নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ একটা বিষয় আপনাদের সাথে আলাপ করতে চাই। আমার প্রস্তাবিত আজকের বিষয় জনসমাবেশ বা জনসমাগম। অনেকেই মনে করেন সকল জনসমাবেশই উত্তেজনাকর, দারুণ, চমৎকার, ঐতিহাসিক। কিন্তু সকল জনসমাবেশ কিংবা জনসমাগমই কি সুন্দর? ৭ই মার্চের জনসমুদ্র দেখলে নিশ্চয়ই অনেকের মনে এখনো শিহরণ জাগে, জেগে ওঠার তীব্র স্পৃহা সঞ্চারিত হয়। কিন্তু ১৯৭১ এ নিজের ভিটামাটি ছাড়া লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষের ঢল মোটেও সুন্দর নয়, ভীষণ বেদনা জাগানিয়া। গণজাগরণের প্রথম তিনদিনের জনসমাগমের যে তীব্রতা তা অনবদ্য এবং অসামান্য; তেমনটা ইতিহাসে দূর্লভ। প্রচুর মানুষজনে ভরা এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলে, আপনি যেখানেই যান মানুষ পাবেন। এটার দু-রকমেরই ব্যাখ্যা আছে। আর তা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারেন। সকল জনসমাগমের সাথে আপনি সম্পৃক্ত বোধ করবেন এমনটাও নয়, হেফাজতের বিপুল জনসমাগমের সাথে অনেকেই যেমনটা করেননি আবার অনেকে করেছেনও। তবে মোদ্দা কথা হল বিপুল জনসমাগম আমার সাধারণত খারাপ লাগেনা।
যদিও কয়েক বছর ধরে, বিশেষত ঢাকা-কেন্দ্রীক সকল উৎসব বা জনসমাগম উপলক্ষকে আমি আর সহজভাবে নিতে পারছি না। সেটা বছরের দুটো ঈদ, একটি প্রধান পূজা, জাতীয় উৎসব, ২১শে বই মেলা, আর্ন্তজাতিক যে কোন আয়োজন, পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি কিংবা যে কোন ছুটির দিন। উৎসব-বেদনা-শোক-উচ্ছলতা-বিজয়-পরাজয় যেটাতেই "আমরা" যুক্ত হই না কেন সেগুলোর সবখানে একটা অসহনীয় চাপ, দৌড়, অস্থিরতা, অসহিষ্ণুতা ভর করে আছে। বিপুল জনসংখ্যা যেমন একটা প্রধাণ কারণ তেমনি একটি সুগঠিত গোছানো "চাপ"ও নিয়মিত তৈরি করা হয়েছে বলে আমার মনে হয়। এটা কেবল কর্পোরেট নয়, এটা কেবল ঢাকা শহরেই হয় এমনটা নয়, এটা কেবল ধার্মিক নয়, এটা কেবল আর্থ-সামাজিক নয়, এটা কেবল জাতীয়তাবাদী নয় বরং এর সবগুলোরই টুকরো টুকরো মিশেল এবং কখনো আরো নতুন কিছু। যদিও এর ফলাফলে মিল আছে খুব, সবখানেই কে যেন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে কেউ শোকের জন্য, কেউ আনন্দের জন্য, কেউ ক্লান্তির জন্য, কেউ একজন কোথাও পিছু ছাড়ছেনা, সে হয় কিছু বিক্রী করবে, নাহয় বোঝাবে, নাহয় মারবে ইত্যাদি। পুরো বিষয়টা থেকে মানবিক প্রস্তুতি এবং সহজাত প্রতিক্রিয়ার বিষয়টি গায়েব হয়ে গেছে যেন। এর কোন মূল্য নেই বললেই চলে। বরং তাড়িয়ে বেড়ানোর উপযোগী মানুষ কিংবা জনসমুদ্র তৈরি করা হচ্ছে। এই মানুষদের সর্বোচ্চ অনুভূতি হল দৌড়ানো, কেবলই অস্থিরভাবে ছুটোছুটি করা, এবং সবখানেই কেবল হারানোর বা হারিয়ে যাবার ভয়। কোনটাই, মানে কোনকিছুই তৃপ্তিকর নয়, কোনকিছুতেই যেন শান্তি নেই। কিন্তু কোথাও কিন্তু যুদ্ধ চলছে না, নাকি চলছে আমরা বুজছি না।
আগামীকাল পহেলা বৈশাখ, আমার খুব আনন্দের একটা উৎসব। এবং আমার সাম্প্রতিক উপলব্ধির কারণে তাই সবার আগে মনে আসছে ভীড়, ঠেলাঠেলি এবং তারচেয়েও বেশি অদৃশ্য কারো যেন ঠেলে দেয়া। কিন্তু এমন হলে তো কোন উৎসব হয় না, আমাকে আমার মত বুঝতে দিন, আমাকে আমার মত যুক্ত হবার স্থানটুকু দিন; দয়া করে ঠেলবেন না। ঈদ করবো না সেখানেও ঠেলা, কোন স্থান নাই কোথাও, কি বাস্তবে কি চেতনায়, কি বসবো কি থামবো, কি করবো সবখানেই ঠেলাঠেলি; যেন শেষ হয়ে যাচ্ছে সব। এই ঠেলাঠেলিতে আমার আনন্দও আসেনা, আমার বিদ্রোহও আসেনা। শ্রেফ পালিয়ে থাকতে ইচ্ছে করে। এইসব জনসমাগমে বুকে পিঠে তাই বয়ে নিতে ইচ্ছে করে জ্বলজ্বলে প্ল্যাকার্ড "আমি মানুষ, দয়া করে ঠেলবেন না"।
আপনাদের সবাইকে নবর্ষের শুভেচ্ছা।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৬
শরৎ চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ।
২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৬
প্রবাসী পাঠক বলেছেন: শুভ নববর্ষ ।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কিচ্ছু করার নাই! ঠেলার নাম বাবাজি! বাঙালি এই ঠেলা বাবাজিরে খুব ভালো পায়। এখানে মানুষের প্রশ্ন আইনেন না ভাই, বাঙালিরা শুধুই বাঙালি। বাঙালির মানুষ হওয়ার স্বপ্ন এখনও দূরের পথ!
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা। কিন্তু এইসব অদৃশ্য ঠেলাঠেলি জিনিসটা তো সহনীয় নয়।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৭
বাকপ্রবাস বলেছেন: হাহ
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ বাংলা নববর্ষ
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৮
শরৎ চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: "আমি মানুষ, দয়া করে ঠেলবেন না"
হুম.........শুভ হোক সব..
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৮
শরৎ চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ।
৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:১৮
ইমরান-উল-ইসলাম বলেছেন: এইসব জনসমাগমে বুকে পিঠে তাই বয়ে নিতে ইচ্ছে করে জ্বলজ্বলে প্ল্যাকার্ড
"আমি মানুষ, দয়া করে ঠেলবেন না"।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: আপনারও??? শুভ নববর্ষ।
৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০১
বিদ্রোহী বাঙালি বলেছেন: আমাদের প্রাণের উৎসবগুলো দিন দিন কেমন জানি কমার্শিয়াল হয়ে যাচ্ছে। তাই এতো ঠ্যালাঠেলি। যেখানে আন্তরিকতা নাই, সেখানে ভালোবাসা পাবেন কীভাবে? শুভ নববর্ষ।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: ঠিকই বলেছেন, শুভ নববর্ষ।
৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২১
এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১
শরৎ চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ।
১০| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫১
মামুন রশিদ বলেছেন: প্লিজ সাইডে খারান, ঠেলবেন না..
হাহাহা, হ্যাঁ ব্যাপারটা বিরক্তিকর বটে ।
নববর্ষের শুভেচ্ছা শরৎ ভাই । শুভ হোক প্রতিটা দিন, প্রতিটা নতুন সূর্যোদয় ।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪২
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা, শুভ নববর্ষ। আমি বরং সংকটে আছি অদৃশ্য ঠেলাঠেলি নিয়ে।
১১| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫
উদাস কিশোর বলেছেন: কাল্পনিক_ভালোবাসাবলেছেন: কিচ্ছু করার নাই! ঠেলার নাম বাবাজি! বাঙালি এই ঠেলা বাবাজিরে খুব ভালো পায়। এখানে মানুষের প্রশ্ন আইনেন না ভাই, বাঙালিরা শুধুই বাঙালি। বাঙালির মানুষ হওয়ার স্বপ্ন এখনও দূরের পথ!
নববর্ষের শুভেচ্ছা
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪২
শরৎ চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ।
১২| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯
সাজিদ উল হক আবির বলেছেন: হায় দাদা, ফাহুন আর বৈশাখের বিকেলে ঢাবি ক্যাম্পাসে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ালেও লাভ হবে না। ঠ্যালা তো খাইতেই হবে !
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৩
শরৎ চৌধুরী বলেছেন: এটাতো গেল খুব প্রায়োগিক দিকসমূহ। অদৃশ্য ঠ্যালাগুলো কীভাবে সামলানো যায়? শভ নববর্ষ।
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৩
কাফের বলেছেন: বাঙালী নিজের চিন্তা ভাবনা অনুযায়ী নিজের চেয়ে অন্যকে চালিত করতে আগ্রহী বেশী! আমি এই রকম চিন্তা করছি এই রকম মনে করছি এই ভাবে করছি তুমি করছো না কেন?!
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪২
কাফের বলেছেন: তারপর ঠেলা!
আর জনসমাগমের ঠেলাঠেলির কথা কি বলবো আপনি প্ল্যাকার্ড নিয়া দারাবেন পাবলিক প্ল্যাকার্ড কি লেখা আছে দেখার আগেই ঠেলা দেওয়ার কাজ সম্পন্ন করে ফেলবে!
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫১
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহা, অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ।
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬
জাতির বোঝা বলেছেন:
শুভ নতুন বছর ১৪২১।
ঢাকা শহরে সমাবেশ হলেই ভয় লাগে। এই বুঝি বোমা ফাটল!!!!!!
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২
শরৎ চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ। এই ভয়টা যে একেবারে অমূলক তাতো আর বলা যায় না।
১৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৪
ঢাকাবাসী বলেছেন: শুভ নববর্ষ।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২
শরৎ চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ।
১৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭
মনোপোল বলেছেন: ঠেলাঠেলি বাংলা সংস্কৃতির অংশ হয়ে উঠেছে, ......হায়রে ঠেলা
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৩
শরৎ চৌধুরী বলেছেন: মুক্ত বাজার অর্থনীতিতে এমন ঠেলার কোন শেষ দেখতে পাচ্ছি না।
১৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৬
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: শুভ নববর্ষ
শুভেচ্ছা জানবেন
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৪
শরৎ চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ।
১৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫০
মুদ্দাকির বলেছেন: শুভ নববর্ষ
বিরক্তিকর ঠেলা ঠেলি সব যায়গায় !!!
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৪
শরৎ চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ।
২০| ১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৫
ওয়্যারউলফ বলেছেন: বাঙালির জীবনে হাসার উপলক্ষ কোথায় ? এই একটা দিন কিছুটা হাসা-হাসির জন্য কিছুটা ঠ্যালা-ঠ্যালি মন্দ কি।
নববর্ষের শুভেচ্ছা রইল।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫
শরৎ চৌধুরী বলেছেন: সেই অর্থে আপনার কথা খুবই যথার্থ। তবে প্রকাশ্য ঠেলাঠেলির বাইরেও অদৃশ্য এক ঠ্যালা আছে যা সামলানো খুবই কঠিন।
২১| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯
সকাল রয় বলেছেন:
ছবিটা কি পিকাসাতে করা___
শরৎ বাবু শুভ নববর্ষ
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৬
শরৎ চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ। হ্যা পিকাসাতে করা।
২২| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৫
উড়োজাহাজ বলেছেন: আপনার ব্যথাটা বুঝতে পেরেছি। সম্ভব হলে মোহাম্মদ আসাদের লেখা 'রোড টু মেক্কা' বইটা পড়ুন।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৭
শরৎ চৌধুরী বলেছেন: এই বইটা পড়া হয়নি। কেন পড়া উচিৎ সে বিষয়ে কোন ক্লু কি দেবেন?
২৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: "আমি মানুষ, দয়া করে ঠেলবেন না"।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৭
শরৎ চৌধুরী বলেছেন: নিশ্চয়ই না, শুভেচ্ছা, শুভ নববর্ষ।
২৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩১
উড়োজাহাজ বলেছেন: এই বইটা লেখকের একটি দীর্ঘ ভ্রমণ কাহিনী। অনেক ঘটনা, অনেক পথ ভ্রমণের মধ্য দিয়ে তিনি জীবনটাকে নতুন করে চিনেছিলেন। বুঝেলিয়েন মানব জীবনের গূঢ় রহস্য। বুঝতে পেরেছিলেন কেন মানুষের এত ব্যস্ততা, কেন ছুটে চলা, কেন এত খাই খাই? এর মধ্য দিয়ে তিনি আবিষ্কার করেছেন মানব প্রকৃতির স্বরূপ। যা তাকে শেষ পর্যন্ত তার নিজ সভ্যতার বিপরীত বিশ্বাসের দিকে নিয়ে গেছে।
আপনি ঠেলা খেয়ে যাচ্ছেন, সম্ভবত সে ঠেলা থেকে কিছু শিখতে পারছেন না। কিন্তু তিনি পেরেছেন। বইটা পড়ে দেখুন, ভাল লাগবে। বড় বই, প্রথমে বোরিং লাগতে পারে। কিন্তু ধীরে ধীরে নেশা ধরে যাবে। একেবারে শেষ না করলে্ও চলবে।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: বাহ অনেক ধন্যবাদ, চমৎকার একটি বিষয়। আমি চেষ্টা করছি শেখার বইটা পড়ার জন্য যে আগ্রহ তৈরি করে দিলেন, সেজন্য অশেষ কৃতজ্ঞতা।
২৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪
বোধহীন স্বপ্ন বলেছেন: বাড়ি ফেরার সময় খুব ঠেলাঠেলি করেই আসতে হল সেদিন
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০
শরৎ চৌধুরী বলেছেন: একেতো গেলো রিকাশ-গাড়ী-মানুষের ঠ্যালাঠেলি, অদৃশ্য সেইসব ঠ্যালাঠেলিকে সামলাবেন কিভাবে? আপনার জন্য সম্পূর্ণ ঠ্যালাহীন শুভ নববর্ষ ।
২৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৫
উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ।
২৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভ নববর্ষ -----
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: শুভ নববর্ষ।
২৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩২
শাহ আজিজ বলেছেন: ঠেলাঠেলির জন্য মঙ্গল শোভাযাত্রায় যাইনা । আর রমনার প্রবেশ দ্বার ? সে এক ভয়ংকর স্মৃতি । মিছিলের অগ্রভাগে মাঝের নেতা দুদিকের চাপে ক্রমশ কৃশকায় হতে থাকে । তাতে আয়ু ক্ষয় হয় ।সবচে দৃশ্যমান জিয়ার মাজারে ফুল দেওয়া, সবাই ফুলের মালা ছুতে চায় ক্যামেরায় ধারন হবার জন্য , কয়েকটা মাজার পাশাপাশি বানিয়ে দিলে কিন্তু ল্যাঠা চুকে যায় ।
২৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: দাদা এটা আমাদের সাহিত্য আড্ডার প্রথম সংখ্যার ও এর যাবতীয় বিষয়াদি নিয়ে পোস্ট। আমাদের পথ চলায় আপনাকে পাশে পাব এই আশা রাখছি।
সাহিত্য আড্ডা
৩০| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪
অর্পণ! বলেছেন:
দয়া করে ঠেলবেন না ।
আমি হাঁটতে জানি, আমাকে হাঁটতে দিন ।
শুভেচ্ছা রইল, শরৎ ।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
"আমি মানুষ, দয়া করে ঠেলবেন না"
শুভ নববর্ষ ভাইয়া।