নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা › বিস্তারিত পোস্টঃ

কাছে আসার গল্প: অতঃপর ভালোবাসা হয়ে গেলো... (পর্বঃ২)

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

তাকে আমার ভালো লেগে গেলো । হ্যাঁ, তাকে আমার সত্যি-ই ভালো লাগতে শুরু করলো ।কিন্তু, অদ্ভুত ব্যাপার,তাকে আর একটাবারের জন্যও দেখতে মন চায়নি । ব্যস,আমি তার ভয়েস শুনেই একেবারে কাত্...!

তাকে ভেবে ভেবে প্রেমের সমুদ্রে ভাসছিলাম।

সমুদ্রে হাবুডুবু খেতে খেতে জুলাই মাসের ৫ তারিখ থেকে ১২ তারিখ হয়ে গেলো । খবর এলো,১৩ জুলাই ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে ।

তবে,ওই ৫ থেকে ১২ জুলাই পর্যন্ত আমার প্রেমের শুরু এবং শেষ । আমি খুব সিরিয়াস । আমি নিজেকে এক্কেবারে রেডি করে নিয়েছি । মনস্হ করেছি,বিয়ে যদি করতেই হয় তবে ওকেই করবো ।আর যদি কোন কারণে না হয়, তবে হয় বিয়ে না করে থাকবো,নতুবা পালিয়ে যাব । হ্যাঁ,এটাও ভেবেছি,যেহেতু প্রেমটা শুধুমাএ আমার পক্ষ থেকে সেহেতু ও যদি আমাকে পছন্দ না করে তবে পৃথিবী ছাড়বো.....।

এই হলো মেয়েদের ভালোবাসা । বলা নাই,কওয়া নাই... ব্যস,প্রেম হয়ে গেলো ।

এখানে বলে রাখতে চাই,ওই ৫ তারিখের পর থেকে কিন্তু আমাদের কথা বলা কন্টেনিউ হচ্ছিলো । কিন্তু, সমস্যাটা হলো, মিডিয়ার ছেলে বলেই হয়তোবা সে নিজেকে আড়াল করে রাখতো । খুব সহজেই বুঝতে দিতে চাইছিলো না যে সে আসলে কি চায়...।

অবশেষে,১৩ই জুলাই এলো । টেনশনের যেনো শেষ নাই । মেন্টাল প্রেসার আর ভয় যে কি জিনিস হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম....... ।

বাবারে বাবা..... এখন মনে হলেও ভয় করে...।

এটা আসলে গোপনে পালিয়ে বিয়ে করার চেয়েও কঠিন...!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

এহসান জুয়েল বলেছেন: 2 পর্বই পড়লাম। ভালো হচ্ছে :)। আরো দেখার প্রত্যাশায় :) :) :)

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

শারমিন নিসা বলেছেন: জ্বি,আপনার সেই প্রত্যাশা পূরণের জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।আমার লেখার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.