নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরন্তর নিভৃতি

নিরন্তের নিভৃতি

বলার মতো তেমন কিছুই নেই, বাবা মায়ের একমাত্র সন্তান, স্নাতক চতুর্থ বর্ষে পড়ি, খাই -দাই, ঘুরে বেড়ায় পরীক্ষার সামনে পড়াশুনার চেষ্টা করি। ভালো লাগে গান শুনতে, তর্ক করতে(যে বিষয়ে নিজে জানি)।

নিরন্তের নিভৃতি › বিস্তারিত পোস্টঃ

না বলা কথা

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০

অনুমানটা তাহলে খুব বেশি ভুল ছিল না, অপুকে বলেছিলাম কিন্তু সত্যিই যে হবে তা ভেবে বলিনি। ‘ভয়’, মানুষের ভালবাসা ভাললাগা কে নস্ট করে দেয়। আমাদের দুইজনের মধ্যেই এখন দুই রকম ভয় কাজ করতে শুরু করেছে, আমার ভয়টা ওকে হারানোর, ওর ভয়টা ভবিষ্যত নিয়ে। এই পরিস্থিতিতে দুইজনের একসাথে থাকাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমি ওকে ভালবাসেই অনেক সুখি, কাছে পায় বা না পায় এইটা তো অনেক পরের ব্যাপার। আমার ভালবাসাটা একটু অন্যরকম ই হয়েই থাক আমার কাছে। তোরা সবাই ভুল বললে ভুল ঠিক বললে ঠিক, আমার কাজ আমি করেছি অনেক বেশি ভালবেসেছি আমার সবটুকু দিয়ে ভালবেসেছি। ২৭-০৬-১৩ দিনটা আমার জন্য স্মরনীয় হয়ে থাকবে কারণ তোমার সাথে ঐ দিন যে আমার শেষ দেখা হয়েছিল। আজ থেকে তুমি মুক্ত, স্বাধীন………

অনেক দূরে চলে যাও ইচ্ছা করলেও যেন ধরতে না পারি তোমাকে। তোমার সাথে কাটানো দিন গুলি স্বপ্নের চেয়েও মধুর, সত্যি বলছি কোনো দিন ভুলতে পারব না, আমি যে ভুলতে চায় ও না……………

ভাবতে খুব কষ্ট হচ্ছে এখন থেকে সময়মত তিনবেলা কেউ থেতে বলবে না তোমার মতো করে, না খেলে রাগ ও আর করবে না। সিগারেট খেতে কেউ না করবে না, সন্ধ্যার পরে আড্ডা দিতে কেউ আর না করবে না। ভীষন অনুভব করব তোমাকে, বারবার মোবাইল এর স্কিন এ তাকিয়ে থাকব লিলাবতী নামটি ভাসবে বলে……………

আমার ভিতর থেকে হৃদয় টা কষ্টে বের হয়ে আসতে চাইছে, চোখ ছলছল করছে এখনি হয়ত দুই ফোঁটা পানি ও বের হয়ে আসবে, এর নাম ই বোধহয় ভালবাসা………………

আমার মনের মাঝে তুমি ছিলে সারাজীবন থাকবা এইটুকু গ্যরান্টি তোমাকে দিতে পারি। আমার কথা যদি কখনো মনে পড়ে তাহলে এই গানটি শুন, ‘আমায় যদি পড়ে মনে, কবিতায় কবিতায় মগ্ন থেক, আসেনা যেন জল চখের ও কোনে’………………………

শেষবারের মতো খুব বলতে ইচ্ছা করছে, ভালবাসি ভীষন ভালবাসি তোমাকে লিলাবতী……………

যেখানেই থাক অনেক ভাল থাক, কষ্ট যেন তোমাকে ছুতে না পারে সেই কামনায় বিদায়।

:(( :(( :((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.