নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সিস্টেম বাদ করে দিতে পারে সরকার যদি আমার পরামর্শটা গ্রহন করে। ভর্তি পরীক্ষা সিস্টেম উঠিয়ে দিয়ে আইএলটিএস, জিআরই , জিম্যাট অথবা স্যাট এর মত একটা ব্যবস্থা করা যায়। যেগুলোর সেন্টার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, কুমিল্লা, ফেনী, যশোর, খুলনা ইত্যাদি জেলা শহরগুলোয় থাকবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এসব পরীক্ষার বিভিন্ন স্কোরের ভিত্তিতে তাদের শিক্ষার্থীদের নির্বাচিত করবে। জাতি হিসেবে আমরা আমাদের নেতৃত্বে কামড়াকামড়ি করি অসততায় বিশ্বের অনেকে দেশ আমাদেরকে অনুসরণ করতে পারে সেজন্য এ পরীক্ষার দায়িত্ব ব্রিটিশ কাউন্সিল কর্তৃপক্ষকে দেওয়া যেতে পারে। ওরা ওদের সুবিধাময় সেন্টারের ব্যবস্থা করবে। পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইন সিস্টেমে হলে আর কাউকে নির্দিষ্ট কোথাও গিয়ে লাইনে দাড়ানো লাগবে না। এবার আসা যাক টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে । ব্রিটিশ কাউন্সিল সমানভাগে সব বিশ্ববিদ্যালয়কে সিটের আনুপাতিক হারে রেজিস্ট্রেশন বাবদ যে টাকা পাবে সেটার একটা অংশ দিয়ে দিবে। প্রশ্ন পত্র প্রণয়নে থাকবে অভিনত্ব। সার্কুলারভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটি কমিটির মাধ্যমে প্রশ্ন প্রণয়ন করবেন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ চার বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। একজন শিক্ষার্থী ৮-১০ মাসের মধ্যে এ পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে। এ পরীক্ষা পদ্ধতিকে একটা আন্তর্জাতিক মানে নিয়ে এমন ব্যবস্থা করতে হবে যেন, সেটার মাধ্যমে শিক্ষার্থীরা ইচ্ছে করলে আইএলটিএস পরিবর্তে বাইরের যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় ।
এরকম একটা সিস্টেম চালু করলে সবাই (বিশ্ববিদ্যালয় প্রশাসর, অভিভাবক, শিক্ষামন্ত্রী )নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবে বলে ধারনা করা যায়।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০১
ল্যাটিচুড বলেছেন: কর্তাদের বিশ্বাস - মোর প্রবলেম, মোর মানি
সুতারাং এসব লিখা - সত্যিই ফানি