নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা › বিস্তারিত পোস্টঃ

তুমি এসেছিলে..............!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

তুমি এসেছিলে.......!!

নরম পায়ের স্তব্ধ অনুভূতি নিয়ে ,

নির্ঘুম সন্ধাপ্রদীপ হাতে নিয়ে আমার দরজায়...

আর আমি.....?

শব্দহীন পায়ে দরজার আড়াল হতে নিয়ে এলাম তোমায়

তুমি কিছু বললেনা..

নীরব হয়ে চেয়ে রইলে

আর নীরব রাতের ছোঁয়া দিয়ে আমাকেও নীরব করলে.....



সত্যিই তুমি এসেছিলে.............!!

তারা ভরা রজনী আর ঐ উদার আকাশ সাক্ষী...

আমার ললাট চুমে,অধর স্পর্শ করে আমাকে করেছো বোবা

তোমার হাতের বিশৃঙ্খল ছোঁয়া দিয়ে সৃষ্টি করেছো অনুভুতি

কিছুই বলা হলোনা.......

শুধুই অনুভব করেছি..................তোমাকে...!!!!

নিঝুম রাতের উজ্জ্বল চাঁদের আলোয় আমায় তুমি অবলোকন করেছো..



চোখের পর্দা আমারও ছিলোনা...

দু'হাতে তোমায় জড়িয়ে রেখেছি.....!!

বিশ্বাস করো,কেউ ছিলোনা

শুধু তুমি আর আমি......................

হারিয়ে গিয়েছিলাম দু'জন দু'জনাতে............



তারপর......................???



অনুভূতির বাঁধ ভেঙে যখন তোমায় খুঁজেছি

তুমি নেই...........!

কিন্তু ছিলো তোমার ভালোবাসার স্পর্শ...

যে হাতে আমায় করেছো উতলা,সে হাতের ছাপ...আমার শরীরে...!

উন্মাদ হয়ে তোমায় খুঁজেছি......

কিন্তু হায়,তার আগেই যে ঘোর কেটেছে...!!



কিন্তু,আমি জানি......



সত্যিই তুমি এসেছিলে..............



শয়নে না হোক্..আমার স্বপনে........

আমার ঘরে....আমার খুব কাছে..........................!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.