নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

রাজধানীতে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেসনা - বিপদ ডেকে আনছি না তো ‼️

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

এটি অমানবিক অবিচার জুলুম ‼️ লক্ষ লক্ষ রিক্সার সাথে কোটি কোটি মানুষের পরিবার চলে এই রিক্সা বন্ধ হলে এরা পথ বসবে সমাজে বিশৃঙ্খলা তৈরী হবে l চুরি ছিনতাই, সহ নানা বেআইনি কাজ বাড়বে যা সামলানোর ক্ষমতা কোন সরকারের নাই অযথা বিপদ ডেকে আনবেন না l নির্দিষ্ট নিয়ম করে দিন এটা বন্ধ কোন সমাধান না বিপদে পরবেন সাবধান ‼

ঢাকায় হাজার হাজার ব্যাটারি রিক্সা লক্ষ লক্ষ পরিবার এই রিক্সা দিয়ে জীবিকা নির্বাহ করে l বন্ধ হলে কি করবে এরা কোথায় যাবে?? আমরা প্রতিনিয়ত যে অন্যায় করছি তার প্রতিফল আমাদেরই ভোগ করতে হয় l চুরি ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাস সব কিছুর জন্য আমরাই দায়ী l আমরা ট্যাক্স ভ্যাট ফাঁকি দিবো জাকাত ফেতরা দিবো না l গরিবের হক মেরে খাবো ঘুষ নিবো ঘুষ দিবো, টাকার জোরে যা খুশি করবো l তারপর সেই কালো টাকায় কল কারখানা, ফ্ল্যাট করবো সেখানে সন্ত্রাস করবে চাঁদা নিবে খুব স্বাভাবিক l আমরা যদি অন্যায়গুলো না করতাম ট্যাক্স ভ্যাট সঠিকভাবে দিতাম জাকাত ঠিক মত দিতাম ঘুষ নেয়া বন্ধ করতাম তাহলে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হত l গরিব আরও গরিব হত না বেকার বাড়তো না সকলের নিকট জীবনধরনের ন্যূনতাম অবলম্বন থাকতো l কিন্তু আমাদের লোভ লালসা অসহায় গরিবের ন্যূনতম অবলম্বনটুকু কেড়ে নেয় ফলে সমাজে তৈরি হয় সন্ত্রাসী, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা সহ নানা অস্থিরতা! যার মূল দায়ী সমাজের আমাদের মত শিক্ষিত ভদ্রলোক মামক লোভী মানুষরা l

এখন আমাদের সমস্যা রিক্সা এর জন্য আমরা চলতে পারি না জ্যাম হয়!! হোক হবেই তো! দেশের সকল সম্পদ ঢাকায় নিয়ে এসে সবাইকে মেরে নিজেরা সুখে থাকবে এত সহজ! না প্রকৃতি তা হতে দিবে না! হবেও না! আজ রিক্সা বন্ধ হবে কাল তোমার বাসার সামনে চাকু মেরে ছিনতাই করবে, স্কুল থেকে তোমার বাচ্চা অপরণ করবে, তোমার সন্তানের কাছে মাদক বিক্রি করবে, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবী করবে সুতরাং সাবধান নিজের সুখ শুধু দেখলে হবে না অন্যকেও বাঁচতে দিতে হবে l

প্রয়োজনে আলাদা নীতি নিয়ম করে দেয়া হোক, বুয়েট, চুয়েট থেকে বিশেষজ্ঞ দিয়ে নিরাপদ রিক্সা ডিজাইন করে লেন বা রাস্তা নির্দিষ্ট করে দেয়া হোক l সৌর বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ সম্ভব প্রয়োজনে সেই প্রযুক্তি রিকশায় ব্যবহার বাধ্যতামূলক করা হোক l কিন্তু বন্ধ কোন সমস্যা না l এটি বন্ধ হলে হাজার সমস্যা তৈরী হবে যা সামলানোর ক্ষমতা কোন সরকারের নাই l সুতরাং লাফ দিয়ে আইন না করে আগে গতিবেগ রক্ষা করে আইন করুন l

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

সৈয়দ কুতুব বলেছেন: বেকুব টাইপ সিদ্ধান্ত! এই রিকশা বন্ধ হলে অনেকে বেকার হয়ে যাবে। মানুষের কাছ থেকে পায়ে চালিত রিকশা ২০ টাকার ভাড়া ৬০ টাকা নিয়ে নিবে। সময়মতো যানবাহন পাওয়া যাবে না। একবার অটো রিকশার স্ট্রাইকে মিরপুর এলাকার মানুষের নাভিশ্বাস উঠে গেছিলো।

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

সরকার পায়েল বলেছেন: ১০০% সহমত

২| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

নতুন বলেছেন: পায়ে চালানো রিক্সা খুবই অমানবিক। নতুন ডিজাইনের নিরাপদ রিক্সা বাজারে ছাড়া উচিত।

বেটারী চালিত রিক্সা অনুমদন দেয়া ঠিক হয়নি কারন এগুলি নিরাপদ নয় , কিন্তু এমন ভাবে নিষেধ করা ঠিক না।

বড় সড়কে নিষেধ করতে পারে কিন্তু বিকল্প নিরাপদ ডিজাইনের উপরে কাজ করতে হবে।

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

সরকার পায়েল বলেছেন: চীন এর মধ্যেই ব্যাটারি চালিত বিভিন্ন মডেল নিয়ে এসেছে সৌরবিদ্যুৎ চালিত মডেলও আছে সেটাই নিয়ে এসে লোকাল ভাবে উৎপাদন করলে সমস্যা থাকে না l

৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

শেরজা তপন বলেছেন: ঢাকার কতভাগ রাস্তা?এর মধ্যে জনগণের জন্য কতটুকু ফুটপাথ আছে চলাচলের জনট? আপনি কিভাবে রিকসার আলাদা লেন করতে বলেনয়- আমিও পুরোপুরি রিকসা বন্ধের পক্ষে নই কিন্তু যেসব দেশীয় রিকসাকে অটো রিক্সায় রূপান্তরিত করা হয়েছে সেগুলো বন্ধের পক্ষে। অটো রিকসা হচ্ছে সহজতম উপার্জনের একটা পথ- যুবারা শ্রমের কাজ বা কায়িক পরিশ্রম ছেড়ে দিয়ে রিকসা চালনায় যুক্ত হচ্ছে। এখন সব ধরনের মিল-কারখানা থেকে শুরু করে কৃষিকাজে পর্যন্ত শ্রমিকের অভাব।
আপনার কেন মনে হয় উপার্জনের একটা রাস্তা বন্ধ হলেই সবাই ছিনতাই চুরি রাহাজানিতে নেমে পড়বে? প্রথমে কিছুটা বিশৃঙ্খলা হলেও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে- কিন্তু এভাবে চললে তো দেশ অচল হয়ে যাবে। যারা লক্ষ লক্ষ টাকা শুল্ক দিয়ে গাড়ি এনে বছর বছর এ আই টি, ট্যাক্স, রুট পারমিট, ফিটনেস চার্জ দিয়ে বৈধ লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছেন তারা যে বঞ্চিত হচ্ছে সে ব্যাপারে কিছু বলেন না কেন? আপনার দৃষ্টিতে সব ধনবানেরা কিংবা গাড়ি বাড়ির মালিকেরা অসৎ এবং তাদের কাছ থেকে সম্পদ কেড়ে নেয়া কিংবা তাদের অত্যাচার করা বৈধ একটা কাজ। একটা তরতাজা যুবক ছেলে কেন অবৈধ গাড়ি নিয়ে বিদ্যুৎ চুরি করে চার্জ দিয়ে লাইসেন্স বিহীন যেকোণ সড়কে অবাধে দাবড়িয়ে বেড়াবে- কোন অধিকারে। সে যদি এসবের অধিকার রাখে তো ট্যাক্স ফাঁকি কিংবা দুর্নীতি করাও তো বৈধ -নাকি?

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

সরকার পায়েল বলেছেন: ভাই যত সহজে বলে দিলেন কেন রিক্সা চালায়? দেশে শ্রমিকের অভাব কোথায় এদের কাজ দিবেন কয় লক্ষ নতুন কর্ম সংস্থান হচ্ছে l অবশ্যই নিরানব্বই ভাগ ধনবান ট্যাক্স ফাঁকি দেয় ভ্যাট ফাঁকি দেয় ঘুষ দিয়ে কাজ বাগিয়ে নেয় প্রত্যক্ষ পরোক্ষ ভাবে গরিব শোষণ চলছে l জাকাত কতজন ঠিক ভাবে দেয়?? বৈধ ভাবে যখন দিবে না তখন অবৈধ ভাবেই নেয়া উচিৎ l যে বিদ্যুৎ শুধু আপনাদের মত শিল্প পতিদের কল কারখানা আর বাসার এসি চলবে আর গরীবের পেট চলতে দিবে সেই বিদ্যুৎ দিয়ে কি হবে?? এখন হয়তো ইনিয়ে বিনিয়ে নিজের সম্পদের পাহাড়ের পক্ষে যুক্তি দিবেন কিন্তু কাল যখন সন্ত্রাসী ডাকাত এসে লুট করে নিয়ে যাবে তা আটকানোর কেউ থাকবে না l

৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

শাহ আজিজ বলেছেন: খুব বেওকুব ধরনের সিদ্ধান্ত , মানতে পারছি না ।

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

সরকার পায়েল বলেছেন: সেটাই নিজের বিবেক হচ্ছে বড় বিচারক l আমরা ভোগ করবো কিন্তু যাদের রক্ত ঘামে আমাদের ভোগের বস্তু তৈরী হয় তাদের কিছু দিতেও আমাদের কত দৈন্যতা w

৫| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

পারস্যের রাজপুত্র বলেছেন: বেকুবি সিদ্ধান্ত

৬| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১১

অপু তানভীর বলেছেন: ব্যাটারি চালিত রিক্সা আগেও ছিল তবে সে সময় এই ব্যাটারি চালিত রিক্সা কেবল মাত্র ভেতরের রাস্তা গুলোতে চলতো । এই তিন মাসে এগুলো মেইন রাস্তায় চলাচল শুরু করেছে । প্রধান রাস্তায় কী ভয়ংকর ভাবে এই রিক্সাগুলো চলে সেটার ব্যাপারে আপনার কোন আইডিয়া আছে?

প্রধান সড়ক থেকে এই ব্যাটারি চালিত রিক্সা দুর করতে হবে । ভেতরের রাস্তায় আাপতত চললে চলুক । তবে প্রধান রাস্তায় চলতে দেওয়া যাবে না ।

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৩

সরকার পায়েল বলেছেন: একমত l

৭| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২৫

শেরজা তপন বলেছেন: আপনি যুক্তি তর্কের ধার দিয়ে না গিয়ে- আমার প্রশ্নের অন্য মানে করে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করেছেন।
নিন্মবুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধ দরিদ্র ভাবনা।

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৬

সরকার পায়েল বলেছেন: ভাই আমি দরিদ্র তাই দরিদ্রদের কথাই বলবো l আপনি বড় মানুষ কথা তো বড় বলেন কিন্তু উত্তর দেননি যারা বেকার হবে তাদের কি ক্ষ্য দিবেন? প্রতি মাসে প্রতি বছরে কত কর্ম সংস্থান হচ্ছে দেশে?? উত্তর দিয়ে গরিবদের ধন্য করবেন l

৮| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:১৫

শিশির খান ১৪ বলেছেন: আপনারা কেউ বেটারী রিকশার এক্সিডেন্ট দেখেন নাই সেই জন্য এই সব কথা বলতেছেন বেটারী রিকশার গতির কারণে এক্সিডেন্ট হলে যাত্রী মারাত্মক আহত হয়। গ্রাম দেশে বা জেলা শহরে রাস্তা খালি থাকে ওই সব জায়গার হিসাব আলাদা।যারা রিকশা চালায় তারা বেশির ভাগ অনভিজ্ঞ লোকজন কাজের সন্ধানে ঢাকায় আসে এরা ঢাকার রাস্তার ভাও বুঝে না। বেটারী রিকশা অবশ্যই বন্ধ করতে হবে কিন্তু এভাবে বন্ধ করতে গেলে আন্দোলন হবে টেকনিক্যালি বন্ধ করতে হবে। যে সব গেরেজে ব্যাটারি রিকশা চার্জ দেয় ওইখানে বলে দিতে হবে মেইন রোড এ রিকশা পাইলে গেরেজের কারেন্টের লাইন কেটে দেওয়া হবে। এতো বছর তো ঢাকায় কোনো বেটারী রিকশা ছিলো না। এটা তো শুক্র শুক্র অষ্ট দিন হইছে চলতেছে।

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩০

সরকার পায়েল বলেছেন: সব সমাধান তো দিলেন ভাই কিন্তু এদের পেট এদের সংসারের পেটের ভাতের সমাধান তো দিলেন না l একসিডেন্ট হয় না কোন গাড়ির মার্সিডিজ বেঞ্জ তো একসিডেন্ট করে l সমস্যা সমাধান করতে হয় সমাধান বড় করা ঠিক না l এমন না ব্যাটারি রিক্সা এসেই গ্রামের সব লোক ঢাকা চলে আসছে ঢাকার দিকে জনস্রোত সব সময় ছিল এটাও আমাদের লাভার কারনে আমরা ঢাকায় সকল সম্পদ নিয়ে এসেছি স্বাভাবিক মানুষ আসবেই l

৯| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:০৯

আহরণ বলেছেন: ব্যাটারিচালিত রিকশা চালকরা খাবে কী!! গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ নিয়ে, @ ভাইয়া??

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৮

সরকার পায়েল বলেছেন: এইটা তো ভাবি নাই! কাকার লাইন তাইলে এইটা ‼️ ঋণ নেয়া সকলের মানবিক অধিকার ‼️ গলায় পারা দিয়ে সুদ নেয়া মহাজনের অধিকার l

১০| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩০

ধুলো মেঘ বলেছেন: ঢাকায় এত বেশি রিক্সা আছে বলেই মানুষ পায়ে হাটেনা। হাঁটবে কোথায়, হাটার জায়গাই তো নেই। ব্যাটারী চালিত রিক্সার দাপটে পায়ে টানা রিক্সাওয়ালাদের রোজগার কমে অর্ধেক হয়ে গেছে। অবিলম্বে এই আদেশ কার্যকর না করলে অচিরেই কোন রাস্তায় হয়তোবা আর পায়ে টানা রিক্সা দেখা যাবেনা।

আর ব্যাটারী চালিত রিক্সা গুলো অবৈধভাবে তাদের ব্যাটারি চার্জ করছে। এজন্য সরকার কোন রাজস্ব পাচ্ছেনা। এগুলোকে যদি বৈধ করতেি হয়, তবে চার্জিং স্টেশনের মাধ্যমে চার্জ করারনোর ব্যবস্থা করতে হবে ট্যাক্স এবং ভ্যাট আরোপ করে।

১১| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১০

অরণি বলেছেন: আপনি উল্টোপথে হাটছেন মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.