![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল
বিয়েটা হুট করেই হয়ে গেলো ।অথচ,এর কিছুদিন আগেও ভাবতেই পারছিলাম না যে,লাইফটা এত মজার,এত আনন্দের....!
জুলাই মাসের ৫ তারিখ,২০১২, পবিএ শ'বে বরাত । তার সাথে আমার প্রথম কথা বলা..।
কন্ঠস্বর শুনেই ফিদা হয়ে গেলাম । যতটানা ভেবেছিলাম তার চেয়েও বেশী এডভান্স আর স্মার্ট ও ।
আমি প্রথম দিন,মানে ৫-ই জুলাই যেদিন ওর সাথে প্রথম কথা হয় সেদিন কথা বলার সময় তা রেকর্ড করেছিলাম । আর পরে সেটি প্রায় ঘন্টায় হাজারবার শুনেছিলাম....! আর শুনতে শুনতে কখন যে এই মানুষটার উপর এত মায়া বসে গেল,টের-ই পেলাম না... ।
সবচেয়ে মজার ব্যাপার হলো,যখন আমাদের বিয়ের কথা হচ্ছিলো,তখন ওকে আমার পরিবারের সবাই দেখতে বসলো খুব ঘটা করে ।
(বিঃদ্রঃ ও একটা প্রাইভেট চ্যানেলে নিউজ-প্রেজেন্টার)
কিন্তু,এক্কেবারে সত্যি কথা,ওকে আমার মোটেও পছন্দ হয়নি ।সে একটা হলুদ রঙের টি-শার্ট পড়েছিল । ওকে যা লাগছিলো না....! অবশ্য, ঐ দিনের পর থেকে আর হলুদ টি-শার্টটা পড়েনা ।
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭
শারমিন নিসা বলেছেন: ধন্যবাদ ভাই, অত্যন্ত মনোযোগ ও ধৈর্যের সহিত আমার আনাড়ি হাতে প্রথমবারের চেষ্টায় লিখা ১ম পর্বের গল্পটি পড়ে মন্তব্য করার জন্য । @ মাহমুদুর রহমান সুজন ।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১
ইমরাজ কবির মুন বলেছেন:
পর্ব ১ মোটামুটি ভালৈ লাগলো।কন্টিনিউ করতে থাকেন।
ব্লগে স্বাগতম নিসা ||
৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২
শারমিন নিসা বলেছেন: ধন্যবাদ মুন ভাই । আপনার কমেন্ট পড়ে ২য় পর্ব আরেকটু ভালোভাবে লেখার চেষ্টা চালাচ্ছি ।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাউকে ভাল লাগলে এমন করেই লাগে। আর যাকে লেগেছে সে হাজার বছর ভাল লাগার আবেশ নিয়ে বেচেঁ থাকুক। গল্প ভাল লাগল।