নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হাইকু ৩

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬



১। চুপ হও ইঁদুর
অন্ধকার আসছে
বেড়াতে

২। স্রোতেই আছো
বাতাসে বা সময়ে
ডুবে কিংবা ভেসে

৩। হাতমোজা খুলে রাখো
বরফ ছোঁও
কিছুনা কিছু ছুঁতে হয়
মানুষের

৪। সবকিছুর শেকড় থাকে
জীবন যেমন
মৃত্যুর শেকড়

৫। শব্দরা ঘুমাক
ওরা মুখের চেয়ে ক্লান্ত

৬। কংক্রীটের ওপারে চাঁদ
চাঁদের নীচে
তোমরা সবাই
ইট কিংবা কংক্রীট

৭। কফির মগে ধোঁয়া
তুমি হাতল
ছলকে তো যাবেই

৮। টেবিল বসে আছে
উঠে দাঁড়াবে
যে কোন সময়

৯। ঘরে রোদ
জলে মেঘ
কেউ নলটা বন্ধ করুক

১০। পোশাক গলে যায়
প্রেমের মতই
প্রেম একটি বস্ত্র

১১। ঘর, দরজা নেই
সবাই নগ্ন
ভাবনা আব্রু

১২। শাড়িটা জেগে আছে
ঘড়িটা ঘুমিয়ে গেছে

১৩। হা করো সাপ
ভেতরে ঘুমোবো

১৪। রক্তে অশ্রু
জীবনের ঘ্রাণ
নোনা

১৫। সমুদ্র ঘুমায়
স্রোতে মাথা রেখে
যেমন ঝিনুক
যেমন মুক্তো

১৬। বালক
ঠিকমত তাকাও
গ্লাসভর্তি পূর্ণ পানশালা

১৭। পোকাদের দেখ
তুমিও তো একটা পোকা
কি নাম তোমার
পোকা?

১৮। অশ্বথ ঝালর দিয়ে আছে
নদীর ওপর
যেমন চাঁদ
মেঘের ওপর

১৯। বৃষ্টি ধুয়ে দেয়
বরফ শুষে নেয়
তুমি কি তবে জল?

২০। অন্দরমহলে
ঝর্ণাধারা
শুদ্ধিস্নানে
সিক্ত ধরা

২১। কাঁটা তুলছি শাড়ির
তুমি দূর্বাঘাস

২২। দারগাহ যেও
পূর্বসূরিরা গেছেন
উত্তর নয়
প্রশ্নের খোঁজে

২৩। দাঁড়িয়ে আছো এতক্ষণ?
তোমাকে পৃথিবীটা লিখে দেব

২৪। মানুষ পশু পছন্দ করে
পশুরা পোষ মানে
বিদ্রোহ করে
তার প্রিয় পশু
মানুষ

২৫। আর তার ছিল
একজোড়া উন্নাসিক
বামন হাত
ঘৃণা এসেছিল
করুণা হয়ে গেল

২৬। ঘরে আমার দুই নারী
তাঁদের
দুই প্রকার পোশাক
আমি নগ্ন

২৭। আয়না পরিষ্কার কর
অযত্নে
ময়লা জমেছে

শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা

মন্তব্য ৬৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

কালের সময় বলেছেন: দুঃখীত অর্থ বা মানে বুঝলাম না । =p~

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

শরৎ চৌধুরী বলেছেন: সময়, অশেষ ধন্যবাদ। এগুলো জাপানী হাইকু কাঠামো অনুসরণ করে এবং ভেঙ্গে লেখা। বিস্তারিত: A haiku in English is a very short poem in the English language, following to a greater or lesser extent the form and style of the Japanese haiku. A typical haiku is a three-line observation about a fleeting moment involving nature.

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

হাসান মাহবুব বলেছেন: হেব্বি হৈতাছে আপনার এই সিরিজ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা হামা।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

মৃদুল শ্রাবন বলেছেন: ওরেব্বাস। অস্থির সুন্দর।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

শরৎ চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা শ্রাবন। শুভেচ্ছা অশেষ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: দারুণ.....!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার স্বপ্ন ও ভালোবাসা অটুটু থাকুক।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ .....অসাধারণ........

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

শরৎ চৌধুরী বলেছেন: শামীম ধন্যবাদ ধন্যবাদ এবং আবারো ধন্যবাদ।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: পুরাই অস্থির ভ্রাতা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রথি। কেমন আছেন?

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৩

জনৈক অচম ভুত বলেছেন: মাথার ওপর দিয়ে গেল। 8-|
তবে পড়তে যে ভাল লাগছে এইটা তো বলতে পারি নাকি? :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

শরৎ চৌধুরী বলেছেন: আমাদের তো তেমনি হয়, শুরু হয় জনৈক হিসেবে, তারপর আস্তে আস্তে পরিচয় হয়। A haiku in English is a very short poem in the English language, following to a greater or lesser extent the form and style of the Japanese haiku. A typical haiku is a three-line observation about a fleeting moment involving nature.
অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০০

আরজু পনি বলেছেন:

উপর থেকে পড়ে নামতে নামতে আওলাইয়া ফেলছি কোনটাতে কী মনে হইছিল ! :|

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

শরৎ চৌধুরী বলেছেন: পনি, শুভেচ্ছা, কেমন আছেন? আওলাইয়া ফেলা কোন ঘটনাই নাই, এখন থেকে নাম্বার দিয়া নোট রাখেন। কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:


অবাকমুগ্ধতা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: রাজপুত্র, অবাক ভালোবাসা আর শুভেচ্ছা।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১

সুমন কর বলেছেন: মোটামুটি.... (কিছু ভালো লেগেছে।)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনার তীক্ষ্ণতা আমন্ত্রিত সদাই।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

ঠ্যঠা মফিজ বলেছেন: বাহ! বাহ! লেখায় বেশ একটা লিরিক ভাব আছে ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: নাম আর প্রোপিক এর এমন চমৎকার টুইস্ট কমই আছে। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা অশেষ।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

অগ্নি সারথি বলেছেন: ভাললাগা।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা সারথি।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

আবু শাকিল বলেছেন: ক্ষুদ্র কথামালায়, উচ্চমার্গীয় বিশাল অর্থ প্রকাশ।
সিরিজটা সুন্দর।
আমার দূর্বল মস্তিষ্কে ক্ষুদ্র কথা আনাগোনা করে।
আপনার মত করে একদিন প্রকাশ করব।অনুপ্রেরণা পাইলাম।
ভাল্লাগছে শরৎ দা

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯

শরৎ চৌধুরী বলেছেন: শাকিল, উচ্চমার্গীয় কিনা জানিনা, তবে জীবনের অর্থগুলো সবসময়ই এমন। আর আপনার মত পাঠক সেটা আবিষ্কার করেই ছাড়ে। অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

সোজোন বাদিয়া বলেছেন: বড় জটিল মনে হলো যে।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০

শরৎ চৌধুরী বলেছেন: সোজোন হয়ত সহজই, কিংবা জটিল, জীবনের মতই। একটু শান্ত হয়ে দেখলেই দেখবেন সব পরিষ্কার।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর সব হাইকু।
চীন/জাপানে হাইকু খুব জনপ্রিয় বলে জান, তাই কী?

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২

শরৎ চৌধুরী বলেছেন: আরণ্যক, অশেষ কৃতজ্ঞতা। "চীন/জাপানে হাইকু খুব জনপ্রিয়" অনেকটাই সত্যি এখন এটা নানাভাবে পপকালচারের অংশ। ফলে দ্যোতনার পরিবর্তন হয়েছে অনেকে, এর একটা বিশেষ দিক হল পশ্চিম, ইংরেজি জানারা হাইকুর প্রতি বেশ আগ্রহী। শুভেচ্ছা জানবেন।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

ফয়সাল হুদা বলেছেন: ফাটাফাটি সিরিজ দেখছি... :) :) :) দারুণ

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: ফয়সাল অশেষ কৃতজ্ঞতা। সাথে থাকার জন্য অশেষ শুভেচ্ছা।

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

উল্টা দূরবীন বলেছেন: দারুণ।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দূরবীন। শুভেচ্ছা।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের প্রবচনের মতোই কিছু মনে হয় হাইকু...তাই কি?

অল্প শব্দে ব্যাপক ভাব প্রকাশ। ভাল লাগল :)

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: প্রবচন নয় ভৃগু, তবে অল্প শব্দে ব্যাপক ভাব প্রকাশ বলা যেতে পারে। আবার সরাসরি অনুকবিতা বলা যায় না।

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

ঢাকাবাসী বলেছেন: কঠিন সুন্দর।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ অশেষ শুভেচ্ছা ঢাকাবাসী।

২০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৩

রেল লাইনের পোলা বলেছেন: দারুণ।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।

২১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: দারুন সব হাইকু । জাপানে বোধ হয় হাইকু চর্চা হয় অনেক? কিছু বুঝলাম কিছু বুঝার চেষ্টা করলাম ।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২

শরৎ চৌধুরী বলেছেন: সেলিম, অশেষ কৃতজ্ঞতা। জাপানে চর্চা হোত বলা উচিৎ এখন পপ কালচারের অংশ।

২২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

কাবিল বলেছেন: ব্লগে ১০ বছর পূর্তি উপলক্ষে আপনাকে শুভেচ্ছা।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: এক দশক হয়ে গেল। মনে করিয়ে দেবার জন্য অশেষ শুভেচ্ছা।

২৩| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: আলাদা করে বলছি না । বেশিভাগই খুব অর্থবহ । দারুণ ।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা কথা।

২৪| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১৮

মাসুদ মাহামুদ বলেছেন: আয়না পরিষ্কার কর
অযত্নে
ময়লা জমেছে

দারুন লিখেছেন।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মাসুদ।

২৫| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:২৭

বিজন রয় বলেছেন:
২৬। ঘরে আমার দুই নারী
তাঁদের
দুই প্রকার পোশাক
আমি নগ্ন

এটার অর্থ বুঝিনাই।

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: বিজন অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা মনোযোগী পাঠের জন্য। মানুষের নানান সর্ম্পক থাকে। সেই সর্ম্পকের নানান রূপ থাকে। মানুষ ব্যক্তিত্বে, পোশাকে, বাহ্যিকতায় কতকিছূই না হয়। কিন্তু মানুষের যে প্রয়োজন সেটা অন্যের নানান প্রকারে পরিপূর্ণ হয় না। আপনার নানান জনের সাথে নানান স্তরের সর্ম্পক থাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত আপনার বোঝাপড়া আপনার নিজের সাথেই। যদি উষ্ণতা না থাকে তাহলে কোন সর্ম্পকই পরিপূরক নয়।

২৬| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩

আমি এ আর বলছি বলেছেন: অশেষ ধন্যবাদ

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

২৭| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২

জেন রসি বলেছেন: হাইকু পড়তে ভালো লাগে।

আপনার লেখা হাইকুগুলো অর্থবহ।

ভালো লেগেছে।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রসি। আপনার ভালোলাগাও অশেষ অর্থবহ।

২৮| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:



হাইকু সিরিজটা খুব ভাল লাগতেছে। চলবে নাকি শরৎ দা ?

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি। চলবে মনে হয়।

২৯| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২০

আরাফআহনাফ বলেছেন: জাপানীরা একটা জাতি বটে - যারা জিনিষ বানায় ছোট বাট কাজের বেলায় বিশাল! সাহিত্যেও ছাড় নাই।
এখানকার অনেকগুলো হাইকু ভালো লাগল।

+++++।

শুভ কামনা রইলো।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: বটেই। অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা।

৩০| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৯

অবনি মণি বলেছেন: কংক্রীটের ওপারে চাঁদ
চাঁদের নীচে
তোমরা সবাই
ইট কিংবা কংক্রী!! ভালো লাগলো !

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা অবনি।

৩১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪২

ফয়সাল রকি বলেছেন: চমৎকার।
+++

৩২| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হাইকো

আমি আবার পাঁচ সাত পাঁচ ছন্দেও লিখেছিলাম

৩৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

ফরিদ আহমাদ বলেছেন: বরাবর হাইকুর প্রতি আমি দূর্বল।
মনেহয় আমি যদি মেয়ে হতাম আর কেউ যদি আমাকে নিয়ে
হাইকু লিখতো নির্ঘাত আমি তার প্রেমে পড়তাম।

৬ নম্বর হাইকুটাকে সর্বাধিক সুন্দর মনে হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.