নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরিফ৭১

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা....

শরিফ৭১ › বিস্তারিত পোস্টঃ

লা লা ল্যান্ড

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫০



সিনামা সম্পর্কে পরে বলি আগে বলি Damien Chazelle এর কথা। মাত্র ৩২ বছর বয়স এই ভদ্র লোকের। এর মাঝেই অস্কারের জন্য ফাইট করছেন তাও আবার তার বানানো দ্বিতীয় ছবি দিয়ে। প্রথম ছবি Whiplash এর জন্যও নমিনেশন পেয়েছিলেন তবে পরিচালক হিসেবে না, পেয়েছিলেন বেস্ট রাইটিং এর জন্য।তবে এবার লা লা ল্যান্ডের জন্য পরিচালক হিসেবেও পেয়ে গেছেন নমিনেশন। Whiplash ৫ বিভাগে নমিনেশন পেয়ে অস্কার জিতেছিল তিনটি। এবার তো রেকর্ড ১৪ বিভাগে মনোয়ন পেয়ে অলরেডি ইতিহাস করেই ফেলেছে তার ছবি লা লা ল্যান্ড। Whiplash দেখে যেমন একটা ঝাটকা খেয়েছিলাম লা লা ল্যান্ড দেখে তার চেয়ে দিগুন ঝাটকা খেয়েছি।অদ্ভুত সুন্দর ছবি দুইটাই। ৩২ বছরেই যে খেলা দেখাচ্ছেন এই লোক, অভিজ্ঞতা বাড়লে কি করবেন তিনি?

সিনামার কথায় আসি। মিউজিক্যাল ড্রামা জনারের ছবি লা লা ল্যান্ড।এই ধরনের ছবিতে যেমন হয় তেমন এই ছবিতেও নাচ গান আছে। কিন্তু এই নাচ গান এতই চমৎকার যে একটুও বিরক্তি লাগার সম্ভাবনা নেই কারো। এই কথা বললাম কারন আমার নিজের কাছে সব সময় মিউজিক্যাল ছবি গুলা ভাল লাগে না। কিন্তু এ ক্ষেত্রে লা লা ল্যান্ড সফল। গান গুলি ছিল অসাধারণ। সিটি অফ স্টার শোনার পর থেকে মাথায় ঘুরছে শুধু ।অন্য গান গুলিও দারুন ছিল। মিউজিক এবং সাউন্ড বিভাগে সব গুলিতেই নমিনেশন পেয়েছে এই ছবি।

"City of stars
Are you shining just for me?
City of stars
There so much that I can't see
Who knows,
Is this the start of something wonderful and new?
Or one more dream,
That I cannot make true”

গান, কোরিওগ্রাফি,সিনেমেটগ্রাফি অসাধারণ তো ছিলই সাথে ছিল দারুন একটা প্রেমের গল্প।আর ছিল অভিনয়।এমন প্রেমের গল্প খুব সম্ভবত এর আগে কেউ বলেনি।আজন্ম দেখা স্বপ্ন আর প্রেম নিয়ে গল্প।স্পয়লার দিলাম না ইচ্ছা করেই। ব্যাকগ্রাউন্ড মিউজিকও অসাধারণ ছিল এই ছবির।
গল্প Mia এবং Sebastian কে নিয়ে।যথাক্রমে এমা স্টোন এবং রায়ান গোস্লিং অভিনয় করেছেন এই দুই চরিত্রে। Mia ওয়ার্নার ব্রোস স্টুডিওর একটি ক্যাফের ক্যাশিয়ার হিসেবে কাজ করে এবং স্বপ্ন দেখে একজন নামকরা অভিনেত্রী হওয়ার আর Sebastian জ্যাজ পিয়নিস্ট, যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পারফর্ম করে এবং স্বপ্ন দেখে মৃত প্রায় জ্যাজ মিউজিক কে আবার বাঁচিয়ে তুলবে।স্বপ্ন দেখে নিজের একটা জ্যাজ ক্লাব খোলার। শহরে একদিন দেখা হয়ে গেল দুজনের, ধীরে ধীরে নিজেদের স্বপ্ন নিয়ে তারা কথা বলতে থাকে, একে অপরকে স্বপ্নকেও ভালবাসতে শুরু করে। একজন আরেকজন কে বুদ্ধি দিয়ে সাহস দিয়ে সাহায্য করে।একজন যখন হাল ছেড়ে দিতে চায় অন্যজন তখন তাকে আবার সাহস দিয়ে চাঙ্গা করে।কিন্তু স্বপ্ন আর প্রেম যখন মুখোমুখি হয়ে যায় তখন কি হয়? অদ্ভুত সুন্দর এই ছবির ফিনিসিং।ছবির সমাপ্তির জন্যেও মানুষ একে সারা জীবন মনে রাখবে বলে আমার ধারনা।দারুন সুন্দর সমাপ্তির জন্যই এই সিনামা সাধারন থেকে অসাধারণ হয়ে গেছে, ক্লাসিক হয়ে গেছে।

পরিচালকের কথা প্রথমেই বলিছি এখন আবার বলি। তার নির্মান শৈলীর প্রশংসা না করে থাকা সম্ভব না।গল্প বলার ধরন থেকে শুরু করে ক্যামেরার কাজ সব জায়গায় নিপুণতার ছোঁয়া।এমা স্টোন আর রায়ান গোস্লিং দুইজনের অনবধ্য কেমিস্ট্রি এই ছবির অন্যতম প্রাণ।দুই জনই দারুন ছিলেন চরিত্র অনুযায়ী এবং দুজনই অস্কার মনোয়ন পেয়েছেন। এ ছাড়া বাকি সব কিছু তো আছেই,১৪টা নমিনেশন কি এমনে এমনেই! এবারের অস্কার আসরে যদি এই ছবি বিগ ফাইভ মেরে দেয় খুব বেশি আশ্চর্য হব না।


মন্তব্য ৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

সুমন কর বলেছেন: Whiplash দেখেছি, চমৎকার লেগেছে। এটাও দেখবো।

লেখা ভালো হয়েছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

শরিফ৭১ বলেছেন: ধন্যবাদ। Whiplash ভাল লাগলে এটাও লাগবে, দেখে ফেলুন জলদি জলদি...

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

জাহাজী বলেছেন: হাহা
ফেসবুকে আগেই পড়ে ফেলেছি =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

শরিফ৭১ বলেছেন: ধন্যবাদ। ফেসবুকে আজকেই পোস্ট করেছি।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৬

জেন রসি বলেছেন: দেখা হয় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.