নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেহ প'ড়ে আছে গলির পাশে
জীবাশ্ম সাথে নিয়ে
গতকাল যে দেখা হল দৃক-এ
তাতে, আমরা যে তাকালাম
পরস্পরের দিকে
তা, পোস্টার হয়ে ঝুলছে
ডিজিটাল দেয়ালে
থাকবে কিছুক্ষণ, বা কয়েক বেলা
(তারপর)
ঘুম থেকে উঠে বিষণ্ন লাগলো
খুব
যেনবা কতদিন আমাদের
দেখা হয় নাই_
দুইজনার অতীতের ভেতর ঢুকতে ঢুকতে
মনে হল_
কতমুখ, কতহাত, কতঠোঁট
কত আলিঙ্গনই না গেছে
এই দেহের উপর দিয়ে__
এই আস্ত পুস্তকের কোন পাতায়
যে ছিলাম আমরা_
তা খুঁজতে যেয়ে দেখলাম
ঘোলা ঘোলা লাগছে
কিছুতেই পাওয়া যাচ্ছে না_
পরিষ্কার পাতার নম্বর
আমরা হাতরাচ্ছি পরস্পর
স্নায়ুগুলো জড়িয়ে যাচ্ছে ইন্টারনেটের
তারগুলোর মতোন
এত তার জড়িয়ে আছে পরস্পর
ধূপখোলা মাঠে সেই যে সঙ্গমরত
সাপেদের ধস্তাধস্তি__
যা-দেখে হেসেছিলাম খুব
তাদের মত জড়াজড়িগুলো
আমরা কি পারবো খুলতে?
আমরা কি পারবো করতে?
এই যে প্রত্নতাত্বিক খোঁজ
তা পেলে কোন মিউজিয়ামে সাঁজিয়ে রাখবো আমরা?
বা, কোন এ্যালবামে?
আমাদের জীবাশ্মগুলো হয়ে উঠবে
কাদের আর্টিফ্যাক্ট?
তোমার খোলাচুল, কানের দুল
আমার মেদ
এই যে গ্রহণ করল পরস্পরকে
তা কি, সাম্য নয়? বল
যা ভেবেছিলাম এতদিন
যা বিভাজন__তাতো একই
ফলে ঠেউতোলা নতুন প্রজন্মের
দিকে
আমরা তাকিয়ে থাকতে পারি
জীবাশ্মপনা মেনে নিয়েছি খুব
তাই টের পাই বাতাসেই
দেহের ইতিহাস
----স্নেহ জাগে
মনে হয় হাত বুলিয়ে দেই,
আর ভাবি বুড়োদের আঙুল কেন
এত পরম কোমল লাগে?
আমার জীবাশ্মগুলো কি
একদিন
এমনি পরম কোমল হবে?
শরৎ চৌধুরী, ২৯শে জানুয়ারি ২০২৩, ঢাকা।
৩০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৩
শরৎ চৌধুরী বলেছেন: মাহমুদ শুভেচ্ছা অনেক। আকুল ব্যকুলতার মাঝে আর কি কি দেখতে পেলেন। ৯০ এর দশক না হলেও এই কবিতা যে আপনাকে ছুঁয়ে গেছে তা গভীর আনন্দের। কবিতার বই তো আছেই সেই ২০১০ এ তবে এবার প্রিন্টে গেলে ভালৈ লাগবে মনে হয়।
২| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৭
মাস্টারদা বলেছেন: কালে কালে নতুন আসে যুগের ঘাড়ে চেপে
৩০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৩
শরৎ চৌধুরী বলেছেন: শুধু কি নতুনের গল্প? আর কি কি মনে হয় আপনার? শুভেচ্ছা অনেক।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এমন কবিতা লিখতে অনেক সাধনার প্রয়োজন হয়।
ব্লগে কবিতার পাঠক একেবারেই কম।
মন্তব্যও আসেনা তেমন।
হয়ত আপনি এসব নিয়ে ভাবেন না। ১৬ বছর ব্লগে আছেন। বলতে পারেন কবিতার কদর ছিল কোন সময়টাতে? নাকি কখনোই ছিল না?
আমি এতো কিছু বলছি কারণ আমিও নিজেও কবিতা লিখতে চেষ্টা করি।
ভালো থাকবেন আপনি। কবিতায় ভালো লাগা রইলো।
৩০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৬
শরৎ চৌধুরী বলেছেন: কবিতার কদর ২০০৭-১০ পর্যন্ত যেমন উত্তুঙ্গে ছিল তা পরে একই ধারায় আর থাকেনি। তবে সাহিত্যমুখী অনেক ব্লগ ততদিনে তৈরি হতে শুরু করেছিল। এখনকার অনেক কবি-ই শুরু করেছিলেন ব্লগ থেকে। সৌরভ যে কবিতার একনিষ্ঠ পাঠক এবং সচেষ্ট লেখক তার প্রমাণ হল সাধনাটাকে ধরতে পারা। শুভেচ্ছা অনেক।
৪| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩২
রাজীব নুর বলেছেন: কবিতা আমি বুঝি না। জাস্ট সুধদু পড়ে গেলাম।
৩০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৬
শরৎ চৌধুরী বলেছেন: রাজীব আপনি কবিতা ভালৈ বোঝেন। শুভেচ্ছা সবসময় সাথে থাকার জন্য।
৫| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা।
৩০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মশিউর।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভয়াবহ আকুল ব্যাকুলতার কবিতা। যা ভয়ের এক আবহ তৈরি করে। কবিতা ভালো হয়েছে, এখন প্রিন্ট মিডিয়ার প্রচার অনেক অনেক কমে গিয়েছে। ৯০ এর দশকে হলে আপনার কবিতা অবশ্যই প্রিন্ট আকারে প্রচারিত হতো।