নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরন্তর নিভৃতি

নিরন্তের নিভৃতি

বলার মতো তেমন কিছুই নেই, বাবা মায়ের একমাত্র সন্তান, স্নাতক চতুর্থ বর্ষে পড়ি, খাই -দাই, ঘুরে বেড়ায় পরীক্ষার সামনে পড়াশুনার চেষ্টা করি। ভালো লাগে গান শুনতে, তর্ক করতে(যে বিষয়ে নিজে জানি)।

নিরন্তের নিভৃতি › বিস্তারিত পোস্টঃ

আজ আমার ছুটি………………

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২২

মানুষের জীবনের চলার পথ আসলেই অনেক জটিল। তার চেয়ে জটিল নিজেকে নিজে বুঝতে পারা, নিদৃষ্ট করে বলতে গেলে নিজের ইচ্ছাটা কে বুঝতে পারা, আমি নিজে কি চাই তা বুঝতে পারা। কেও ই পারে না তার নিজের চাওয়া টা কে পুরপুরি বুঝতে, অন্তত আমি তো পারি নি আমার চাওয়া টা কে পুরপুরি বুঝতে। খুব বেশী দিনের কথা তো না, এই ৭/৮ মাস আগের কথা, যার সাথে সারাটা জীবন কাটিয়ে দিব বলে হাতটা ধরেছিলাম আজ মনে হচ্ছে বড্ড ভুল করে ফেলেছিলাম, কোথায় যেন একটা গড়মিল ছিল। আজ বুঝতে পারছি আমার চাওয়া আর পাওয়ার মাঝে একটা বিস্তর ফারাক ছিল। কখনও ভাবিনি এত কম সময়ের মাঝেই দুই জন দুই মেরুতে পৌছে যাব!!! এত কিছু বোঝা না বোঝার মাঝেও ভালবাসাটা কিন্তু ছিল, বেশ ভালই ছিল। কখনো কিছু বলতে পারিনি তোমাকে, কোথায় যেন একটা টান পড়ত! এই যে বললাম ভালবাসা, ভালবাসার টানেই আটাকে পড়তাম। বার বার আমি হারিয়ে ফেলতাম আমাকে, আমার কথা গুলা কোথায় যেন হারিয়ে যেত। দিনে দিনে না বলতে পারা কথা, তোমাকে নিয়ে কথা, তুমি সবকিছু আমার কাছে বোঝা হয়ে যেতে লাগল। যার ভর আমি আর বহন করতে পারছিলাম না। তোমাকে নিয়ে সবকিছু আমার কাছে কেমন যেন বাধ্যগত মনে হতে শুরু হল, “ভালবাসা” টা যেন খুজে পাচ্ছিলাম না। ঠিক সেই সময় আমার না বলা কথাটা তুমিই বলে দিলে। কষ্ট হতে লাগল কিন্তু এর মাঝে কেমন জানি কষ্ট কষ্ট সুখ ও অনুভব করলাম। আজ আমি স্বাধীন, মুক্ত। আজ আমার পৃথিবী কারও কাছে সীমাবদ্ধ না, আমার স্বাধীনতা আজ বদ্ধ না।

সত্যিই আজ আমার ছুটি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.