নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

যানযট হ্রাসে প্রাইভেট কারের উপর নিয়ন্ত্রন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

বিশ্ব কার মুক্ত দিবস উপলক্ষ্যে যানযট হ্রাসে প্রাইভেট কারের উপর নিয়ন্ত্রন শীর্ষক একটি সংবাদের উপর দৃষ্টি নিবন্ধিত হয়েছে। প্রকৃত পক্ষে যানযট নিয়ন্ত্রন করতে হলে প্রাইভেট যান অবশ্যই কমাতে হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বি.আই.পি), মাদক বিরোধী সংগঠন (প্রত্যাশা), নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, অরুণোদয়ের তরুণ দল, মাস্তুল, মাধবিকা, এলআরবি ফাউন্ডেশন, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, গ্রীন মাইন্ড সোসাইটি,ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এসব সংগঠনগুলো ইচ্ছা করলে বিশাল ধরনের ভূমিকা রাখতে পারে। কিন্তু এসব সংগঠন অনেকটা দিবস কেন্দ্রিক হয়ে আছে। দিবস কেন্দ্রিক না হয়ে গঠনমূলক এজেন্ডা ভিত্তিক কর্মসূচী দিলে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করতে পারলে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

অপূর্ণ রায়হান বলেছেন: যদিও শুধু এতেই হবে না , তবুও একমত জানিয়ে গেলাম ভ্রাতা ।

ভালো থাকবেন :)

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬

ঢাকাবাসী বলেছেন: বালাদেশ পৃথিবীতে একমাত্র দেশ যেখানে ট্রাফিক আইন বলে কিছু নেই। সুতরাং কিছুতে কিছু হবেনা।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২১

জামান শেখ বলেছেন: সারাদিন প্রাইভেট কার চালালে ৪০০ টাকার গ্যাসই যথেষ্ট। তাহলে আপনি কিনবেন না কেন?

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: প্রাইভেট কার হ্রাসে কিছু প্রস্তাবনা-
১/ প্রাইভেট কারের উপর আলাদা বার্ষিক সারচার্জ চালু করতে হবে।
২/ প্রাইভেট কারে আলাদা জ্বালানি খরচ ব্যবস্থা চালু করতে হবে।
৩/ প্রাইভেট কার গুলোকে অবশ্যই ফ্লাইওভার দিয়ে চলতে হবে।
৪/ প্রাইভেট কার ব্যবহারীদের অবশ্যই নিজের গাড়ী নিজেকে চালাতে হবে। (ভিআইপি, সিআইপি, এমআইপি, উচ্চ কর প্রদানকারীরা , সরকারী আমলারা এর আওতামুক্ত থাকবে। )
৫/ প্রাইভেট কার ব্যবহার কারীদের বার্ষিক নিদিষ্ট করের আওতায় নিয়ে আসতে হবে।
৬/ প্রাইভেট কারে মিনিমাম যাত্রী ত (তিনজন) জন থাকতে হবে। কম থাকলে আইনের আওতায় আনতে হবে। (জরিমানা- প্রতি একজন কমের জন্য ১০০ টাকা)।
আশা করি এ রকম একটি আইন পাস হলে প্রাইভেট কার ব্যবহার কারী কমে যাবে।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

অস্তিত্বহীন বলেছেন: প্রাইভেট কারের গ্যাসের দাম বাড়িয়ে দেন। OIL == CNG ;)

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০০

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বিশ্ব পর্যটন দিবস অফিস টাইমে রাস্তা আটকিয়ে (তাও আবার মতস্য ভবনের সামনে) না করলে মনে হয় দিবসের কোনো তাতপর্য থাকে না। হায়রে বাংগালী আর মানুষ হইলো না।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:

প্রাইভেট গাড়ীর সংখ্যা কমানোর উপর জোর দিতে হবে.

সুধু জোর দিলেই হবে না, প্রাইভেট গাড়ীর মাত্রাতিক্ত ব্যবহার কমাতে প্রাইভেট গাড়ীতে সাশ্রয়ী মুল্যে গ্যাস দেয়া বন্ধ করে তেলের দামে করতে হবে।
এটিও পড়ুন -
http://www.somewhereinblog.net/blog/mmdhw/29531312

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.