নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বসে আছি সোহরোওয়ার্দী উদ্যানে খোলা আকাশের নীচে। সামনে রয়েছে সাজি আপা। হাতে তার নতুন বই, বিষণ্ণতায় একা। তাহলে শুরু করি আজকের ইন্টারভিড।
# সাজি আপা আপনার এটা কততম কবিতার বই?
* চতুর্থ।
#প্রকাশিত হয়েছে কোথা থেকে?
*ভাষাচিত্র।
বইটি পাওয়া যাবে ৩৭৯, ৩৮০ নং স্টলে।
আপনি কবে থেকে ব্লগার কবে থেকে কবি?
* ছয় বছরের বেশি সময় থেকে।
#কবিতা ছাড়া আর কি লেখেন?
*বেড়ানোর ছোট গল্প, ওটোয়াতে একটা মাসিক পত্রিকায়, "মাসিক আশ্রম"।
#ছোট গল্পের কোন বই কি বেড়িয়েছে?
*এখনো নয়, আগামী বছর বের করার ইচ্ছা আছে।
এবার চলে যাই নতুন প্রকাশিত বইটা নিয়ে।
প্রথমেই জানতে চাইছি বইটির শিরোনাম এমন হল কেন?
* মুখ্যতা এটা ভালোবাসার বই, তবে এতে যখন বিরহ যুক্ত হয় তখন এটা হয়ে ওঠে অনন্য।
#এই বইয়ের ক্ষেত্রে সবচেয়ে প্রিয় কবিতা কি?
*এটা একটা সাংসারিক ভালোবাসার কবিতা। এর মধ্যে যে বিরহ তা নিয়ে কবিতা।
"তুমি না থাকলেই এমন হয়,টিভি রিমোটে ঘুরতে থাকে অস্থির সময়"
*দাম্পত্যে প্রেম টিকে থাকে?
# আমি মনে করি থাকে। আসলে ভাগাভাগি হয়। সংসার শুরু করার আগে যে প্রত্যাশা নিয়ে শুরু হয়, ক্রমান্বয়ে তা ভাগাভাগি হয়। সেটা আরো সুন্দর হয়।
অভির প্রশ্ন: বইয়ের কবিতার শিরোনামের একটা কবিতা আছে, সেটার মর্মার্থ আছে কি?
# এটা আসলে, অন্য একটা নাম পছন্দ ছিল। প্রচ্ছদের ক্ষেত্রে এটা বেশি ম্যাচ করেছে এজন্যই এই শিরোনাম।
*আপনার সন্তানেরা আপনার লেখালেখি কিভাবে দেখেন?
#দু:খজনক হলেও সত্য ওরা বাঙলা পড়তে জানেনা , তবে বলতে জানে। ওরা এটা খুব ইন্সপায়ার করে কারণ তারা জানে এটা আমার খুব আনন্দের জায়গা।
দূর্জয়ের প্রশ্ন: বাংলা সাহিত্যের নারী কবিরা প্রধানত "নারীবাদী" কবিতা লেখেন। আপনি কোন ধরণের কবিতা লেখেন?
#আমি খুব আশাবাদী মানুষ। আমার নৈরাশ্য নেই। আমার ব্লগের প্রোফাইলে আছে বেঁচে থাকা দারুণ ব্যাপার। আমি মুখ্যত আশাবাদী/ভালোবাসার/ প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসার, আনন্দের কবিতা লেখি।
------------------------------------------------------------------------
এই সময়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আবির। তার সাজিদ উল হক আবির।
এটা তার প্রথম বই। প্রকাশনী শব্দ শিল্প। ছোট গল্প সংকলনের এই বইটি পাওয়া যাবে, স্ট ১৭১, ১৭২, সোহরাওয়ার্দী উদ্যান। মূল্য ১১০ টাকা।
* লেখালেখি শুরু করেছেন কবে?
# আমার লেখালেখির শুরুটা, সংগীতের উপর জানার্লিজম করেছি। মুখ্যত মিউজিক নিয়েই লিখতাম। সেখান থেকে দেখলাম, তারকাদের হাঁচিকাচির কথাও আমার লিখতে হচ্ছে। সেখান মনে হল নিজে এমন একটা কিছু করি, নিজের একটা আইডেন্টিটি নিয়ে দাঁড়াতে পারি। এজন্য কলম হাতে নেই। ২০০৯ সাল থেকে সাংবাদিকতা ও লেখালেখির সাথে জড়িত।
* পিংকু চরিত্র নিয়ে একটু পরে বলি। গল্পে নারী চরিত্রকে কিভাবে চিত্রায়িত করেন?
# প্রথমত আমি মনে করি নারী চরিত্র পুরোপুরি বিশ্লেষণের ক্ষমতা?
এখনো আমার হয়নি।
যদিও, আমি মনে করি আমারে গল্পে নারী যেভাবে আছে তা গল্পের প্রয়োজনে যথার্থ।
স্টাইলের বিষয়ে আমি সবসময় চেষ্টা করি, যাতে পাঠকের কষ্ট না হয়। সহজ শব্দ চয়ন, বাক্য বিন্যাস ব্যবহার করি। আমি একজন স্টোরিটেলার, আমি সামনা সামনি কথা বলার মত করে লিখতে চাই
-----------------------------------------------------
এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তানিয়া হাসান খান। তার বইয়ের নাম অশ্রু শ্রুতি। নিউক্লিয়াস পাব্লিকেশন। বইটি পাওয়া যাচ্ছে বইঘরে, স্টল ২৫৮। বইয়ের দাম, ১৫০ টাকা। মেলায় ১১০ টাকা। এটি একটি কবিতার বই।
* এটা কি আপনার প্রথম গ্রন্থ?
# হ্যা।
* কবিতা লেখেন কবে থেকে?
#২০১১ থেকে।
*ব্লগের সাথে যুক্ত কবে থেকে?
# প্রায় দু বছর।
*বইটির নাম এমন হল কেন?
#কারণ বইয়ের বিরহের কবিতা বেশি। কবিতার মূল থিম বিরহ। তবে এর মধ্যে নানান ধরণের কবিতা আছে। ধর্মীয় কবিতা আছে, ব্যক্তিগত জীবনের কবিতাও আছে। সমসাময়িক পরিবেশ নিয়েও কবিতা আছে।
*সামনে কি কবিতায় থাকতে চান?
#একটা চিঠি সমগ্র বই লিখবো, একটা উপন্যাস চলছে।
*সামনে কি ধরণের কবিতার কথা ভাবছেন?
# কবিতা তো আর পরিকল্পনা করে লেখা হয় না। যেহেতু জীবন বোধ থেকে লিখি সেজন্য ওটার অপেক্ষায় আছি। সামনে চিঠি সমগ্র বের হবে।
*এই সময়ে আপনি কিভাবে চিটি লেখেন?
# আগের মতই, কার কাছে লিখবো সেটা ফ্যাক্ট না, চিঠি একটা আড়াল, সে কথা সরাসরি বলা যায় না, সেটা বলা। সন্তান, প্রিয়তম, বন্ধু, দেশের কাছে, মাঠির কাছে, স্বপ্নের কাছে।
কখনো বই প্রকাশ করবো ভাবিনি। একসাথে কম্পাইল করেছি। সেভাবে চিঠিগুলোকেও সংরক্ষিত করব। চিঠি আমার কাছে ব্লগও।
-------------------------------
ফিরে এলাম সাজি আপার কাছে আবারো।
প্রবাস এবং দেশ; ব্লগ এবং বই কিভাবে মিশে আছে আপনার জীবনে?
* প্রবাসতো আমার বর্তমান, দেশ আমার শেকড়, ব্লগ আমার ভালোবাসার বাড়ী। যেখানে আমি কবিতা লিখি, গল্প লিখি, জীবন লিখি। লেখার মাধ্যমে মানুষের সাথে মিশে আছি। আমি শুধু লিখি না, আমি একজন খুব ভালো একজন পাঠক বলে নিজেকে মনে করি। আমি আপাতত অনিয়মিত তবে পড়ার ক্ষেত্রে একদমই আপডেটেড। খুঁজে খুঁজে সবার লেখা পড়ি।
দুর্জয়ের প্রশ্ন: প্রবাস জীবন কি আপনার কবিতার জন্য সহায়ক?
* আসলে দেশ আলাদা হলেও প্রকৃতি এক, দেশ আলাদা হলেও মানুষ এক। যত দূরেই থাকি না কেন দেশকে যাপণ করি। আমি করি আমরা প্রত্যেকেই এক একটা বাংলাদেশ।
দুর্জয়ের প্রশ্ন: আপনার কি এমন কোন শব্দ আছে তার প্রতি দূর্বলতা আছে?
*এবার আমি নতুন গদ্য লেখার কথা ভাবছি। অবরোধবাসিনি। মুক্তগদ্য নিয়ে যেটা হয়, আলোচনা হয় সেটা থেকে আমি খানিকটা দূরে। লেখকের নিজের স্টাইলটাই আসল। সে যেভাবে লিখছে বা লেখে সেটাই গুরুত্বপূর্ণ।
*কবিতা লিখে আপনার সবচেয়ে আনন্দময় এক্সপেরিয়েন্স কি?
#যখন ব্লগে কবিতা বিষয়ক কমেন্টস পাই। যখন আলাপ গড়ে ওঠে। আমরা বলি পৃথিবীটা হাতের মুঠোয় চলে এসেছে, এটা আসলেই সত্য হয়ে উঠেছে।
অনেক ধন্যবাদ আপনাকে সাজি আপা।
আপনাকেও অনেক ধন্যবাদ।
-----------------------------------------------------------------------
আবার আবির
# হুমায়ুক আহমেদের প্রথম উপন্যাস পড়ে ড. আহমদ শরীফ যে প্রশংসাপত্র লিখে দেন তা তিনি সবসময় বহন করতেন। আমার জন্য ভীষণ আনন্দের যে সমসাময়িক সময়ের প্রধান বুদ্ধিজীবীদের একজন সিরাজুল ইসলাম চৌধুরী আমার বইয়ের ভূমিকা লিখে দিয়েছেন। আমি খুব কৃতজ্ঞ যে তিনি অনেক ভালো কথা লিখেছেন আমার বই নিয়ে। এটা আমাকে উৎসাহিত করেছে অশেষ।
আমি মনে করি সকল লেখকেরই কবিতা পড়া উচিৎ। কেননা কবিতা বিশুদ্ধতম শিল্প।
আমার একটা সম্ভাবনা আছে শিক্ষক হবার। আমার লক্ষও তাই।
আমার স্বপ্ন অনেক বড়। আমার শেষ বয়সে যেন বলা হল, আমি এই সময়ের সেরা লেখক।
আমার নেক্সট প্রজেক্ট উপন্যাস। পাঠকদের তরফ থেকে সেই প্রত্যাশাটাই আসছে।
অনেক ধন্যবাদ আপনাকে আবির।
আপনাকেও অনেক ধন্যবাদ।
-------------------------------------------------------------
এটা একটা দারুণ ব্লগ আড্ডাও ছিল। খুব ভালো লেগেছে সবার সাথে পরিচিত হয়ে। ছবি তোলার কাজটি করেছেন, ব্লগার কাল্পনিক ভালোবাসা। ছবির জন্য আরো কৃতজ্ঞতা, অনাহূত। আর সবশেষে আমাদের গান গেয়ে শোনাচ্ছেন আবির।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২
শরৎ চৌধুরী বলেছেন: এই সিরিজটা বহাল থাকবে বলে আশা করছি। শুভেচ্ছা শঙ্কু।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
অন্তরন্তর বলেছেন:
সাজি আপা এখন বাংলাদেশে শুনে খুব ভাল
লাগল। সেইসাথে একটু হিংসা হচ্ছে আমার
বিদেশে থেকে বই মেলায় না যেতে পারায়।
আপুকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন
বইয়ের জন্য।
ছেলে মেয়েরা বাংলা লিখতে না পারার কথা
শুনে খারাপ লাগল। একটু কষ্ট করে হলেও
ওদের বাংলা পড়তে ও লিখতে শিখানোর
অনুরুধ জানালাম সাজি আপার কাছে।
শুভ কামনা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩
শরৎ চৌধুরী বলেছেন: সাজি আপা নিশ্চয়ই পেয়ে গেছেন আপনার কমেন্ট।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৫
অন্তরন্তর বলেছেন:
সাজিদ উল হক আবিরকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা আমাদের সবার তরফ থেকেও।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
অরুদ্ধ সকাল বলেছেন:
সুন্দর ভাবনার বিষয়
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ অরুদ্ধ।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫
খেয়া ঘাট বলেছেন: সুন্দর।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ খেয়া।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
ইমরাজ কবির মুন বলেছেন:
তানিয়া হাসানান্টি !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা মুন।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫২
মামুন রশিদ বলেছেন: সাজি আপা, আবির আর তানিয়া আপুর জন্য শুভকামনা ।
কথোপকথন দারুণ লাগল শরৎ ভাই । বই মেলার মাসে মাঝে মাঝেই এমন সাক্ষাৎকার পোস্ট আশা করব ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫
শরৎ চৌধুরী বলেছেন: ইচ্ছা আছে এই সিরিজটা কন্টিনিউ করার। শুভেচ্ছা অশেষ মামুন।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮
হাসান মাহবুব বলেছেন: সাজি আপার সাথে আজকে দেখা হলো। চমৎকার সময় কেটেছে। বই গিফ্ট দিলেন একটা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬
শরৎ চৌধুরী বলেছেন: আরে বাহ। শুভেচ্ছা মাহবুব।
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
কালোপরী বলেছেন: ভাল লাগল
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা পরী।
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোজা প্রিয়তে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো অশেষ।
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
একজন ঘূণপোকা বলেছেন:
অনেক ধন্যবাদ দুইজনকে হাজির করার জন্য
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭
শরৎ চৌধুরী বলেছেন: তাহলে তো একজন মন খারাপ করবে। ফলে ধন্যবাদটা তিনজনের জন্যই নিলাম।
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: স্মরণীয় একটা দিন হয়ে থাকবে!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা অভি।
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
বশর সিদ্দিকী বলেছেন: আমার জীবনে সেরা একটা দিন। দ্বিতিয় লেখকের ছবিটা আমি তুলার চেস্ট করছিলাম। কিন্তু আমার ডিএসএলআর চালানো আর সাইকেল চালকের প্লেন চালানো একই কথা। তাও আবার শরৎ দার ক্যামেরা বলে কথা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮
শরৎ চৌধুরী বলেছেন: দেখা হয়ে খুব ভালো লাগলো বশর। শুভেচ্ছা অশেষ।
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। এক কথায় অসাধারণ একটা দিন কাটলো। অনেক ব্লগারের সঙ্গে পরিচয় হলো কথা হলো ।অসাম ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২
শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা সেলিম।
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা সন্ধ্যা কাটল! আর এই সিরিজটাও বেশ ইন্টারেস্টিং! আশা করি বই মেলার মাসে এই সিরিজের আরো বেশি কিছু পর্ব পাব!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা কাভা। আশা করি সবার সহযোগীতায় নতুন পর্ব আসবে।
১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শিট কি মিসটাই না হয়ে গেল
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩
শরৎ চৌধুরী বলেছেন: কোন ব্যাপারস না, সামনে দেখা হবে জলদি।
১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৩
অনাহূত বলেছেন:
খুব চমৎকার একটা সন্ধ্যা কাটলো। অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। এরকম স্মরণীয় দিন বার বার আসুক। তানিয়া, সাজি আপা এবং আবির সবার জন্য শুভকামনা রইলো।
পরিশেষে, এই সুন্দর পরিকল্পনার জন্য শরৎদা কে তো ধন্যবাদ দেয়াই যায়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪
শরৎ চৌধুরী বলেছেন: সবার সহযোগীতা না পেলে এটা সম্ভব হত না। শুভেচ্ছা অনাহূত।
১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৫২
আমিই মিসিরআলি বলেছেন: সবাই কে জানাই অভিনন্দন
আর পোষ্ট+ছবির জন্যে শরৎদা এবং কাভা ভাইকে ধন্যবাদ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা মিসির আলি।
১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪
অলওয়েজ ড্রিম বলেছেন: অসাধারণ একটা সন্ধ্যা কাটল। শরৎ দা-কে এই প্রথম দেখলাম। উদ্যমে টইটুম্বুর!
শুভেচ্ছা সবার প্রতি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫
শরৎ চৌধুরী বলেছেন: ইট ওয়াজ ভেরি নাইস মিটিং ইউ টু ড্রিম। শুভেচ্ছা অশেষ।
২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫
নেক্সাস বলেছেন: জীবনের ধুসর বাস্তবতায় যেখানে হাঁপিয়ে উঠেছিলাম সেখানেই যেন জীবনের নতুন সজীবতার গান। কাল অসাধারণ সুন্দর কিছু সময় কাটালাম। সাজিপা, হামা ভাই, সমুদ্রাপা, আইরীন আপা তানিয়া আপা, শরৎ ভাই, মোষ্তফা কামাল ভাই সাথে অন্য সব বন্ধু বৎসল প্রিয় ব্লগার ..সবার সাথে তুমুল ভাল লাগার কিছু সময় কাটালাম। বার বার ফিরে আসুক এমন সুন্দর দিন
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬
শরৎ চৌধুরী বলেছেন: আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো অনেক নেক্সাস। আসলেই। আপনি খুব প্রাণবন্ত মানুষ। এমনটাই থাকুন।
২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭
সায়েম মুন বলেছেন: সাজি আপু আমার প্রিয় ব্লগার এবং কবিদের মধ্যে অন্যতম। তার সাক্ষাৎকার খুব ভাল লাগলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা মুন। আপনার বই কবে পাবো?
২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩
তানিয়া হাসান খান বলেছেন: অসাধারন একটি সময় কাটল সবার সাথে.।.।।। সবাইকে ধন্যবাদ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো সময় কাটলো আমারো।
২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩
তানিয়া হাসান খান বলেছেন: আজকেও থাকছি মেলাতে বিকালে.। চলে আসেন ২৫৮ নং স্টল এ
২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সাজিআপু ,তানিয়া আপু সহ অনেককে প্রথম দেখলাম । খুব ভাল লেগেছে ।
২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
সাজিদ উল হক আবির বলেছেন: শরৎদাকে বললাম – আমার স্বপ্ন এই যে, আমার জীবনের শেষ দশ বছর মানুষ আমাকে সময়ের সেরা লেখকদের একজন বলে চিনবে। শরৎদা আমাকে বললেন – তাহলে তো তোমার আর আমার ভালো একটা কম্পিটিশান হবে ( শরৎদা অনুজের প্রতি স্নেহ থেকেই কথাটা বলেছেন, নাহলে তার লেখনি অনেক অনেক বেশী পরিণত) !
এরপর আবার লেখার স্টাইল ডেভলাপ করার জন্য অজস্র পরামর্শ দিলেন, অনেক অনেক গুরুত্বপূর্ণ বই এবং লেখকের নাম সাজেসট করলেন।
এই ভালোবাসা , এই হৃদ্যতাপূর্ণ অনিন্দ্যসুন্দর প্রতিযোগিতা- একে অপরের লেখাকে নিখুঁত থেকে নিখুঁততর করে তোলার জন্য আন্তরিক প্রচেষ্টা – এ শুধু সামুর ব্লগারদের পক্ষেই সম্ভব।
শরৎদা’র কাছে আমার কৃতজ্ঞতা নতুন লেখকদের ভেতর বাছাই করে আমার লেখা বইটিকে ব্লগের সবার সামনে তুলে ধরার জন্যে। ইট ওয়াজ রিয়েলি এন এক্সপিরিএন্স টু মিট হিম।
আর স্বভাবসুলভ জড়তার কারনে সবার সাথে গিয়ে পরিচিত হতে পারিনি বলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। তবে ভালো লেগেছে তানিয়া আপু, ব্লগার কাল্পনিক ভালোবাসা ভাই, এবং জেসন ভাইএর সাথে কথা বলতে পেরে।
পোস্টে যারা আমাকে , আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন- তাদের প্রতি অফুরন্ত ভালোবাসা।
আমার জীবনের স্মরণীয় এক সন্ধ্যা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯
শরৎ চৌধুরী বলেছেন: আবিরের গানটাতো আমার বেশ লাগলো। গিটারের কাজও চমৎকার। স্বতস্ফূর্ততা চলে আসবে আরো ব্লগারদের সাথে নিয়মিত আড্ডায়। অনেক কিছু শেখার আছে তোমার কাছ থেকেও আবির।
শুভেচ্ছা অশেষ।
২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
ডট কম ০০৯ বলেছেন: দারুন আইডিয়া।
সাক্ষাতকার আরো বড় করে নেয়া হলে আরো বেশী জানা যেত।
শরৎ দাদা কে ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০০
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা। নেক্টস্টটাতে চেষ্টা করবো।
২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০
ঢাকাবাসী বলেছেন: কথাবার্তা খুব ভাল লাগল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০০
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী।
২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৩
দুঃখী__ বন্ধু বলেছেন: খুব ভাল লাগলো । বাকি লেখক ,কবিদের সাক্ষাতকার পেলে ভাল লাগত ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০০
শরৎ চৌধুরী বলেছেন: আশা করি সামনের পর্বগুলোতে আসবে।
২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!
খুব ভাল লাগলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা বাঙালী।
৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২
সায়েম মুন বলেছেন: আমার জীবদ্দশায় বই ছাপা হবে কিনা যথেষ্ঠ সন্দেহ আছে। এখনো তো মনের মত কোন কবিতার ইমেজ বানাতে পারলাম না।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩
শরৎ চৌধুরী বলেছেন: সায়েম, তাহলে নিশ্চিত করলেন যে আগামী বই মেলাতে আমরা আপনার বই পাচ্ছি, তাইতো?
৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আবির চমৎকার গেয়েছেন।পুরো আড্ডা তার গানে নতুন মাত্রা পেল যেন ।তার জন্য স্পেশাল থ্যাংকস ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪
শরৎ চৌধুরী বলেছেন: কথা সত্য। ঘাড় লকের কি অবস্থা?
৩২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮
মুদ্দাকির বলেছেন:
বই বাজদের জন্য শুভকামনা রইল, বাংলাভাষায় নিজের নামে একটা বই, ওয়াও অসাধারন প্রাপ্তি ...............
৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮
মুদ্দাকির বলেছেন:
বই বাজদের জন্য শুভকামনা রইল, বাংলাভাষায় নিজের নামে একটা বই, ওয়াও অসাধারন প্রাপ্তি ...............
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪
শরৎ চৌধুরী বলেছেন: আসলেই অসাধারণ একটা প্রাপ্তি।
৩৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪
আরজু পনি বলেছেন:
ইসসরে !
কী যে মিস করলাম
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫
শরৎ চৌধুরী বলেছেন: পনি কেমন আছেন? আপনাকেও মিস করছিলাম।
৩৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মনে রাখার মত একটা সময় ছিল । শুভকামনা সবার জন্য ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭
শরৎ চৌধুরী বলেছেন: তিতির আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো অনেক। শুভকামনা আপনার জন্যও।
৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ঘাড় লক এখনো খুলেনি। প্রচন্ড ব্যথা। আজ অফিসে যায় নি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
শরৎ চৌধুরী বলেছেন: তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০১
ক্লান্ত তীর্থ বলেছেন: আমিও ছিলাম সেদিন,আপনাদের খুঁজে পাইনি!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১২
শরৎ চৌধুরী বলেছেন: আপনাকে পেলেও অনেক ভালো লাগতো।
৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ঘাড় লক খুলেছে শরৎ। ভাল লাগছে ।
৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ঘাড় লক খুলেছে শরৎ। ভাল লাগছে ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৮
শরৎ চৌধুরী বলেছেন: ভেরিগুড।
৪০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১০
আকিব আরিয়ান বলেছেন: তাড়াতাড়ি চলে আসায় ঐদিন মিস করলাম আড্ডাটা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৮
শরৎ চৌধুরী বলেছেন: আপনাকেও মিস করলাম।
৪১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩
ইখতামিন বলেছেন:
আমি ৭ ও ১৪ তারিখে গিয়েছি... আরেকবার যাবার ইচ্ছা রাখি
আপনাদের আড্ডার কথা পড়ে ভালো লাগলো...
৪২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১২
রাসেলহাসান বলেছেন: পোস্টে ভালো লাগা জানিয়ে গেলাম।।
৪৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: সবাইকে শুভেচ্ছা
৪৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০৯
মিজানুর রহমান মিলন বলেছেন: ভাল লাগলো।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: পড়ে ভাল লাগল।
বইমেলায় যাদের বই বেরুচ্ছে, সেসব ব্লগার-লেখকদের সাথে একটা কথোপকথন সিরিজ করতে পারলে চমৎকার হত।