![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল
একটি নতুন শিশুর গল্প শোনাবো তোমাকে
কি শুনবে তো....?
সে শিশুটির হাতটি আমার,
পা-টা তোমার,
চোখ-ঠোঁট সবই আমার,
মুখটা ঠিক তোমার...।
তবে শিশুটার শরীরটা কার মতো ঠিক বুঝে উঠতে পারিনি
কিন্তু,এটা বুঝেছি---প্রাণটা তোমার...!
আমি তাকে আমার নাড়ীর সুতোয় বাধাঁ মালা পড়াতে চেয়েছি
কিন্তু দেখলাম,মালার সুতোটি ছেঁড়া...!!
তোমার কাছ থেকে যে মালাটি পেয়েছি----
তাতে জং ধরা,
নেই কোন স্বীকৃতি......
কিন্তু,বিশ্বাস কর,শিশুটি পৃথিবীতে আসতে পাগল-প্রায়
তাই আমি তাকে আলো দেখাতে চেয়েছি
কিন্তু তবুও সে বলে,----"না"...
শিশুটি আরও বলে,--"আমাকে আলো দেখাতে যেওনা...
তুমি যে অন্ধকারে চলে যাবে
তখন তোমাকে বাঁচাবে কে?? "
তবুও আমি সে শিশুটির প্রতীক্ষায় আছি...
আর শিশুটি..?
তোমার প্রতীক্ষায়.................!
সে ভাবছে,তুমি এসে আমাকে স্বীকৃতির মালা পরিয়ে দেবে
তারপর..................
দু'জনের বৃহৎ ভালেবাসাতে জন্ম নিয়ে পৃথিবীর আলো দেখবে সে...
কিন্তু.................
আমি তো জানি,তুমি আসবে না...
আর সে শিশুটির প্রতীক্ষার পালাও শেষ হবেনা
সে ভাবতে ভাবতেই ধুঁকে ধুঁকে মরবে আমার গর্ভে.........!
আর আমি..........................???
নাইবা শুনলে...........................................।।
©somewhere in net ltd.