![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিও একদিন হারিয়ে যাবো, নীল তারাদের সাথী হবো, রাখবে কি আমায় মনে, গোপন কষ্টে ভিজবে কি চোখ একলা থাকার ক্ষণে? www.twitter.com/shahriar_sj
♣ কাকের আরেক নাম বায়স। এটি কর্ভাস গোত্রের অন্তর্গত একধরনের মাঝারি আকৃতির পাখি।
♣ কর্ভাস গোত্রের মধ্য প্রায় ৪০টি ভিন্ন ভিন্ন প্রজাতির কাক দেখা যায়।
♣ কাকের সবচেয়ে পরিচিত ডাক হচ্ছে কা-কা-কা-কা।
♣ দক্ষিণ আমেরিকা ছাড়া উষ্ণমণ্ডলীয় সব মহাদেশ এবং কিছু দ্বীপাঞ্চলে কাকের বিস্তার দেখা যায়।
♣ কাকের আদিনিবাস মধ্য এশিয়ায়। এখান থেকে উত্তর আমেরিকা,আফ্রিকা,ইউরোপ ও অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়ে প্রাণীটি।
♣ কাকারে বর্ণ সাধারণত কালো হয়ে থাকে। তবে সাদা, ধূসর ও বাদামি রঙের কাকও আছে পৃথিবীর বিভিন্ন স্হানে
♣ মাত্র ১৮দিনের মধ্যেই স্ত্রী কাক ৪ থেকে ৫টি ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে ফেলে।
♣ পাখিজগতের সর্বাপেক্ষা বুদ্ধিমান পাখি বলে মনে করা হয় প্রাণীটিকে।
♣ মজার ব্যাপার হলো, কাক আর দাঁড়কাক একই প্রজাতির হলেও দুটি একেবারেই আলাদা পাখি।
♣ বিস্ময়কর ব্যাপার হলেও সত্য, শহরের আনাচে-কানাচে ও বনাঞ্চলে বাস করা এই বন্য প্রাণীটিও টিয়া, ময়না কিংবা অন্যান্য প্রাণীর মতো মানুষের পোষ মানে। অনেকেই শখ করে কাক লালনপালন করে থাকেন।
১৬ ই মে, ২০১৫ বিকাল ৫:২৫
শাহরীয়ার সুজন বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:২২
সুমন কর বলেছেন: কাক সম্পর্কে জানলাম।