![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিও একদিন হারিয়ে যাবো, নীল তারাদের সাথী হবো, রাখবে কি আমায় মনে, গোপন কষ্টে ভিজবে কি চোখ একলা থাকার ক্ষণে? www.twitter.com/shahriar_sj
আমার ছোট বোন এবার এস.এস.সি পরীক্ষা দেবে। আর ভালো রেজাল্টের আশায় সে এখন নিয়মিতই রাত জেগে পড়াশোনা করছে। তো প্রায় রাতেই দেখি ১১-১২টার পর ও চেয়ারে বসে বসে ঢুলছে। সেদিন এই অবস্হা দেখে বললাম,বেশী ঘুম ধরলে ঘুমিয়ে পর। সে বিরক্ত হয়ে বললো "হুম ঘুমানোর বুদ্ধি না দিয়ে কী করলে ঘুম আসবেনা,সেই বুদ্ধি দিতে পারিসনা। তুইতো সারাদিন ইন্টারনেটে পরে থাকিস,ওখানা ঘুম দূর করার কোন উপায় লেখা নেই।" ওর কথা শোনে ইন্টারনেট ঘেঁটে অলসতা বা ঘুম ঘুম ভাব দূর করার বেশ কিছু কার্যকারী পদ্ধতি পেয়েছিলাম। পদ্ধতিগুলো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। সবারই কাজে লাগতে পারে।
★পড়তে পড়তে যদি চোখে একটু ঘুম ঘুম ভাব চলে আসে,তবে হাতের বইটি নিয়ে চলে যান ছাদে বা অন্য কোনো উন্মুক্ত স্হানে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার পড়তে বসুন।
★এইটা করতে না পারলে অন্তত এক রুম থেকে আরেক রুমে কিছু সময়ের জন্য চলে যান।
★চোখে মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন।
★হালকা ধরনের কিছু নাস্তা বা খাবার যেমন-বাদাম,চিপস,চানাচুর ইত্যাদি খেতে পারেন। (এইটা পরীক্ষিত পদ্ধতি,আমি নিজে ট্রাই করেছি। যতক্ষণ মুখে বাদাম,চানাচুর থাকে ততক্ষণ ঘুম আসেনা। হে হে হে)
★চা,কফি বা অন্য কোন সুস্বাদু পানীয় পান করতে পারেন। (এইটা আমার বেলায় কাজে দেয়না,চা খাইলে উল্টা আমার দুচোখে রাজ্যের ঘুম নেমে আসে।)
★সহপাঠীর সাথে কিছু সময় গল্প করতে পারেন।
★কবিতা আবৃত্তি করলেও অনেক সময় অলসতা দূর হয়।
★উঁচ্চস্বরে গান গাইতে পারেন। (যাদের গলা বেসুরে,তাদের গান গাওয়ার দরকার নাই)
★বসার ধরন পরিবর্তন করলেও অলসতা দূর হয়।
★সিঁড়ি বেয়ে কয়েকবার উঠা নামা করুন।
★বই পরিবর্তন করুন,মানে যে সাব্জেক্ট পড়ছিলেন সেটা পরিবর্তন করে অন্যটা পড়ুন।
★এবার বলবো সেরা উপায়টা,উপরের কোন পদ্ধতিই যদি কাজ না করে তাহলে আরকি করা,যেহেতু এখন শীতকাল সেহেতু একটা কম্বল গায়ে চাপিয়ে নাক ডেকে ঘুম দেন। মামলা ডিসমিস...
০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
শাহরীয়ার সুজন বলেছেন: এক্কেবারে খাঁটি কথা। খ্যাতা বালিশ ছাড়া কি আর আছে দুনিয়ায়?
২| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০
নীল আকাশ ২০১৪ বলেছেন: ঘুম আত্যাবশ্যকীয় একটি শরীরী প্রক্রিয়া। এর মাধ্যমে চোখ এবং মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারকে নিষ্ক্রিয় রেখে বাকী শরীরের শোধন করা হয়। পর্যাপ্ত না ঘুমালে স্বল্প মেয়াদে কিডনী, লিভার, লাংস ও হার্ট ক্ষতিগ্রস্ত হয় এবং এদের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হয়। আপনি পরীক্ষা করে দেখতে পারেন খাদ্যে অরুচী, প্রেসার, মাথা ঘোরা - এসব উপসর্গ দেখতে পাবেন।
কাজেই ঘুম যদি বেশি আসে, ঘড়িতে এলারম দিয়ে ঘুমিয়ে পড়াটাই উত্তম। তবে শীতকালে কোন অবস্থাতেই সর্বমোট ৮ ঘন্টার বেশি ঘুমানো উচিত নয় - এতে দীর্ঘমেয়াদী আলস্য শরীরে ভর করতে পারে।
০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
শাহরীয়ার সুজন বলেছেন: কী কন ভাই???
৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫
আরমিন বলেছেন: রাখালছেলে বলেছেন: শেষেরটা ভালই । কপালে যা আছে ভেবে ঘুম দেয়াই ভাল ।
কি আছে দুনিয়ায়-খ্যাতা আর বালিশ !!
ঠিক ঠিক!
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৭
শাহরীয়ার সুজন বলেছেন: হুম,ধন্যবাদ।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮
হাসান মাহবুব বলেছেন: আরমিন২৯ বলেছেন: রাখালছেলে বলেছেন: শেষেরটা ভালই । কপালে যা আছে ভেবে ঘুম দেয়াই ভাল ।
কি আছে দুনিয়ায়-খ্যাতা আর বালিশ !!
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০১
শাহরীয়ার সুজন বলেছেন: আমার পোস্টে হাজিরা দেয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ,হামা ভাই।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৪
আরজু পনি বলেছেন:
আমাকে এক স্যার বলেছেন
৬ ঘন্টা ঘুমায় নারী,
৭ ঘন্টা ঘুমায় পুরুষ আর
৮ ঘন্টা ঘুমায় বোকা
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
শাহরীয়ার সুজন বলেছেন: ঐ ছ্যারে ১০ ঘন্টা যারা ঘুমায় তাদের কথা কিসু বলেনাই?
৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি অনেক বড় কাপে করে সোডা কিনে আনি। যখনই মনোযোগ কমে যায়, একটা সিপ আর একটা গানও শুনি। পরে আবার পড়ায় ফেরত যাই। সাবজেক্টও চেইঞ্জ করি।
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৫
শাহরীয়ার সুজন বলেছেন: বাহ! এতক্ষণে তাইলে একজন পাওয়া গেলো যে পদ্ধতিগুলা ট্রাই করে।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩
প্রফেসর মরিয়ার্টি বলেছেন: যা আছে কপালে, সামনে তিন দিন ছুটি। শেষের পদ্ধতি ফলো কইরা দিমু ১২ ঘন্টার একটা ঘুম
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৫
শাহরীয়ার সুজন বলেছেন: আরজুপনিবলেছেন:
আমাকে এক স্যার বলেছেন
৬ ঘন্টা ঘুমায় নারী,
৭ ঘন্টা ঘুমায় পুরুষ আর
৮ ঘন্টা ঘুমায় বোকা। হে হে হে....প্রফেসর সাব একটু খিয়াল কৈরা।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি অনেক স্টুডিয়াস, সো ট্রাই করতেই হয় আপনার পোষ্টে বলা কয়েকটা ছাড়া প্রায় সবগুলোই করা হয়।
পড়ালেখা করার সময় এভ্রি ৪৫-৫০ মিনিটস পর পর ১০ মিনিটস ব্রেক নেয়া উচিত।
০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৫
শাহরীয়ার সুজন বলেছেন: গুড ভেরি গুড,বাট সিরাপ একটু কম খাইয়েন।
৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮
অপূর্ণ রায়হান বলেছেন: আমার জন্য শেষ পদ্ধতি কার্যকর
হ্যাপ্পি নিউ ইয়ার
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০
শাহরীয়ার সুজন বলেছেন: হ্যাপী নিউ ইয়ার প্রিয় ভ্রাতা!
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪
কলমের কালি শেষ বলেছেন: শেষটা বেশ !...
০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
শাহরীয়ার সুজন বলেছেন: হুম,আমিও তাই বলি।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪
রাখালছেলে বলেছেন: শেষেরটা ভালই । কপালে যা আছে ভেবে ঘুম দেয়াই ভাল ।

কি আছে দুনিয়ায়-খ্যাতা আর বালিশ