নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরন্তর নিভৃতি

নিরন্তের নিভৃতি

বলার মতো তেমন কিছুই নেই, বাবা মায়ের একমাত্র সন্তান, স্নাতক চতুর্থ বর্ষে পড়ি, খাই -দাই, ঘুরে বেড়ায় পরীক্ষার সামনে পড়াশুনার চেষ্টা করি। ভালো লাগে গান শুনতে, তর্ক করতে(যে বিষয়ে নিজে জানি)।

নিরন্তের নিভৃতি › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্বের মানে কি প্রতারণা !!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। আমরা এ ও জানি ভারত আমাদের পরম বন্ধু, যদিও কাজে না কথায়। গত ৪২ বছরে কি পেয়েছি আমরা? লাখো লাখো কথার প্রতিশ্রুতি, ফলাফল না পাওয়া হাজার হাজার চুক্তি, আমাদের দেশের হর্তা-কর্তা ব্যক্তিদের ভারত বন্দনা, আর অবশেষে এক নিরীহ বাবা মার চোখের পানি, ফেলানির লাশ। শুধু আছে আমেদের সীমাহীন অভি্যোগ, পেলাম না কোনো ন্যায় বিচার। এবার নাকি সীমান্তে ড্রোন ব্যবহার করবে বি এস এফ, যদিও তারা এটা অস্বীকার করেছে কিন্তু আমরা তো আর ওদের বিস্বাস করি না। আজ আবার নতুন খবর শুনতে পেলাম ভারত আমাদের বিদ্যুত দিবে, কেন দিবে? কোনো উদ্দেশ্য ছাড়া??? জানি না কি আছে এই কথিত বন্ধুর মনে। আর আমরাও অপেক্ষায় থাকলাম নতুন কোনো ফেলানির ..............!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫

সবুজ প্রিথিবী বলেছেন: বলেছেন: সামুতে আমার নামটা শুধু একবার ভুল করে ফেলেছিলাম, কিন্তু সেই ভুল নামটা যেমন আমার পক্ষে ঠিক করা সম্ভব না। টিক তেমনি ফেলানির বিচার না করে ভারত যে প্রহসন করল সেই ভুলটাও ভারতের পক্ষে শুধরানো সম্ভব না।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

নিরন্তের নিভৃতি বলেছেন: আমি তোর সাথে একমত @ সবুজ পৃথিবী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.