নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাই পোলার ডিসঅর্ডার আক্রান্ত জাতি কেবল আমরাই এমনটা হয়ত সত্য নাও হতে পারে। তবে মোটামুটি দশকের পর দশক ধরে এই মহামারিকে সযত্নে লালন করার বিষয়ে আমরা যে বিশ্বে প্রথম তা নিয়ে কোন "দ্বিমত" নেই। (মানে আমরা নিজেরা বিচার করতে গেলেই দ্বিমত শুরু হবে, ফলে অন্যদের দিয়ে করানোই ভালো।) জাতির জনক, নোবেল প্রাইজ, এভারেস্ট জয়, বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সকল বিষয় নিয়ে আমরা ক্লান্তিহীনভাবে বাই পোলারিটির চর্চা করে চলেছি। ফলে আমরা দেখতে পাই জাতীয় চরিত্রে ভয়াবহ বৈপরীত্যের কোন্দল এবং সহাবস্থান। ফলে একদিকে এই জাতি যেমন এক্সট্রিম বাই পোলার ডিজঅর্ডারগ্রস্ত তেমনি সমমাত্রায় ভয়াবহ বৈপরীত্যের সহবস্থানের কেন্দ্রবিন্দুও বটে। ফলে এখানে যেমন দাস ও জমিদারী, ধর্ষক ও ধর্ষিত, এক্সট্রিম গরীর ও এক্সট্রীম ধনী ইত্যাদি যেমন দেখতে পাওয়া যায়। তেমনি পাওয়া যায় এদের সহাবস্থানও যেমন, স্বৈরশাসকের পুনঃস্থাপন, রাজাকারের পুনর্বাসন, খুনীর রাষ্ট্রীয় আশ্রয় ইত্যাদি।
এই হাইপার রিয়েলিটিতে জনগণের মধ্যে তৈরি করেছে এক ভয়াবহ "হাইপারবাইপোলারসহাবস্থান" সিনড্রোম। এই তারা আত্মত্যাগী, এই তারা ভীষণ ভোগী, এই তারা মা মাটি বোন বলে চিৎকার করছে, এই তারা ধর্ষণ করছে। এই তারা দেশের সম্পদ দিয়ে লংমার্চ করছে এই তারা সোনা চোরাচালান, অস্ত্রবাজী করছে। এই তারা ভীষণ রক্ষণশীল, এই তারা ভীষণ প্রগতিশীল। ফলে যে কোন বিষয়ে দ্রুত হাইপ হওয়া এবং দ্রুত এক্সসস্ট হওয়া তাদের কমন চরিত্র। জগতের সবকিছুর পেছনে, কাউন্টার তৈরি করার বিষয়ে তারা ভয়াবহ ওস্তাদ, আকাশে তুলতে এবং নরকে নামাতে তাদের একটুও দেরী হয়না। জমিদার, ঈশ্বর এবং দাস এই তিন ভূমিকায় অভিনয়ের জন্য তারা যে কোন মুহুর্তে ঝাপ দিতে প্রস্তত। কিন্তু নিজেদের "ভয়াবহ রোগ" থেকে মুক্তি পেতে অক্ষম। এদেশের জনপ্রিয়তা এদেশের ঘৃণার মতই সমান অবিশ্বাস্য। মোদ্দা কথা হল এই এক্সট্রিম বাই পোলারিটি এবং সহবস্থানের ফলে আমরা নিজেদের সঠিক বিচার করতে, সঠিক সিদ্ধান্ত নিতে ক্রমশ আরো আরো অযোগ্য হয়ে উঠছি। অনেক মানুষের মধ্যে এক নায়কতন্ত্রের প্রতি যে মোহ দেখি তা এই ক্রমাগত সিদ্ধান্তহীনতা সৃষ্ট একটি প্রতিক্রিয়াও বটে। এই এক্সসস্ট মানুষেরা আসলে কি চায়? তারা এক্সরশন থেকে মুক্তি চায়। ফলে খুব স্বাভাবিকভাবেই সকল তর্কই এক সময় ঠান্ডা হতে বাধ্য। কারণ এক্সরশনের পর ক্লান্তিই একমাত্র ধাপ। একদিকে ভয়াবহ বাই পোলারিটি এবং আরেকদিকে এক্সট্রিমের সহাবস্থান মানুষকে আসলে এজিটেটেড রাখে সবসময়। তার বিবেচনা বোধ নষ্ট করতে থাকে। মুনাফা লোভীদের, শোষণকারীদের, নিয়ন্ত্রণকারীদের সবার জন্যই এটা আরামদায়ক একটা পরিস্থিতি। সকল কিছুর ইন্টারভেনশনের জন্য এটা এক চমৎকার অনুকূল পরিবেশ তৈরি করে। ফলে তাদের পছন্দ ও প্রয়োজন মাফিক নানান রকমের ডিসপিউট তারা তৈরি করতে থাকে। এবং মাঝে মাঝে জনগণও ক্ষমতাবান এই বোধও দেয়া হয়। তবে ভয়, অবিবেচনা, অনিয়ন্ত্রণ বা দারিদ্র দিয়ে "হাইপারবাইপোলারসহাবস্থান" সিনড্রোম থেকে উদ্ধার পাবার কোন আশা দেখিনা। পুরো জাতির, (যেহেতু সকল জাতিই কল্পিত), মাথা ঠান্ডা হওয়া দরকার। বিবেচনা বোধ সচল হবার জমিন তৈরি হওয়া দরকার।
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১০
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা স্বর্নলতা। আমাদের স্থির হওয়া দরকার।
২| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো একটা রিহ্যাবে পাঠানো দরকার
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১১
শরৎ চৌধুরী বলেছেন: পুরো জাতিরে তো আর রিহ্যাব বানানো সম্ভব না, তাই তোমার কথাই ঠিক মাদকাসক্তি দূর করতে হবে।
৩| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: উদ্ধাপর পাবার আশা নাই .......এটাতো অনেক ভয়ংকর কথা । পরিত্রাণের পথ চাই।
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১২
শরৎ চৌধুরী বলেছেন: নিজেদের বিবেচনা বোধ খাটানো ছাড়া পরিত্রাণের কোন পথ নাই।
৪| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫
তোমোদাচি বলেছেন: আপনার এত সূক্ষ্ম বিশ্লেষণ আমার মাথায় ঢুকে না।
খুব সহজ ভাবে বললে ...
সেই পুরাণ কথাটই কি যথার্থ নয়!!
আমরা আসলে হুজুগে জাতী !!
যখন যেদিকে হুজুগ উঠে, দল বেধে সেই দিকে দৌড়াই;
কেন দৌড়াচ্ছি, কি জন্য দৌড়াছি এত ভাবার সময় কৈ!!!
সবাই দৌড়াচ্ছে আমি ও দৌড়া্ নইলে পিছে পড়ে যাব যে... !!
---- --- ---
দৌড়াতে দৌড়াতে যখন ক্লান্ত হই; বুঝতে পারি ভুল জায়গায় পৌঁছেছি, তখন একে অন্যের দোষ দিতে থাকি। সব দোষ আরেক জনের সে কেন আগে দৌড়াল??? তারে দেখেই না আমি ... ... ...
অবশ্য বেশীক্ষণ অনুশোচনা করা লাগে না, ততক্ষনে আরেক দিকে লোকজন দৌডানো শুরু করেছে, আমি পিছে পড়ে থাকব কেন ... মার দৌড়!!!
আল্লাহ'র রহমতে আমাদের দেশে দৌড়ানোর উপলেক্ষের অভাব নেই
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৪
শরৎ চৌধুরী বলেছেন: "দৌড়াতে দৌড়াতে যখন ক্লান্ত হই; বুঝতে পারি ভুল জায়গায় পৌঁছেছি, তখন একে অন্যের দোষ দিতে থাকি। সব দোষ আরেক জনের সে কেন আগে দৌড়াল??? তারে দেখেই না আমি ''-----ভালো বলেছেন তোমোদাচি। যাদের কোন কাম কাজ নাই , যাদের বুঝ নাই এবং যারা দরিদ্র তারাই কোনকিছু না বুঝেই দৌড়ায় বা বাধ্য হয়।
শুভেচ্ছা অশেষ।
৫| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: যদিও এই সিনড্রোম আমাদের সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে, তথাপি আমি নিরাশ হতে চাই না।
নৈরাশ্যবাদী হলে মানুষের আয়ু কমে যায়, আমি প্রতিটা নেগেটিভ বিষয়ের মাঝ থেকেও আনন্দ খুঁজে নেওয়ার, তথা ভালো কিছু পাবার চেষ্টা চালাই। সেটা পাই বা না পাই, টেনশনে আয়ু কমার আশংকাটা কিছুটা হলেও কমে।
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৫
শরৎ চৌধুরী বলেছেন: এই জন্যই আপনি সাদা মনের মানুষ। "আমি প্রতিটা নেগেটিভ বিষয়ের মাঝ থেকেও আনন্দ খুঁজে নেওয়ার, তথা ভালো কিছু পাবার চেষ্টা চালাই। সেটা পাই বা না পাই, টেনশনে আয়ু কমার আশংকাটা কিছুটা হলেও কমে।
" আপনাদের জন্যই এখনো বাংলাদেশ নামে একটা দেশ এখনো টিকে আছে।
৬| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এদেশের জনপ্রিয়তা এদেশের ঘৃণার মতই সমান অবিশ্বাস্য। মোদ্দা কথা হল এই এক্সট্রিম বাই পোলারিটি এবং সহবস্থানের ফলে আমরা নিজেদের সঠিক বিচার করতে, সঠিক সিদ্ধান্ত নিতে ক্রমশ আরো আরো অযোগ্য হয়ে উঠছি - সহমত ...
এবং জাতির মাথা ঠান্ডা হওয়া দরকার। বিবেচনা বোধ সচল হবার জমিন তৈরি হওয়া দরকার
চমৎকার একটা টপিকে মাইক্রো এনালিটিক্যাল পোস্ট...
ভালোলাগা (+++) সহ প্রিয়তে...
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৫
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নাসিফ। কৃতজ্ঞতা।
৭| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৫
বলাকাবিহঙ্গ বলেছেন: পুরো জাতির, (যেহেতু সকল জাতিই কল্পিত), মাথা ঠান্ডা হওয়া দরকার। বিবেচনা বোধ সচল হবার জমিন তৈরি হওয়া দরকার।
For: অন্যমনস্ক শরৎ
Salam & Respect:
৮| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৩
আমিনুর রহমান বলেছেন:
গ্রেট পোষ্ট +++
বিবেচনা বোধ সচল হবার জমিন তৈরি হওয়া দরকার।
৯| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: সাকিব আল হাসানের কথা মনে পড়ছে , সাকিব ও এই রোগে আক্রান্ত কিছু রোগীর নগ্ন শিকার !
১০| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৬
সায়েম মুন বলেছেন:
এই অসুস্থ অবস্থা থেকে জাতি সহজে উদ্ধার পাবে না বোধয়। যে জাতিতে পরস্পরের উপর বিশ্বাস, আস্থা, কথার মূল্যায়ন,------------আরও অনেক বিষয়ে সমঝোতা নেই, সেই সাথে ব্যক্তি স্বার্থ স্থূলাকার সে জাতি সহজে উন্নত হতে পারবে কিনা সন্দেহ আছে।
১১| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৮
ডি মুন বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: সাকিব আল হাসানের কথা মনে পড়ছে , সাকিব ও এই রোগে আক্রান্ত কিছু রোগীর নগ্ন শিকার !
কবে যে দেশের নেতৃস্থানীয় লোকেরা একটু সুস্থ হবেন!!!!!
১২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৭
মামুন রশিদ বলেছেন: জটিলস
১৩| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫১
হাসান মাহবুব বলেছেন: আপনার কথার সাথে একমত না। আপনি বাঙালি জাতিকে অপমান করেছেন। খাড়ান লোক জড়ো করি!
১৪| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫২
হাসান মাহবুব বলেছেন: আপনার কথার সাথে একমত না। আপনি বাঙালি জাতিকে অপমান করেছেন। খাড়ান লোক জড়ো করি!
১৫| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬
হাসান মাহবুব বলেছেন: আপনার কথার সাথে একমত না। আপনি বাঙালি জাতিকে অপমান করেছেন। খাড়ান লোক জড়ো করি!
১৬| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৭
শরৎ চৌধুরী বলেছেন: দান দান তিন দান হামা? আপনি তিনবার দ্বিমত পোষন করলেন? হাহাহাহাহাহাহ।
১৭| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৩
মুদ্দাকির বলেছেন: হাইপার বাইপোলার এই জাতিকে ECT বা ইলেকট্রো কনভালসিভ থেরাপি দিতে হবে , কিন্তু এত বড় আয়োজন কে করবে ???
১৮| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮
খাটাস বলেছেন: এত কমে এত ভাঁড় আগে খুব কম ই পাইছি।
সব কিছুকে প্লাস দিতে নাই আমার ধারণা। সম্মান টুকু ই থাকল।
অভি ভাই, ডিমুন ভাই- মাফ করবেন। আপনারা যে কথা টা বললেন, তা ও এই বাইপোলার ডিজ অর্ডারের অংশ বলেই মনে হচ্ছে পোস্ট টা পড়ার পর।
আর আমি যে এই কাউন্টার টাইপের জ্ঞানী মন্তব্য করার চেষ্টা করলাম- এটা ও এ সিনড্রমের অংশ।
আমাদের সকলের মাথা ঠাণ্ডা হোক।
১৯| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১০
খাটাস বলেছেন: *ভার
২০| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
খাটাস বলেছেন: লেখকের কাছে পোস্ট টির লিঙ্ক ব্যবহারের অনুমতি চাইছি।
২১| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
রাজিব বলেছেন: আমাদের অনেকেরই বিশ্বাস যে আমাদের সম্পদ সীমিত। তাই আমাকে সেই সম্পদ যেভাবেই হোক পেতে হবে। অন্য কেউ পেতে পারবেনা কারণ তাহলে আমার ভাগে থাকবে না বা কম পড়বে। ফলে ব্যাক্তি পর্যায় ও পারিবারিক মণ্ডলেই এই সমস্যার শুরু। দেখবেন যে ভাইবোনেরা ছোট বেলায় একে অন্যের জন্য পারলে জান দিয়ে দেয় তারাই একটু বড় হলে সম্পত্তির ভাগ নিয়ে পারলে একে অন্যকে খুন করে।
আবার কিছু মানুষকে দেখেছি যে তাদের ছেলে বা মেয়ে যদি খুব ভাল কিছু করে (লেখাপড়ায় বা চাকুরিতে) তাহলে তারা তেমন খুশি হয়না। তাদের ভয় এবার তাদের ছেলে (মেয়ে) অনেক উপরে উঠে যাবে এবং তাদের মানবে না। আবার অন্যদিকে ভয় কাজ করে তাদের ভাগ্নে ভাতিজারা তো তেমন ভাল কিছু করছে না তাই তাদের ছেলে কেন এত ভাল করলো।
আমাদের সমাজের অনেকের বিচিত্র ধরনের চিন্তা ভাবনা রয়েছে। মুখস্ত করে ভাল গ্রেড পাবার শিক্ষাব্যবস্থায় খুব ভাল কিছু আশা করাও কঠিন।
২২| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাথা ঠান্ডা করার পদ্ধতি কি?
২৩| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বাঙ্গালের মাথা ঠাণ্ডা হবে- যদি তা শরীর থাইক্যা আলাদা কইরা ডিপ ফ্রিজে রাখা যায়।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৭
আমি স্বর্নলতা বলেছেন: খুব ভালো লিখেছেন।
আকাশে তুলতে এবং নরকে নামাতে তাদের একটুও দেরী হয়না
একদম ঠিক বলেছেন। আমরা খুব সহজেই আকাশে তুলতে পারি আবার আমাদের স্বার্থে আঘাত লাগলেই মাটিতেও নামাতে পারি।
পুরো জাতির, (যেহেতু সকল জাতিই কল্পিত), মাথা ঠান্ডা হওয়া দরকার। বিবেচনা বোধ সচল হবার জমিন তৈরি হওয়া দরকার।
সহমত আপনার সাথে।