![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল
হঠাৎ করেই এক পলকে একটুখানি চাওয়া
সাগর মাঝে আকাশ যেন তারে খুঁজে পা্ওয়া।
তোমার মাঝে আমি যখন দেখেছি প্রতিচ্ছায়া
তোমার মাঝেই হারিয়ে গিয়ে বুঝেছি এ মায়া।
যেদিন তুমি আমার দু'হাত রাখলে তোমার হাতে
সেদিন আমি দেখি আমায় তোমার আঁখিপাতে।
প্রথম যখন গিয়েছিলাম তোমার আঙ্গিনাতে
তুমি তখন ডেকে নিলে একটু ইশারাতে।
নিঝুম রাতে জানালার ধারে যখন গিয়ে দাঁড়াই
আকাশ পানে চেয়ে দেখি চাঁদের পাশে তারা'রাই।
আমি তখন অবলীলায় তোমার মাঝেই হারা্ই
সেদিন থেকে আমিও তাই সন্ধ্যা প্রদীপ জ্বালাই।
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২
শারমিন নিসা বলেছেন: বুঝতে পারার জন্য ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬
এহসান জুয়েল বলেছেন: লেখাটি সুন্দর।
কবি তার একাকিত্বের কথা সুনিপুন বর্ণনার মধ্য দিয়ে তুলে ধরেছেন। লেখালেখি অব্যাহত রাখুন কবি।