নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্য - নাভিশ্বাস মধ্যবিত্ত জনসাধারনের-প্রতিকার চাই
গতমাসে (জুলাই মাসে) বাসার বিদ্যুত বিল এসেছে ৭৪৯ টাকা (১০৭ ইউনিট)।
ডিপিডিসির বিদ্যুত বিল এর ট্যারিফ থেকে দেখা গেল ওরা যে স্ল্যাব দিয়েছে সেখানে সর্বনিম্ম স্ল্যাব ০-৭৫ ইউনিট। ৭৫ ইউনিট বিদ্যুত খরচের হিসাব- ৭৫ ইউনিট বলতে ৭৫ কিলোওয়াট আউয়ার, যার মানে ৭৫*১০০০ ওয়াট আউয়ার। চারটা ইনার্জি লাইট, একটা/দুইটা সিলিং ফ্যান, একটা ফ্রিজ স্বাভাবিক ভাবে চালালেই তো ৭৫ ইউনিটের বেশি বিদ্যুত খরচ হয়ে যায়। তাহলে এ স্ল্যাবটির উপকার তো আমরা মধ্যবিত্ত ছোট একক পরিবার পাচ্ছি না।
এ স্ল্যাবটি পরিবর্তন করে এটিকে ০-১২০ ইউনিটে আনার জন্য কিছু কি করণীয় আছে, পরামর্শ দিন।
২| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২১
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বিদ্রোহী ভৃগু @ আসেন আমরা সবাই একত্রিত হয়। একটা পিটিশন দাখিল করি। আমরা যদি বিশাল আকারে একটা ভার্চুয়াল জমায়েত করতে পারি , আমার মনে হয় কিছু কাজ হতে পারে। যারা ভুক্তভোগী আছেন আওয়াজ দেন, বিদ্যুত বিল নিয়া সামাজিক সাইটগুলোতে কোনো পোস্ট দেখা যায় না। একটা গণবিস্ফোরণ মঞ্চ বানাই।
৩| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কেমনে করবেন?
৫০ জন পড়লেন! অথচ মন্তব্য নাই কারো!!!
সবাই কি আত্মসমপর্ণেই মুক্তি ভাবছেন?
নূন্যতম একটা ভার্চুয়াল আওয়াজ তোলায়ও কি ভয়!!!???
কি জানি!
৪| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৩
নক্শী কাঁথার মাঠ বলেছেন: সমস্যা আরো একটা আছে, মিটার রিডার মাসের শেষ দিন মিটার রিড করতে আসেনা। অনেকদিন পর পর আসে অনিয়মিত ভাবে। এক্ষেত্রে গ্রাহক বেশি ইউনিটের স্ল্যাবে পড়ে যায়, অথচ মিটার রিডারের দেরি করে আসার দায়ভার গ্রাহকের নেবার কথা না।
১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২১
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আসলে আমাদের সবারই এওয়্যারনেসের অভাব আছে। আমরা আমাদের অধিকার নিয়ে খুব কমই সচেতন।
৫| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৫
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: @নক্শী কাঁথার মাঠ : এসব সমস্যার কথা কার কাছে বলবেন। আমাদের সমাজে বেশিরভাগ সামাজিক সাইট ব্যবহারকারী হচ্ছে ছাএ/ছাএীরা, তারা এসব সমস্যার সম্মুখীন হয় না, তাই এগুলো নিয়ে তাদের মাথাব্যাথা ও নাই।
৬| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫
ঘাষফুল বলেছেন: Vai apnar to basa.. Amra thaki mess kore..Sara din baire thaka...TV nai..sudhu freez..goto mase bill asce matro 1999 tk...bill dekhar por matha kharap hoe gecilo. Ki kora uchit bujhtecina. Ei mas ta dakha jak kmon ase.
৭| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩০
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ঘাষফুল@ কত ইউনিট আসছে?? আপনার এলাকা কোথায় বা আপনি কোন ডিস্ট্রিবিউশনের আন্ডারে সেটার ওয়েবসাইটে গিয়ে ট্যারিফ দেখে নেন। তারপর বাড়িওয়ালার সাথে কথা বলেন।
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বিদ্যুত বিল বেশি তারপরেও ইদানীং বিদ্যুত থাকে না।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪১
সামুরাই হান বলেছেন: মন যখন যেভাবে চাচ্ছে দাম বাড়িয়ে দিচ্ছে ...সাধরণ মানুষের কথা ভেবে কোন নিতিমালা তৈরি হচ্ছে না । ভুক্তভুগিরা নিরবে সব মেনে নিচ্ছে , এটাই বর্তমান অবস্হা।
১০| ১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বিদ্যুতের ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে- Price hike of Gas ana electricity
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কে শোনে কার কথা?????
সবই বিত্তবানের জন্য। তারা হাজার হাজার কিলোওয়াট চুরি করবে? লাইন ম্যানদের ঘুষ দেবে! মিটা টেম্পারিং করাবে.... বিলও দেবে কম!!!
যত ভোগান্তি মধ্যবিত্তের !!!!!
আমার দোকানে গত মে'র বিল এসেছে ৭৫০০ +!!!!!!!!!!!!!!!!!!!!!!
যেখানে আগের হিসাবে আসতো আড়াই থেকে তিন হাজার!
ব্যবসাও মনে হচ্ছে ছেড়ে দিতে হবে!!!!!