নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরন্তর নিভৃতি

নিরন্তের নিভৃতি

বলার মতো তেমন কিছুই নেই, বাবা মায়ের একমাত্র সন্তান, স্নাতক চতুর্থ বর্ষে পড়ি, খাই -দাই, ঘুরে বেড়ায় পরীক্ষার সামনে পড়াশুনার চেষ্টা করি। ভালো লাগে গান শুনতে, তর্ক করতে(যে বিষয়ে নিজে জানি)।

নিরন্তের নিভৃতি › বিস্তারিত পোস্টঃ

হরতাল বা অবরোধের দিনে অবসর সময়ে দেখতে পারেন মুভিগুলা

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১

সাধারন কিছু মুভির অসাধারণ কাহিনিঃ

1) Ted (2012)

টেড, নামটা শুনে হয়তো একটু কেমন লাগছে! এ আবার কেমন নাম!!! ২০১২ তে মুক্তি পাওয়া এই মুভিটি আমার দেখা সেরা মুভি গুলার একটা। মুভিটি দেখতে বসে হয়তো প্রথম দিকে একটু বিরক্ত হতে পারেন, প্লিজ শেষ না করে উঠবেন না। কথা দিচ্ছি মুভিটি আপনার চোখের জল ফেলতে না পারলেও জলে আপনার চোখ ভিজিয়ে দেবে।

2) Dark Shadows (2012)

জনি ডেপ কে চিনেন না এমন মানুষ হয়তো খুজে পাওয়া যাবে না। এতো অসাধারণ অভিনয় কিভাবে করে এই লোক টা? এতো ট্যালেন্ট পায় কোথা থেকে? এর উত্তর পেতে হলে কোন ভাবেই মিস করবেন না জনি ভক্তরা Dark Shadows

3) Ice Age-4.Continental Drift(2012)

অনেকেই হয়তো দেখে ফেলেছেন, তাতে কি আর একবার না হয় দেখলেন খারাপ তো লাগবে না। আর যারা দেখেননি কি যে মিস করেছেন তা হয়তো বুঝতে পারছেন না। সুতরাং আর দেরি নয়………

4) Snow White and the Huntsman (2012)

এইটা কিন্তু কোনো সাধারণ মুভি না অসাধারণ মুভি বলা যায়। ছোট বেলায় মায়ের মুখে যে গল্প শুনে আমরা বড়ো হয় এই মুভির কাহিনি টা সেই গল্প নিয়েই। গল্প টা আমি নাই ই বলি, নিজ দায়িত্বে দেখে নিয়েন। “বেলা সোয়ান” ক্ষাত ক্রিস্টেন স্টুয়ার্ট এর অসাধারন অভিনয় মুভিটির প্রতি আপনার মনযোগ বাড়িয়ে দেবে বহুগুন।

5) The Call (2013)

পর পর ৫ বার দেখলাম। এর মাঝে যে কি আছে তা আমি বলে বোঝাতে পারব না। প্রথম বার দেখার পর দ্বিতীয় বার দেখতে আপনি বাধ্য। মুভিটির শেষ দেখের জন্য আপনার heart এর স্পন্দন ১০০+ হয়ে যাবে, প্লিজ শেষটা আগে দেখবেন না।

6) The Great Gatsby(2013)

এই মুভিটি সম্পর্কে আমার বলার কিছু নেই। শুধু এইটুকুই বলব…… সারা জীবন মনে রাখব।

7) Nasha(2013)

এটি ১৮+ মুভি বলা যায় কারন এতে আছে পুনম পান্ডে। আর কিছু কি বলা লাগবে? নাকি দেখে নিবেন???

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: ৪,৫,৭ দেখি নাই। এর মধ্যে ৪,৭ দেখার ইচ্ছাও নাই। ৫ এর তো কিছুই কইলেন না। মুভির জেনার কি, স্টোরির বেজলাইন কি এটচেট্রা এটচেট্রা। রিভিউ তে হাল্কা পাতলা কিছু থাকা লাগে তো ভাইজান।

২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
৭ তো দিনে দেখার মতো না।আরো কিছু বলেন একটু ||

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

তামিম ইবনে আমান বলেছেন: @মুন ভাই, দ্যা শাইনিং, অ্যা ক্লকওয়ার্ক অরেঞ্জ, বাইসাইকেল থিবস, ডায়াল এম ফর মার্ডার, ওয়ারিয়র, হার্শ টাইমস, দ্যা ফাইটার।

কিছু কমন মুভির নাম দিলাম।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

নিরন্তের নিভৃতি বলেছেন: ভায় ৪ টা বাদ দিবেন কেন? ৭ টা আপনাকে মজা দিবে। ৫ নং টা "৯১১ " ইমারজেন্সি কল সেন্টার এর কাহিনি। মানুষকে ভাল রাখতে আর সঠিক সেবা দিতে এরা যে কি করতে পারে তা আপনি মুভুটি দেখলেই বুঝবেন।@তামিম ইবনে আমান

৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০২

নিরন্তের নিভৃতি বলেছেন: @ইমরাজ কবির মুন , তাহলে রাতেই দেখেন। আরও কিছু নাম আপনাকে একটু পরে জানাব ভাই

৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি ৭ এর ব্যাপারে আর কিছু বলতে বলসিলাম :|

৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫

নিরন্তের নিভৃতি বলেছেন: আপনাকে অভিনন্দন@ রাজীব নুর :)

৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬

নিরন্তের নিভৃতি বলেছেন: হাহা না ভাই বলার থেকে দেখাই শ্রেয়@ ইমরাজ কবির মুন

১০| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

অনিকেত রহমান বলেছেন: ৫ নং বাদে সব গুলি দেখা এর ভিতরে Dark Shadows টা সবচেয়ে জোশ।।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭

আমাবর্ষার চাঁদ বলেছেন: আমার লাইগা কিছু নতুন নাম দিন............. সবই দেখা :(

১২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০

ইমরাজ কবির মুন বলেছেন:
নিভৃতি তো রাজী হয়না, জনাব আমাবর্ষা আপনি ৭ এর ব্যাপারে কিছু আলোকপাত করবেন কি ??

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

নিরন্তের নিভৃতি বলেছেন: @অনিকেত রহমান, ৫ নং টা দেখেন, আরেকটা জোশ মুভি পেয়ে যাবেন।

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

নিরন্তের নিভৃতি বলেছেন: despicable me2 (2013), The Wolverine (2013), This Is the End (2013), Turbo (2013), Red-2(2013),
Pain & Gain (2013), Side Effects (2013), Star Trek Into Darkness (2013), World War Z (2013), The Last Stand (2013), Battleship (2012) , Jonah Hex (2010), Resident Evil Retribution@আমাবর্ষার চাঁদ, এই মুভি গুলা দেখতে পারেন

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩১

বশর সিদ্দিকী বলেছেন: ৭ ছারা বাকিগুলা দেখছি।

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৯

নিরন্তের নিভৃতি বলেছেন: সময় করে ৭ টাও দেখে নিয়েন। @ বশর সিদ্দিকী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.