নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কৃতজ্ঞতার শেষ নেই

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৮



মঈন জালাল চৌধুরী নামে আমাকে চেনে এমন মানুষের সংখ্যা ওয়েব দুনিয়াতে বেশি নেই। শরৎ চৌধুরী নিয়েই সবাই যখন সন্তুষ্ট তখন সেটা নিয়ে বেশি হইচই করার কোন মানে দেখিনা। এছাড়া সহজ অনুমান হিসেবে সম্ভাব্য "হিন্দু" পরিচয়ের বিষয়টা ছোটবেলা থেকেই দেখে আসছি বলে সেটাও নতুন কিছু নয়। মাঝে মাঝে নতুন ঘটনা যুক্ত হয়ে বরং সেটাকে আরো রঙ্গীন করে তোলে। এই যেমন ক'দিন আগেই, "শরৎ দা আপনি মানস দার ভাই নাকি?", "আমি তো আপনাকে পুরো অনার্স জুড়ে হিন্দুই ভেবে এসেছি।" এই জাতীয় কমেন্টে মজা পেলাম খুব। নাম এবং পূর্বানূমানের এই চর্চা ঐতিহাসিক এবং রাজনৈতিক এটাতে আমি আক্রান্ত বোধ করিনা। বরং মাঝে মাঝে বেশ উপভোগ্য প্রতিক্রিয়া পাই, এই যেমন, ইন্ডিয়াতে পুরো ১০ দিন ঘুরে আসার পর একজন ইন্ডিয়ান যখন বিষ্ময়ে বলে, "ম্যায়নেতো সোচা থা আপ, ইন্ডিয়ান হো, আপকা নাম ভী সারাৎ হ্যায়"। কিংবা আর্ন্তজাতিক কনফারেন্সের বিদায়ী ডিনারে যখন প্রখ্যাত এক পাকিস্তানী সাংবাদিক বলে, "ইয়ে ক্যায়সি বাত হুয়ি, মুসলমান আদমী কা নাম হিন্দুয়ানী ক্যায়সি হুয়ী"। তখনো আমি রেগে যাই না বরং দু-পক্ষকেই বলি, আমি বাংলাদেশের-বাংলাভাষী-বাঙ্গালী। আর হ্যা, আমার পুরো নাম....।



এইসব প্রারম্ভিক ইতং বিতং এর সাথে পরের মূল বক্তব্যের কোন মিল পাওয়া যাবে কিনা, সেটা ঠিক নিশ্চিত হতে পারছি না। তাই মূল প্রসঙ্গে আসি। তিন বছর আগে ইন্দোনেশিয়া যাবার সুযোগ হয়েছিল। আমি তখনো রাষ্ট্রীয় ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক আঁকড়ে রয়েছি। আর আমার টাকাই বা কত। গরীব মানুষ। কারণ এক এটা ঘরের কাছে। আর সরকারী চাকুরে মা-বাবার কল্যাণে ব্যাংক বলতে এইসব ব্যাংকই বুঝতাম; সেটা কারণ নাম্বার দুই। তো এই ব্যাংক থেকে আমার ভিসার জন্য, কয়েক মাসের ব্যাংক ট্রান্সেকশন লাগবে, ফরেন কারেন্সী ঢুকবে, সেটা ঢোকার আগে বাংলাদেশ ব্যাংকে অনেক সময় লাগবে ইত্যাদি ইত্যাদি। এদিকে ভিসার সময় এগিয়ে আসলেও ব্যাংকে কোন অগ্রগতি নেই। আমি তখন প্রাইভেট আর রাষ্ট্রায়ত্ব ব্যাংক নিয়ে আম্মাকে খুব একচোট শোনাচ্ছি। কিন্তু আমার সকল যুক্তি আশংকাকে মিথ্যা প্রমাণ করে, ব্যাংকের ম্যানেজার এবং আরো একজন নিজের উদ্যোগে আমার ব্যাংকের সমস্ত সমস্যা সমাধান করে দিলেন, তাও কোন বাড়তি ফী ছাড়াই এবং প্রাইভেট ব্যাংকের চেয়ে অনেক দ্রুত। ফলে সেবার আমার ঠিকই ইন্দোনেশিয়া যাওয়া হয়েছিল।



তিন কি চার সপ্তাহ আগের ঘটনা। সবেমাত্র বাসায় ফিরেছি। মা হাসিমুখে একটা বই এগিয়ে দিলেন এবং বললেন মুখবন্ধটা পড়। আমি হাতে নিয়ে পড়া শুরু করতেই চোখ আটকে গেল, "মঈন জালার চৌধুরী" তে। আরে এটা কোথা থেকে আসলো? দ্বিতীয় লাইনে লেখক বলছেন, "একদিন কর্মক্ষেত্রে পরিচয় হলো মঈল জালান চৌধুরী নামে একজন যুবকের সাথে। তার সহায়তায় অন্তর্জালের (Internet) বিশাল জগতে নিজেকে আবিষ্কার করি। কবিতা লিখতে শুরু করি 'বাংলা-কবিতা' ব্লগের 'কবিতার আসরে'। আসরের অদৃশ্য বন্ধুদের তাগিদেই আজ প্রকাশিত হল-'দুঃখবোধের সরলতা'। তাই নিজেকে বলি-'ব্লগার কবি'।



আমি কিছুক্ষণ নিশ্চুপ রইলাম। ভেবে পাচ্ছিলাম না কি বলব। একজন মানুষ যিনি আমার ব্যাংকের সমস্যার ক্ষেত্রেই কেবল সাহায্য করেছেন তাই না, তিনি কবিতার বইয়ের মুখোবন্ধেও আমার কথা লিখেছেন? আমি কি করেছি? আমি শ্রেফ তাকে ব্লগ জগতের সাথে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করেছিলাম। সেও কয়েক বছর আগে। আমি তো সেটা ভুলেই গিয়েছিলাম।

কবীর হুমায়ূন নামক মানুষটি কিছুই ভোলেননি। আমরা প্রায়শই কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলে যাই। আমিও করেছি। প্রায় একমাস পরে লিখছি। তবে এই সুযোগে কবীর হুমায়ূনের প্রতি অশেষ কৃতজ্ঞতা, সেটা ব্লগার হিসেবেও মানুষ হিসেবেও।



তার ব্লগের লিংক: Click This Link

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমার ডাক নাম শুনলে অনেকে কনফিউসড হয়ে যায়।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩০

শরৎ চৌধুরী বলেছেন: আরে তাই নাকি? রথি নামের কারণে তাইনা?

২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পরিচয় গোপন রাখায় অনেক সুবিধার সাথে মজাও আছে :)

গোপনে যত মজা... প্রকাশে তত নেই!

আমার কাছে ভাষা গোপন রাখার একটি মজার ঘটনা আছে। আমাদের দেশে ব্যবসায় অথবা এনজিও ‌'করতে আসা' অনেক পশ্চিমা আজকাল বাংলা শিখে ফেলেন বছর না ঘুরতেই। বিশেষত ইংরেজি ভাষাভাষীদের জন্য বাংলা শেখার কয়েকটি ভালো কোচিং সেন্টারও গজিয়ে ওঠেছে ঢাকার কিছু পোশ এলাকায়। তো... আমার পরিচিত বিদেশী ভাইটি অনেক আগেই 'বেঁচে থাকার বাংলা' রপ্ত করেছে। আর আমরা তো বেঁচে থাকার জন্যই বাংলা বলি ;)। অতএব এরচে' বেশি তারও শেখার দরকার হয় নি। দিব্বি তার চলে যাচ্ছিলো। আমরাও বুঝি নি।

একদিন চা-বিরতিতে তার তাদের দেশের কৃষ্টি-কালচারের চৌদ্দগোষ্ঠি উদ্ধার করার পর যখন চায়ে স্বস্তির চুমুকটি দিলাম, তখনই বাংলায় তার মোক্ষম জবাবটি শুনে সকলের মুখের চা টেবিলে! বিরটিশ বলে মনে মনে দিলাম গালি... X((

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: মইনুল সে এক দারুণ অভিজ্ঞতা শেয়ার করলেন, হাসতে হাসতে আমি শেষ। "তাদের দেশের কৃষ্টি-কালচারের চৌদ্দগোষ্ঠি উদ্ধার করার পর যখন চায়ে স্বস্তির চুমুকটি দিলাম, তখনই বাংলায় তার মোক্ষম জবাবটি শুনে সকলের মুখের চা টেবিলে!" হাহাহাহাহাহাহাহাহাহা।

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৯

শংখনীল কারাগার বলেছেন: নাম নিয়া আপনিতো দেখি অনেক বিড়ম্ভনায় আছেন।

শ্রদ্ধা জানাই কবীর হুমায়ুনের প্রতি তার আন্তরিকতার প্রতি।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৭

শরৎ চৌধুরী বলেছেন: বিড়ম্বনা না বলে বরং নানাবিধ বিচিত্র প্রতিক্রিয়া আছে সেটাই বলি বরং। হিহিহি।
অনেক শুভেচ্ছা আপনাকে।

৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: কৃতজ্ঞতা আমাদেরকে মানুষ হিসাবে আরো বড় করে তোলে, আপনার নিজের সম্পর্কে অনেক কিছু জানলাম, ধন্যবাদ।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৯

শরৎ চৌধুরী বলেছেন: কৃতজ্ঞতা অশেষ সাদা মনের মানুষ। শুভেচ্ছা অশেষ।

৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আরেকটা কথা বলে রাখি, অন্য মনস্ক শরৎ নামটা আমার খুবই পছন্দের :D

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার মনটা চীরকাল সফেদ থাকুক এই কামনা করি।

৬| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২১

সাধারন এক মেয়ে বলেছেন: আমার ভুল ও ভাঙল :)

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩২

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহাহা। শুভেচ্ছা।

৭| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০০

মামুন রশিদ বলেছেন: আপনি শরৎ চৌধুরী বা মঈন জালার চৌধুরী যাই হোন কেন, মানুষ তো ঐ একটাই । তবে কিছুটা এসে যায় বৈকি! আমাদের সিলেটে চৌধুরীপুত্ররা সুন্দরীদের বাবা-মায়ের পছন্দের তালিকায় সামনের সারিতে থাকে যে.. ;) :D

ও হ্যাঁ, 'ব্লগার কবি' কবীর হুমায়ূনের জন্য শুভ কামনা ।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা আমি আর চৌধুরী পুত্র আর তাও এই খোমা নিয়ে সামনের তালিকায়। হাহাহাহাহা মামুন আপনার উৎসাহ তো এই গরমেও শীতল পরশ বুলিয়ে গেল। অনেক অনেক শুভেচ্ছা। 'ব্লগার কবি'র জন্য শুভেচ্ছা অশেষ।

৮| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার কবি কবির হুমায়ূনের জন্য শুভকামনা ।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা সেলিম, কবির হুমায়ূনের জন্য শুভ কামনা।

৯| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: নামে কি আসে যায়...

কবির ব্লগে ঘুরে আসি।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: একদম একদম, শুভেচ্ছা অশেষ।

১০| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮

দালাল০০৭০০৭ বলেছেন: মঈন জালার চৌধুরী আপনার নাম দাদা ???

তবে অন্য মনস্ক শরৎ নামটায় আমার খুব খুব পছন্দের :D

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪০

শরৎ চৌধুরী বলেছেন: হ্যা। ধন্যবাদ অনেক।

১১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪

ডি মুন বলেছেন: শুভকামনা দু'জনের জন্যেই :) :)

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪০

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা অশেষ।

১২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

উপপাদ্য বলেছেন: আচ্ছা আপনি কি আসলেই মানস দা'র ভাই? এই প্রশ্নটা অনেকদিন থেকে আমার মাথায়ও ঘোরপাক খাচ্ছে? মডারেটরতো তাই একটু এড়িয়ে চলি, এজন্যই জিজ্ঞাসা করা হয়নি।

নতুন পরিচয় পেলাম আপনার, মইন জালাল চৌধুরী খুব সুন্দর নাম। আপনার পেন নেইমটাও দারুন।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা উপপাদ্য। কৃতজ্ঞতা অশেষ।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯

লোপা এসহক বলেছেন:
শরৎ নামটিই সুন্দর

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা লোপা।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৯

বাকপ্রবাস বলেছেন: নাম দুটোই সুন্দর, কবীর হুমায়ূন উনাকে আগেও ব্লগে দেখেছি আজকে আবার চিনলাম ধন্যবাদ কবীর হুমায়ন ভাইকে আর আপনাকে, বিনয় এর জন্য বিনয় প্রকাশ

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩১

নীল জোসনা বলেছেন: আমিও তাহলে এতদিন ভূল ভেবেছি !
বিনয় মানুষকে আরও মহান করে তোলে । শুভ কামনা আপনাদের দুজনকে ।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহা, অনেক শুভেচ্ছা নীল। ধন্যবাদ জানবেন।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:



শুভকামনা আপনাদের দুজনের জন্য।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কান্ডারি। শুভ কামনা সবসময়।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৪

ইছামতির তী্রে বলেছেন: সত্যি বলতে কি আমিও কনফিউসড ছিলাম। যাইহোক, নামে কিছু এসে যায় না। ব্লগে এসে হরেকরকম নাম দেখে মাঝে মাঝে হাসি পায়। ব্লগে কাউকে সম্বোধন করা আমার কাছে অন্ধকারে ঝাপ দেয়ার মত মনে হয়। কারণ আমি জানিনা যার সাথে কথা বলছি তিনি মানুষটা কেমন, কি তার আসল পরিচয়, তিনি ছেলে না মেয়ে, বয়স কত, রুচি কেমন ইত্যাদি আরো কতকিছু।

লিখতে লিখতে পরিচয়-এ এক অদ্ভুত নিয়ম। অজানাতেই আছে রহস্য, আছে বিস্ময়।

আপনার লেখাটি ব্লগারদের স্বরুপ সন্ধানে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

ব্লগার কবি কবির হুমায়ূনের জন্য শুভকামনা ।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহাহাহা..... আপনিও???? নাহ! এতটা বিস্মিত হবার কিছু দেখছিনা।

"ব্লগে কাউকে সম্বোধন করা আমার কাছে অন্ধকারে ঝাপ দেয়ার মত মনে হয়। কারণ আমি জানিনা যার সাথে কথা বলছি তিনি মানুষটা কেমন, কি তার আসল পরিচয়, তিনি ছেলে না মেয়ে, বয়স কত, রুচি কেমন ইত্যাদি আরো কতকিছু। " যা বলেছেন চমৎকার।

কৃতজ্ঞতা অশেষ।

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি আগে থেকেই আপনাকে জানি। দেখেন কেমন জ্ঞানী জ্ঞানী ভাব।।

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৮

অদৃশ্য বলেছেন:






কবি আপনাকে স্মরণ করলেন লিখাতে আর আপনি কৃতজ্ঞতা জানালেন তাকে... মাঝ খান থেকে আমি একজন কবিকে চিনলাম আর আপনার প্রকৃত নামটা জানলাম...

শুভকামনা...

২০| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

হাসান মাহবুব বলেছেন: কবীর হুমায়ুনের লেখা পড়েছি। তিনি চমৎকার লেখেন। শুভেচ্ছা।

২১| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আপনার দুইটা নামই চমৎকার । নাম বা শব্দ কেনও হিন্দুয়ানি হয়/হবে এই বিষয়টা আমার বোধে আসে না । ভালো থাকুন । আপনাদের দুইজনের জন্যই শুভেচ্ছা আর শুভকামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.