নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
প্রফেশন এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভিন্নতায়ও সফল যারা। আমাদের বাংলাদেশে এমন অনেক স্বনামধন্য লোক আছেন যারা হয়ত প্রকৌশল শাস্ত্রে গ্রাজুয়েশন করেছেন কিন্তু প্রফেশনে হয়েছেন বড় সাংবাদিক অথবা কলামিস্ট, ডাক্তারি পড়েছেন কিন্তু হয়েছেন উপস্থাপক, ব্যবসায় প্রশাসনের উচ্চতর ডিগ্রী নিয়েছেন কিন্তু হয়েছেন শিক্ষক ইত্যাদি। এরকম কয়েকজন ব্যক্তিকে নিয়ে একটু ব্লগিং করব।
১/ হাসানুল হক ইনু- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশুনা করেছেন কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে প্রফেশানালী সফল।
২/ আবদুল্লাহ নূর তুষার- মেডিকেল শাস্ত্রে পড়াশুনা করেছেন কিন্তু একজন উপস্থাপক হিসেবে প্রফেশানালী সফল।
৩/ আনিসুল হক - বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশুনা করেছেন কিন্তু একজন কলামিস্ট হিসেবে প্রফেশানালী সফল।
৪/ অপি করিম- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশুনা করেছেন কিন্তু একজন অভিনেত্রী হিসেবে প্রফেশানালী সফল।
৫/ সাইফুর রহমান খান - ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ এমবিএ থেকে পড়াশুনা করেছেন কিন্তু একজন শিক্ষক হিসেবে প্রফেশানালী সফল।
৬/ মোজাম্মেল হক বাবু- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশুনা করেছেন কিন্তু একজন সাংবাদিক হিসেবে প্রফেশানালী সফল।
৭/ মুশফিকুর রহিম- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে পড়াশুনা করেছেন কিন্তু একজন ক্রিকাটার হিসেবে প্রফেশানালী সফল।
এরকম আরো অনেক মানুষ আছেন যারা একাডেমিক ব্যকগ্রাউন্ডের সাথে তাদের প্রফেশনকে একা রাখেননি। অনেক ডাক্তার আছেন যারা বিসিএস দিয়ে অন্য ক্যাডারে চাকরি করছেন, তেমনি অনেক প্রকৌশলী আছেন যারা প্রকৌশল পেশা বাদ দিয়ে অন্য ক্যাডারে চাকরি করছেন। কিন্তু এভাবে প্রফেশন আর একাডেমিক ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কি শিক্ষাব্যবস্থার সমস্যার কারনে হচ্ছে নাকি এটা বৈশ্বিক একটা ব্যাপার সেটা বোধগম্য নয়।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: রাতুল বিডি ৫ ভাই@ একটু ভুল হয়ে গেছে ম্যানেজমেন্ট না হয়ে ইতিহাসে পড়াশুনা করেছেন। আশাকরি ভুলটি নিজ গুনে ক্ষমা করবেন।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: মুশফিকুর রহিম এর বিষয়টি মূল লেখায় সংশোধন করুন।
বুয়েট সত্যিকার অর্থে মেধাবীদের চাড়ণভূমি , আরেকবার ভিন্ন ভাবে প্রমানিত।
গুড শেয়ারিং।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই ইমতিয়াজ @ আর কারো ইনফরমেশন থাকলে প্লিজ শেয়ার করেন।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭
ভিটামিন সি বলেছেন: হানিফ সংকেত ইন্জিনিয়ারিং পড়াশোনা করে হয়েছন - ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটক নির্মাতা।
ভাদাইম্যা - পড়াশোনা না কইরাই কৌতুক অভিনেতা।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮
মতিউর রহমান মিঠু বলেছেন: আব্দুন নূর তুষার কিন্ত পেশায় ডাক্তার কাজের ফাঁকে উনি উপস্থানা করেন। উপস্থাপক হওয়ার আগে তিনি ছিলেন একজন সফল বিতার্কিক।
@ভিটামিন সি ভাই, হানিফ সংকেতের পেশা আগে তিনি একজন মহাকাশ বিজ্ঞানী পরে উপস্থাপক।মূল পেশা ঐ আকাশ বিজ্ঞানী।
ড.এনামুল হক বুয়েটের শিক্ষক এবং অভিনেতা।
মোরশেদুল ইসলাম, ঢাবি থেকে ফার্মাসি করেও সফল চলচ্চিত্র পরিচালক।
তৌকির আহমেদ, ইঞ্জিনিয়র ও অভিনেতা,নাট্যকার ও নির্মাতা।
বিপাশা, চারুকলা থেকে পাস করেছেন, নাট্যকার, অভিনেত্রী ও পেইন্টার।
রাহুল আনন্দ, চারুকলা থেকে পাস করা, এখন কন্ঠশিল্পী ও অভিনেতা।
এরকম আরো অনেকেই আছেন, খুজলে পাওয়া যাবে। ধন্যবাদ পোষ্টের জন্য।
০৩ রা জুন, ২০১৫ সকাল ১০:১৮
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: এ ধরনের আর কারো ইনফরমেশন থাকলে শেয়ার করেন।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩
রাতুলবিডি৫ বলেছেন: মুশফিকুর রহিম- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে পড়াশুনা করেছেন : জানতামই না!