নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরণ্য ARiyan

"চতুর্থ মাত্রা"

আমি আমাকে জানতে চাই বিজ্ঞান ,কল্পনা Rবাস্তবের মিশ্রণ দিয়ে https://www.facebook.com/anistien http://www.facebook.com/4thdimentio

"চতুর্থ মাত্রা" › বিস্তারিত পোস্টঃ

•|• আদুরে বউ •|•

২৯ শে জুলাই, ২০১২ সকাল ১১:০৬

বউ-উ ও.. বউ ?? আদুরে বউ কই তুমি ?

আরে সে তো পুকুর পাড়ে ...

ওহ !!



এই যে তুমি, শুনছো তুমি... তা জলে করছো টা কি ??

দেখছ না তুমি জলে নাড়ছি পা...

হুম .. আজ তোমার ঘরেক যাবো না !!



জল জল করো সখি জলে তোমার কে আছে ?

জলেতে তাকিয়ে দেখ রুপ তোমারই ভাসে...

কাজল ধোয়া চোখে তোমার অবাক করা চাহনি

ঝড়ে গেছে খোপার ফুল ফিরেও তা দেখ নি ...



অশ্রু কেন ও চোখে তে

মলিন ভ্রু জোড়া .. ?

পা দুটো নেই আলতা রাঙা

কোথায় নূপুর তোড়া ??



জানে কে কোথায় নূপুর, কোথায় মাজার বিছা ?

পাইনি খুঁজে ঠিক,

তাই কপালে টিপ, ঠোঁটেও আর দেইনি লিপিস্টিক।

আলতা রাঙা বোতল উধাও

হারিয়েছে ভ্রু পেন,

তাই ফেলে দিয়েছি আংটি, চুড়ি

আর গিনি সোনার চেন...



ওগো আমার আদুরে বউ

লজ্জাবতী রানী,

এখনো দেখি রাগ কমেনি

এত কষ্ট কি সইতে পারি?



সত্যি বলছি এনে দিব হারিয়েছ যা সব...

লক্ষ্মী এখন ঘরে চলো রাগটা করে নীরব...



© Anas Hassan



বি. দ্র : এই কবিতাটা আমি আমার "আদুরে বউ" গল্পের জন্য গল্পের ধারা বজায় রাখতে লিখেছিলাম 25-4-2012 তে। তবে বেশি অবাক হলাম যখন দেখলাম আহাদ আলী মোল্লা নামক এক writer এর লেখার সাথে এই কবিতাটার অনেকগুল কথার ভাব মিলে গেছে কাকতালীয় ভাবে । শেষের লাইনটা এর আগে অনেকবার গুলিয়েছি , শেষমেশ Nx Rößïn ঠিক করল।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১২ সকাল ১১:১১

পরিতোষ পাল বলেছেন: চমৎকার!

২৯ শে জুলাই, ২০১২ সকাল ১১:২৫

"চতুর্থ মাত্রা" বলেছেন: ধন্যবাদ....

২| ২৯ শে জুলাই, ২০১২ সকাল ১১:১৬

ঘুমন্ত আমি বলেছেন: আহারে আদুরে বউ !

৩| ২৯ শে জুলাই, ২০১২ সকাল ১১:১৯

ইষ্টিকুটুম বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগলো।

৪| ২৯ শে জুলাই, ২০১২ সকাল ১১:২৪

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: দারুন..... কিছু কবিতা পড়ে প্রেম এসে যায়। এই কবিতা পড়ে প্রেম চলে আসছে !


২৯ শে জুলাই, ২০১২ সকাল ১১:২৬

"চতুর্থ মাত্রা" বলেছেন: তা প্রেমে পড়ে যান..

৫| ২৯ শে জুলাই, ২০১২ সকাল ১১:৩৩

বিডি আমিনুর বলেছেন: মচৎকার কবিতা।

৬| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:২২

নাফীস কাজী বলেছেন: দিলেনতো রোজার দিনে আবার কষ্টটা চাঙ্গা করে।:|:|
কবে-যে ঘরে বৌ আসবে !!!! :( :(
বিয়া করতে মঞ্চায়!!!!!!!!!! :-/:-/:-/

কবিতা চমৎকার হয়েছে। মনটা রোমান্টিক হয়ে গেল। :!>
+++++++++++++++++++

২৯ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৩৮

"চতুর্থ মাত্রা" বলেছেন: সময় হলেই ঘরে বৌ আসবে... আর thanx

৭| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:২৩

বিরোধী দল বলেছেন: <: @ নাফীস কাজী

৮| ২৯ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০৮

মো আরিফুর রহমান বলেছেন: আজকের দিনের সেরা কবিতাটা পড়লাম।
আমার সোনা বউটার জন্য জানে টানে :!> :!> ।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১২:০৫

একজন আরমান বলেছেন: ভালো লাগলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.