত।

২০| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

একজন আরমান বলেছেন:
মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায় !

আপনার দায়িত্ববোধ আগেও দেখেছি। কিপ ইট আপ।

কালশির এই রাস্তাটা প্রায় ফাঁকা থাকে বলেই কি না জানি না, ব্যাটারি চালিত রিক্সাগুলিও বিমানের মতো চালায়। কিন্তু তাদের ধারণা নেই যে তিন চাকার একটি যান কতোটুকু স্পীড পর্যন্ত ব্যালেন্স করতে পারবে !

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

শরৎ চৌধুরী বলেছেন: মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায় ! , খুব সত্য আরমান। ব্লগাররাই হয়তো এই আশাটা দেখাবে।

২১| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা আপনার জন্য!


ভালো লেগেছে পোষ্ট! প্রচেষ্টা!
এবং পজেটিভ এই ভাবনা।

সুন্দর হোক আমাদের আগামী। ভালো থাকবেন।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা নীল। বাংলাদেশের জয় হোক।

২২| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

আমি ইহতিব বলেছেন: নিজেদের বিপদে ও দেশের অন্যান্য বড় ছোট দূর্যোগের সময়ও এটা দেখেছি, দেশের সাধারণ জনগণ অন্যের বিপদে আগেপিছে কিছু চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়ে। যতটুকু পারে সাহায্য করে। কিছু স্বার্থান্ধ মানুষের সার্থসিদ্ধির কারনে উল্টাপাল্টা কাজের দূর্ভোগ পোহাতে হয় সাধারণ জনগণকে। আমি বিশ্বাস করি আমার প্রিয় দেশের বেশীরভাগ মানুষই ভালো, দেশকে এগিয়ে নিয়ে যাবার দৃড় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। একসময় না একসময় এই মানুষগুলোর প্রচেষ্টা জয়ী হবেই।

ভালোবাসি প্রিয় দেশকে।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

শরৎ চৌধুরী বলেছেন: আমি বিশ্বাস করি আমার প্রিয় দেশের বেশীরভাগ মানুষই ভালো, দেশকে এগিয়ে নিয়ে যাবার দৃড় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। একসময় না একসময় এই মানুষগুলোর প্রচেষ্টা জয়ী হবেই।

খুব খুব বিশ্বাস করি আপনার এই কথা, শুভেচ্ছা অনেক।

২৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

বেকার সব ০০৭ বলেছেন: I LOVE YOU BANGLADESH , চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

২৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

হাসান মাহবুব বলেছেন: মন ভালো হলো দেখে।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

শরৎ চৌধুরী বলেছেন: আমারো মন ভালো হল হাসান।

২৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


এই দেশটার নাম বাংলাদেশ।

এই কথাটার মাঝেই অনেক কথা নিহিত। আমাদের দিয়ে অনেক কিছু সম্ভব। প্রয়োজনে আমরা বার বার তার প্রমাণ রেখে এসেছি।

ধন্যবাদ প্রিয় শরৎ ভাই।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

শরৎ চৌধুরী বলেছেন: প্রয়োজনে আমরা বার বার তার প্রমাণ রাখবো। অনেক শুভেচ্ছা কান্ডারি।

২৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি অল্প সময়ে চিন্তা করে বাংলাদেশকে ভালোবাসার সাইত্রিশ লক্ষ তিন শত তিরাশিটা কারন মনে করতে পারলাম, আপনারটা যোগ করলে সাইত্রিশ লক্ষ তিন শত চুরাশিটা হল!

ঘটনাটা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ!

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

শরৎ চৌধুরী বলেছেন: আপনারটা যোগ করলে সাইত্রিশ লক্ষ তিন শত চুরাশিটা হল!

বাড়ুক বাড়ুক আরো বাড়ুক।

২৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২১

ধূর্ত উঁই বলেছেন: সত্যি এই দেশের মানুষ মানবিকতায় সবার চেয়ে এগিয়ে।সুন্দর পোস্ট পড়ে ভাল লাগলো । :)

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা উঁই, অনেক ধন্যবাদ।

২৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: বাংলাদেশকে ভালোবাসার ১০২ তম কারণ, নিশ্চিতভাবে প্রতিটি কারণ চোখের কোণায় শিরশির অনুভূতির জন্ম দিবে । শুভেচ্ছা জানবেন , খুবই ভালো লেগেছে ।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: কি দারুণ করে বললেন আদনান, নিশ্চিতভাবে প্রতিটি কারণ চোখের কোণায় শিরশির অনুভূতির জন্ম দিবে ।

২৯| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

মামুন রশিদ বলেছেন: নো ইস্ট নো ওয়েস্ট, বাংলাদেশ ইজ বেস্ট ।


আপনার ব্যাগে ব্যান্ডএইড থাকার ব্যাপারটা দারুণ!

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা মামুন, আমাদের যাদের একটু বেশি ছুটোছুটির অভ্যাস তাদের ব্যাগে ব্যান্ডএইড থাকাটা বেশ জরুরী একটা বিষয়।

৩০| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

জনাব মাহাবুব বলেছেন: দিস ইজ বাংলাদেশ।

ইটস নট ইউরোপ, আমেরিকা।

বিপদে বাংলাদেশীরা একজন আরেকজনের পাশে দাড়ায় এটা আমি অহরহ দেখেছি।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

শরৎ চৌধুরী বলেছেন: খুব সত্য, খুব সত্য।

৩১| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার প্রয়াসটিকে সাধুবাদ জানাচ্ছি, প্রিয় অন্যমনস্ক শরৎ :)

বাঙালির সহানুভূতি অনেক সময় অদ্ভুত কারণেও হয়। এই যেমন নিউজিল্যান্ড যখন এবারও বাংলাধোলাই খেলো, তখন শেষ সিরিজে তাদের বিজয়টাতে বাঙালিও আনন্দ পেয়েছে! এতো বড় একটি দল - খালি হেরেই যাবে, এটা বাঙালির নরম দিলকে আঘাত করলো। তাই অন্য সকল পরাজয়ের চেয়ে এই পরাজয়টি আমাদেরকে এনে দিলো অন্য রকমের স্বস্তি ;)

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

শরৎ চৌধুরী বলেছেন: বাংলাদেশ আসলে পজিটিভ, সেটাকে ঢেকে রাখে কিছু দুষ্টু মানুষ। ধন্যবাদ মইনুল।

৩২| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

মহিদুল বেস্ট বলেছেন: LOVE YOU BANGLADESH


পোস্ট কমেন্ট ২টো পড়ে ভাবলাম... সৃষ্টিকর্তার মহাকৃপা!

ভাল লাগছে! লোম গুলো অন্য রকম অনুভূতির প্রমাণ দিল

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা মহিদুল। LOVE YOU BANGLADESH

৩৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

রমিত বলেছেন: এই অনুভূতি গুলোর জন্যে এখনো আমরা এতোটা আবেগতাড়িত হয়ে বলতে পারি ...

আমরাই বাংলাদেশ । আমাদের সম্মিলিত শক্তি অনেক কিছুই করতে পারবে। দু'একটা প্রতারকদের শুধু একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

শরৎ চৌধুরী বলেছেন: অবশ্যই পারবো নিজেরা আরো আরো বেশি শক্তিশালী হলে দু একটা প্রতারক আপনা আপনি চিপায় চলে যাবে।

৩৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: এটাই বাংলাদেশ ! মাঝে মাঝে অন্যের হীনস্বার্থে আমরা পথ হারাই , ভ্রান্তিতে বিভক্ত হয়ে পড়ি !
কিন্তু এটাই বাংলাদেশ - তাই আশা করাই যায় "বাংলাদেশ - পথ হারাবেনা কখনই " !
আমাদের সামাজিক প্রেক্ষাপট আমাদের সবচেয়ে শক্তিশালী দুর্গ ! চমৎকার পোষ্ট শরৎ দা ।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: আমাদের সামাজিক প্রেক্ষাপট আমাদের সবচেয়ে শক্তিশালী দুর্গ !...খুব সত্য..এটাকে বাঁচাতে হবে আমাদেরই।

৩৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯

ম্যঙ্গোপিপল বলেছেন: আমি এমনি এমনিই ভালবাসি :প

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: আরে আমিও তো। কেমনে কি?

৩৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

শায়লা িসিদ্দক বলেছেন: এই দেশটার নাম বাংলাদেশ। :)

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: এই দেশটার নামই বাংলাদেশ।

৩৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

কাল্পনিক মন বলেছেন: আপনার কাজটাকে সম্মান জানাই।এই মনোভাব প্রত্যেকটা বাংলাদেশীর মনে গড়ে উঠুক এই প্রত্যাশা করি।
আর হ্যাঁ, কোন কারণ ছাড়াই নিজের মাতৃভূমিকে ভালবাসি।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: আমি খুব তুচ্ছ কেউ, আসলে দেশের অধিকাংশ মানুষই এরকম, রানা প্লাজায় কায়কোবাদের কথা মনে পড়ে? নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি, অন্য মানুষকে বাঁচাতে।

৩৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: অন্যমনস্ক শরৎ,

শরৎ এর নীলাকাশের মতোই একটি সুন্দর আকাশকে দেখালেন যেন !

পাঠকদের মন্তব্যগুলোতেও যেন শরৎ এর কাশফুলের গন্ধ ।

যে ছবি আঁকলেন এবং সামনেও আঁকবেন তা হলো এক সনাতন বাঙলাদেশ ..... যেখানে ঝিলের জলে মানুষের মুখের ছায়া ফোটে ।

ধন্যবাদান্তে ।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আহমেদ, সুন্দর আকাশ আসলে আছে, সেটাকে কালো করতে না দেয়া আমাদেরই দায়িত্ব।

৩৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
এমন দেশটি কোথাও খুঁজে পাবেনাক তুমি
সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি!!!


মানুষের বিপদে এগিয়ে যাওয়া ও আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা শোভন, এগিয়ে গিয়েছি আমরা সবাই আসলে।

৪০| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১২

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ঘটনা একটা, কারন পাওয়া গেলো ১টা। বাকী ১০০টা কই ??? ......

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: আরো আসবে নিশ্চয়ই,

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: বাংলাদেশকে ভালোবাসার ১০২ তম কারণ, নিশ্চিতভাবে প্রতিটি কারণ চোখের কোণায় শিরশির অনুভূতির জন্ম দিবে । শুভেচ্ছা জানবেন , খুবই ভালো লেগেছে ।

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি অল্প সময়ে চিন্তা করে বাংলাদেশকে ভালোবাসার সাইত্রিশ লক্ষ তিন শত তিরাশিটা কারন মনে করতে পারলাম, আপনারটা যোগ করলে সাইত্রিশ লক্ষ তিন শত চুরাশিটা হল!

৪১| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

হৃদয় রিয়াজ বলেছেন: ইয়েস এটাই আমাদের ভালবাসার বাংলাদেশ। অন্তত এই দিকটায় বিশ্বের কোন পরাশক্তিই আমাদেরকে ছাপিয়ে যেতে পারবে না।

প্রাউড টু বি এ বাংলাদেশি।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: অবশ্যই তাই, সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সবার।

৪২| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: এটাই আমাদের আসল বাংলাদেশ!


আই লাভ ইউ বাংলাদেশ

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: এই বাংলাদেশই তো আমরা চাই।

৪৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

বৃতি বলেছেন: চমৎকার লাগলো! বাংলাদেশকে ভালবাসি ।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২২

শরৎ চৌধুরী বলেছেন: বাংলাদেশকে ভালো বাসাই আমাদের প্রেরণা।

৪৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

অদৃশ্য বলেছেন:





দাদা...

মহৎ কাজ করেছেন... আপনারা যারা যারা এই ঘটনায় সাহায্যের জন্য সক্রিয় ছিলেন সবাই অবশ্যই মহৎ হৃদয়ের... আমার প্রাণের বাংলার মানুষগুলা এমন মাটির মানুষ হলেইতো চারিদিক শান্তি আর শান্তি... ভালোবাসা আর ভালোবাসা...

কথা হলো, এই পোষ্টে ঢুকে যে ক'জন মহৎ মানুষকে পেলাম আট ভেতরে প্রচেত্যও একজন... প্রচেত্যর মন্তব্যে প্রকাশ করা ঘটনাটাও দারুন ভাবেই স্পর্শ করলো আমাকে...

এবার আমার একটি ঘটনা না বললেই নয়... একদিন সন্ধ্যায় বাংলামটরের দক্ষিন/পশ্চিম কোনের ফুটপাথে, বিশ্বসাহিত্য কেন্দ্রের গলি থেকে বেড়িয়ে স্টান্ডের দিকে আসবার সময় ভিড়ের ভেতরে কোন একজন মানুষের মাথাতে বহন করা কিছুর সাথে আমার মুখমন্ডলের সংঘর্ষ ঘটলে আমি সেন্স হারাতে শুরু করি এবং আমি টিনের বেড়াটা ধরে পড়ে যেতে বাধ্য হই আর এরপর আর কিছুই মনে থাকেনা ( কোনার বিল্ডিংটার কন্সট্রাকশন মাত্র তখন শুরু হয়েছে, টিন দিয়ে ঘেরা ছিলো রোডসাইডটা)...

অতঃপর সেন্স ফিরে এলে বুঝতে পারি যে আমি ওখানেই পড়ে আছি আর আমার মুখ শার্ট রক্তে ভেজা... কতোক্ষন পড়ে ছিলাম সঠিক বলা সম্ভব না হলেও মোটামুটি ১০/১৫ মিনিটের মতো হবে...( আঘাতটা প্রচন্ড ছিলো, তাই নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয় )

বাস্তবতা হলো সে সময় রাস্তাতে অগণিত মানুষের আনাগোনা চলছিলো অথচ আন্দাজ করা যায় যে আমাকে সাহায্য করবার মতো কোন মানুষ সেসময় সেখানটাতে ছিলোনা... অবশ্য এর জন্য আমি রাস্তার ব্যস্ত মানুষদের দোষ দেইনি কখনোই... আলো আধাঁরের সময় ও জায়গাটাকেই আমি সবসময় দায়ী করেছি... ঘটনা প্রসঙ্গে ঘটনা এসে গেলো দাদা...


আপনাদের এসব ঘটনা জেনে যেন আমরা কিছু শিখতে পারি... হৃদয়কে বড় করতে পারি... মনুষ্যত্বের প্রকাশ করতে পারি...

শুভকামনা...

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

শরৎ চৌধুরী বলেছেন: খুবই সত্য একটা উপলব্ধি অদৃশ্য, নানান নিষ্ঠুরতার মুখোমুখিও আমরা হই। তবে সবচেয়ে জরুরী কথাটা আপনিই বলে দিয়েছেন আসলে....এসব ঘটনা জেনে যেন আমরা কিছু শিখতে পারি... হৃদয়কে বড় করতে পারি... মনুষ্যত্বের প্রকাশ করতে পারি...সেটার জন্য আমাদের সবার প্রচেষ্টাই সবচেয়ে জরুরী।

৪৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: দারুণ একটা অনুভুতি জাগানো লেখা। ভাল লাগল।
যদিও মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র কাজে সামান সহযোগিতার জন্য এক সময় আমার নাম ফ্রি সার্ভিস হয়ে গিয়েছিল। তারপরও সময় সুযোগ পেলে করি। বাঙ্গালী তো!

খুব ভাল একটা পোস্ট দিয়েছেন। মানুষকে উৎসাহ জাগাবে বেশ।

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

শরৎ চৌধুরী বলেছেন: পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মহৎ কাজগুলো কিন্তু আদতে ফ্রী সার্ভিসই... কিন্তু এই যে বললেন, তারপরও সময় সুযোগ পেলে করি। বাঙ্গালী তো!
এটাই চাই।

৪৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মদ সাইফ উল আলম বলেছেন: আমার তরফ থেকে আপনাকে হাজার সালাম।

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: ভাই আমি খুব সামান্য মানুষ, দয়া করে লজ্জা দিয়েন না, বাংলাদেশের মানুষরাই হাজার সালামের যোগ্য।

৪৭| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৪

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: ভাল লাগল।

বাংলাদেশে ভাল কাজ এর সংখ্যা অনেক কমে গেছে।

এরকম ভাল দৃষ্টান্ত আরো অনেক বেশি দরকার।

সত্যি কথা বলি, আমার কাছে মনে হচ্ছে, এটা খুব সাধারণ একটা ঘটনা হওয়া উচিত। যদি ইদানীংকালে এমন ঘটনা খুব ই কম ঘটতে থাকে, তাহলে বলতে হবে তা আশংকাজনক। কেননা এমন ই হওয়া উচিত নিয়মিত প্রতিদিন।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: সত্যি কথা বলি, আমার কাছে মনে হচ্ছে, এটা খুব সাধারণ একটা ঘটনা হওয়া উচিত। যদি ইদানীংকালে এমন ঘটনা খুব ই কম ঘটতে থাকে, তাহলে বলতে হবে তা আশংকাজনক। কেননা এমন ই হওয়া উচিত নিয়মিত প্রতিদিন।.......

খুব খুব ভালো বলেছেন। এটা হবে আপনার আমার দ্বারাই তাই না?

৪৮| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৩৬

রাফা বলেছেন: সোনার বাংলার সোনার মানুষ আছে বলেই বার বার ঘুরে দাড়াতে পারি আমরা।বাংলাদেশের মেজরিটি পিপল ভালো।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: সোনার বাংলার সোনার মানুষ ঘুরেও দাঁড়াবে, সামনে এগিয়েও যাবে ধারাবাহিকভাবে।

৪৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫০

ভবঘুরের ঠিকানা বলেছেন: আর কিছু না হোক, অন্তত একটি ধন্যবাদ আপনার প্রাপ্য। ধন্যবাদ আপনাকে।

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ঠিকানা।

৫০| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: দারুণ।

১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা তানভীর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.