নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

আয়কর বিভাগের দৃষ্টি আকর্ষন- প্লাটফর্ম সামু

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:১২

বাংলাদেশে বর্তমানে ক্রমবর্ধমান শিল্প প্রতিষ্ঠানে অনেক বিদেশী চাকরি করছে। অনেক উচ্চ বেতনে চাকুরীরত এসব বিদেশীদের বাংলাদেশে কাজ করতে কোনো রকম ওয়ার্কপারমিট লাগে না। উপরন্তু এসব বিদেশী সরকারকে কোনোরকম ট্যাক্সও প্রদান করেনা। বাংলাদেশে বর্তমানে লাখ খানের অধিক বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। এদের বেতন সর্বনিম্ম ৩,০০,০০০ (তিন লক্ষ টাকা) থেকে শুরু করে ১০,০০,০০০ (দশ লক্ষ টাকা) পর্যন্ত হয়ে থাকে। আয়কর বিভাগের উচিত বিভিন্ন প্রতিষ্ঠানে কতজন বিদেশী কাজ করছে তার হিসেব নেওয়া এবং তাদের বেতনের পরিমান ডাটাবেজ করে তাদের আয়করের আওতায় নিয়ে আসা। শুধুমাত্র বিদেশীদের জন্য আলাদা আয়কর মেলার ব্যবস্থা করা উচিত। বাংলাদেশের মানুষ অন্য দেশে কাজ করতে গেলে তাদের ওয়ার্ক পারমিট লাগে, ট্যাক্স ও দেওয়া লাগে অথচ আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা আয় করার পরও এসব বিদেশীরা আয়কর বিভাগের নজরে আসছে না। বাংলাদেশ দিনে দিনে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে এবং ভবিষ্যতে আরো অনেক বিদেশী বাংলাদেশে চাকুরী করতে আসবে, এখনই সময় একটা জাতীয় নীতিমালা প্রণয়ন করা আর না হলে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে। সামু প্লাটফর্মের মাধ্যমে আয়কর বিভাগের দৃষ্টি আকর্ষন করছি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৫

ভোরের সূর্য বলেছেন: না ভাই। সব বিদেশীকেই বাংলাদেশী নিয়ম অনুযায়ী ট্যাক্স দিতে হয় এবং দেয়। আপনি যেই রেঞ্জের বেতনের কথা বল্লেন সেই রেঞ্জের বিদেশীরা বিভিন্ন মাল্টি ন্যাশনাল কিংবা বড় বড় কর্পোরেট হাউসগুলোতে কাজ করেন এবং এসব কোম্পানীগুলো অধিকাংশ ট্যাক্স কেটে রেখেই স্যালারী প্রদান করেন। কোম্পানীই তাদের হয়ে ট্যাক্স দিয়ে দেয়।

তবে কিছু কিছু এমন হতে পারে যে ট্যাক্সের পরিমাণ কমানোর জন্য তাদের বেতন কম উল্লেখ করা হয়। উদাহরন হিসাবে কারো বেতন ৩লাখ কিন্তু দেখানো হল ২লাখ আর তাকে ক্যাশ দেয়া হয় ১লাখ।কিন্তু যাই হোক না কেন ঐ ২লাখেরোও ট্যাক্স দিতে হয়।

বরং এই ঈদে কোন কোণ ব্যাক্তি ১০লাখ বা ১৫লাখ টাকা দামের গরু কিনছে তাদের খোঁজ করা যেতে পারে যে সে আয়কর দেয় কিনা।

২| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: এটাও ভাল বলেছেন। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হয়ত দেয় কিন্তু অনেক দেশীয় কোম্পানি আছে যাদের কোনো খবরই আয়কর বিভাগে নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.