নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন একদিন রোদ ছিল
ভীষণ হাড় কাঁপানো ক্ষুরের মত শীতে
উঁচু উঁচু বিদেশী ঘোড়াগুলো
আস্তাবলে সকালের ব্যায়াম সেরে
ঠক ঠক করে হেঁটে যাচ্ছিল
চোখের সামনে দিয়ে
সেদিন আমার কিছুই করার ছিলনা
অন্য দেশ, অল্প টাকা, দূর্বল পাসপোর্ট
নিয়ে, বেশি কিছু করার থাকেনা আসলে
তাই আমি বসে ছিলাম
একটা সুন্দর বেঞ্চে বসেছিলাম
একটু ময়লা, কাদা-ঘাস দেখছিলাম
বিদেশে কাদা হয়?
আমার বিস্মিত প্রশ্ন ছিল
সেই দিন বৃষ্টিও ছিল
একটা পলাতক অভিসারের মত
বৃষ্টি এসে খ্যামটা নাচছিল
জানালার কার্নিশে
ভীষণ অশ্লীল
আমার কেবলই মনে হচ্ছিল
এই বৃষ্টিতে হাত দেবার টাকা
আমার নেই
সেই কোন একদিনের কোন এক সময়ে
আমার সমস্ত আত্মসম্মান টাকার পিছু পিছু
হোঁচট খেয়ে টলতে টলতে বিছানায় পৌছেছিল
সাজানো বিছানা, চওড়া টিভি, অনেক বোতামের রিমোট
পতিতার পেশাটাকে আমি সেদিন থেকে
সত্যিকার অর্থে সম্মান করতে শুরু করি
কেননা সেদিন টাকা ছিলনা, বিদেশ ছিল
কেননা সেদিন ক্ষমতা ছিলনা, শরীর ছিল
এরপর যতগুলো দিন, আসলে সবগুলো দিন
আমি রাতের মত খুঁটিয়ে খুঁটিয়ে
আয়নার দিকে দেখি
আয়নার ভেতরে গিয়ে উঁচু উঁচু ঘোড়াগুলোর মত হাঁটি
মানুষের আদি পেশাকে খুলে খুলে দেখি
প্রিয় নার্সিসাস, তুমি আদিম পেশাজীবী
প্রিয় নার্সিসাস, তুমি প্রথম বিদ্রোহী।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৯
শরৎ চৌধুরী বলেছেন: বাহ বেশ! শুরুতেই ভালো লাগার শুরু হলে মন্দ কি? অনেক শুভেচ্ছা নাজমুল।
২| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমরা আমাদের দেশে এতই স্বাধীনতা ভোগ করি যে দেশটাকে পুরো কর্দমাক্ত করে ফেলেছি। তাই বিদেশকে মনে হয় স্বপ্নপুরী । অথচ তাদের এই স্বপ্নপুরী খুব সহজেই হয়নি অনেক ত্যাগ আর দেশপ্রেম থেকেই হয়েছে। আমরাও পারি এমন স্বপ্নের একটি দেশ গড়তে আসলে দরকার শুধু একটু সত্যিকারের দেশপ্রেম।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০০
শরৎ চৌধুরী বলেছেন: কবিতার একটা মুল টোন বেশ স্পষ্ট উপরের কমেন্টে। অশেষ শুভেচ্ছা কান্ডারি। সুন্দর দেশের স্বপ্ন তো আপনাদেরই দেখার কথা।
৩| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৪
ভ্যাগাবন্ড সামুরাই বলেছেন: আমার শেষটুকু ভালো লাগলো...
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০১
শরৎ চৌধুরী বলেছেন: আহা এটাও বেশ, শেষ ভালো যার সব ভালো তার। অশেষ শুভেচ্ছা সামুরাই।
৪| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৫
সুমন কর বলেছেন: Click This Link
আমি মন্তব্যের ঘরে ছবি দিতে পারছি না, তাই মন্তব্যটি দেয়া হলো না। যদিও মন্তব্যটি আপনার অনুকূলে নয়।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৩
শরৎ চৌধুরী বলেছেন: এই প্রতিকূল সম্ভাব্য মন্তব্যের জন্য কি আমিই দায়ী। নাকি পিক আপলোড সিস্টেম?
আর যদি অন্যকিছু হয়, তাহলে ভীষণ জানতে চাই কি সেই মন্তব্য। শুভেচ্ছা অশেষ সুমন।
৫| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৫
হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৪
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা হাসান।
৬| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:০২
আরজু পনি বলেছেন:
অনেকদিন আগে ব্লগে কথা উঠেছিল মডারেটরদের মধ্যে কবি নেই কেউ তাই কবিতা তেমন একটা নির্বাচিত পাতায় আসে না...
আপনার কবিতা পড়লেই তাদের কথা মনে পড়ে যায়...আজ তাদের ধরে দেখাতে মন চাইছে...
অসাধারণ, শরৎজি।।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৫
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহা ভালো একটা বিষয় তুলে এনেছেন আরজুপনি। আসলে যে গল্পট কিন্তু অন্যরকম ভাবে কেউ কেউ বলতে পারে, "নিজে কবি তো তাই অন্যদের কবিতা তেমন একটা নির্বাচিত পাতায় আসে না...।ঈর্ষা ঈর্ষা"। হাহাহাহা।
৭| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৯
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা ভাল লাগল ।আমার ব্লগ বাড়িতে নিমন্ত্রন রইল ।ভাল থাকুন সব সময় ।
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা, নিশ্চয়ই ঘুরে আসবো সময় করে।
৮| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:২১
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অসাধারন হয়েছে ।
কবিতার প্রতি আমার কিছুটা দূর্বলতা আছে । কবিদের প্রতিও । হাহাহা ......
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৭
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহা, আপনার সকল দূর্বলতা সবলতায় রূপান্তিরত হোক।
৯| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সেই দিন বৃষ্টিও ছিল
একটা পলাতক অভিসারের মত
বৃষ্টি এসে খ্যামটা নাচছিল
জানালার কার্নিশে
ভীষণ অশ্লীল
আমার কেবলই মনে হচ্ছিল
এই বৃষ্টিতে হাত দেবার টাকা
আমার নেই
অসাধারন কবিতা+
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৮
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা তনিমা। বিশেষত এত আন্তরিক পাঠের জন্য।
১০| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন:
আপনার উপস্থাপনায় মুগ্ধতাই বাড়ে বারবার আমার ...
ভালোলাগা (+++) আবারো শরৎ দা...
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৯
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নাসিফ। উপস্থাপনার নিগূঢ়ে সবসময় কাজ করে এক গভীরতর যাত্রার ফলাফল।
তাই মনোযোগী পাঠের জন্য ধন্যবাদ আবারো।
১১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫১
আবু শাকিল বলেছেন: শরৎ দা আপনি যে ভাল কবিতা লেখতে পারেন ,আজ জানলাম।ভালা পাইলাম
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১০
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা, জেনেছেন যখন তখন সেটাকেই ভীষণ সত্য বলে মনে রাখুন। আর পারলে বাকীদেরও জানান। হাহাহাহাহাহা। মজা করলাম। শুভেচ্ছা অশেষ শাকিল।
১২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:২৮
আহসানের ব্লগ বলেছেন: Oshadharon.
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১০
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আহসান।
১৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার কবিতা কবি। +++++++++++++++++++++
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১১
শরৎ চৌধুরী বলেছেন: আরে শোভন দেখি তার কথা মনে রেখেছে। অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।
১৪| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৪
ডি মুন বলেছেন: প্রথম লাইনগুলো পড়েই একেবারে ডুবে গেলাম।
অদ্ভুত সুন্দর কবিতা।
সেই দিন বৃষ্টিও ছিল
একটা পলাতক অভিসারের মত
বৃষ্টি এসে খ্যামটা নাচছিল
জানালার কার্নিশে
ভীষণ অশ্লীল
আমার কেবলই মনে হচ্ছিল
এই বৃষ্টিতে হাত দেবার টাকা
আমার নেই
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১২
শরৎ চৌধুরী বলেছেন: অনেক কৃতজ্ঞতা মুন, এমন নিবিড় এবং ডুবে যাওয়া পাঠের জন্য। শুভেচ্ছা অশেষ।
১৫| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আরজুপনি বলেছেন:
অনেকদিন আগে ব্লগে কথা উঠেছিল মডারেটরদের মধ্যে কবি নেই কেউ তাই কবিতা তেমন একটা নির্বাচিত পাতায় আসে না...
আপনার কবিতা পড়লেই তাদের কথা মনে পড়ে যায়...আজ তাদের ধরে দেখাতে মন চাইছে...
অসাধারণ, শরৎজি।।
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা বঙ্গ।
১৬| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: প্রথম বিদ্রোহের নেপথ্য কাহিনী!
১৭| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
জাফরুল মবীন বলেছেন: কবিতাটা বেদনা বিধূর জীবনের ছবি তাই ভাল লেগেছে বলবো না,বরং কবির অসাধারণ কবিত্ব খুব ভালো লেগেছে।শরৎ দা আপনাকে নার্সিসাস ফুলের শুভেচ্ছা...
১৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৩
অদিব বলেছেন: ভালো লেগেছে, অনেক বেশী ভালো লেগেছে আপনার কবিতা!
১৯| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৬
মামুন রশিদ বলেছেন: একরাশ মুগ্ধতা রেখে গেলাম
২০| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২১
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী , ভাললাগা +
২১| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৯
তাসজিদ বলেছেন: প্রিয় নার্সিসাস, তুমি আদিম পেশাজীবী
প্রিয় নার্সিসাস, তুমি প্রথম বিদ্রোহী।
+++++++++++++++++++++++++++++++
যে ছবি তুলতে পারে সে কবিতাও লিখতে পারে।
২২| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৩
খাটাস বলেছেন: পড়ে সাধারণ ভাল লাগা, তেমন কিছু বুঝি নাই।
কাণ্ডারি ভাইয়ের মন্তব্য ও উত্তর দেখার পর- অনন্য ভাল লাগা।
২৩| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৬
চড়ুই বলেছেন: প্রিয় নার্সিসাস, তুমি আদিম পেশাজীবী
প্রিয় নার্সিসাস, তুমি প্রথম বিদ্রোহী
সুন্দর।
২৪| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১১
আহমেদ জী এস বলেছেন:
অন্যমনস্ক শরৎ ,
মানুষের আদি পেশাকে খুলে খুলে যারা রাতের আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখে , সে সব নার্সিসাসরা প্রথম নয়, চিরকালের বিদ্রোহী ।
বৃষ্টিতে হাত দেবার মতো মনময়ুরীর চঞ্চলতা আমাদের নয়, শুধু তাদেরই থাকে পলাতক অভিসারের মত নিভৃতে গোপনে । আমাদের অভিশপ্ত চোখে সে চঞ্চলতার দেখা মেলে না । আমরা একটা শরীর দেখি শুধু।
তাই, হোঁচট খেয়ে টলতে টলতে বিছানায় পৌছে যায় যাদের জীবন জীবিকা, তারা উঁচু উঁচু ঘোড়াগুলোর মতই হাটে আমাদের সামনে ।
আমরা সেখানে চিরকালের নতজানু , অতি দীন ………
২৫| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা কবিতা! অসাধারন।
২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা কাভা। ধন্যবাদ অনেক।
২৬| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭
সোজা কথা বলেছেন: খুবই ভাল লাগলো। বাস্তবতাই সুন্দর করে তুলে ধরলেন।
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৭
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ কথা।
২৭| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২১
খোরশেদ খোকন বলেছেন: "মানুষের আদি পেশাকে খুলে খুলে দেখি
প্রিয় নার্সিসাস, তুমি আদিম পেশাজীবী
প্রিয় নার্সিসাস, তুমি প্রথম বিদ্রোহী।"
কবিতা অদ্ভুত সুন্দর হয়েছে, এতে সন্দেহ নাই, কিন্তু আমার পড়তে হবে কারণ আমি বুঝি নাই... গ্রিক, ল্যাটিন, ইউরোপের মিথগুলো এখনও মনে থাকে না। শুভেচ্ছা...
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৬
শরৎ চৌধুরী বলেছেন: সাথে থাকা আর অনুধাবনময় পাঠের জন্য অশেষ কৃতজ্ঞতা খোরশেদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার শুরু , অনেক ভালো লাগছে শুরুটা