নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি:তোমার অপেক্ষায়...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

প্রিয়তম,

তোমাকে আমার জীবনে একান্ত আপন করে পাবার স্বপ্ন।

কল্পনার ফানুস উড়াতে উড়াতেই অনেকগুলো ফাগুন কেটে গেলো।অথচ,তোমাকে নিয়ে সে স্বপ্নগুলোকে আজও বাস্তব ধরাতলে আনতে পারলাম না।

তোমাকে আমি ভালোবেসেছি...সেটাই শুধু বুঝেছি।পাগলামী বল আর বিলাসিতাই বল,তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছি...একটু করে কথা বলতে চেয়েছি....কিন্তু তুমি...??

যখন তোমার উপর খুব অভিমান হয়,তখন খুব বলতে ইচ্ছে করে------

মানুষ ভালোবাসাকে ভুলতে পারে।কারণ,একজনের ভালোবাসা আরেকজন এসে পূর্ণ করতে পারে।কিন্তু,ভালোবাসার অপমান ভোলা যায় না।কারণ,ভালোবাসা থাকে হৃদয়ে আর ভালোবাসার অপমান থাকে কাঁটার মত বিঁধে।

আমি আমার মনের বারান্দায় ফুলের টবে ভালোবাসার বীজ বপন করেছি।তাতে শুধু ফুল ফোটে তা নয়....ফুলের সাথে কাঁটাও থাকে। আমি তোমার ভালোবাসার ফুল চেয়েছি...ফুলের কাঁটা উপড়ে ফেলে তোমাকে পেতে চেয়েছি..।

কিন্তু তুমি...??

আজও তোমার দেখা পাইনি।কেন??কেন তুমি অস্পষ্ট?? একবার আমার সাথে দেখা দাও। কেন তুমি শুধু কল্পনার রঙে আমাকে রাঙাও? কেন তুমি ধরা দাওনা..........!

আমি যে আজও তোমার পথো চেয়ে বসে আছি।

কবে তোমার সাথে দেখা হবে?

কবে তোমাকে আপন করে পাবো?

কবে তুমি স্বপ্ন ছেড়ে আমার বাস্তব-জীবনের সঙ্গী হবে...??

আমি যে আজও তোমাকেই ভাবছি..!

তোমার অপেক্ষায়...আজও আমি স্বপ্ন দেখছি.....!

দেখা দাও প্রিয়.....

দেখা দাও........................!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.