নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা › বিস্তারিত পোস্টঃ

হয়তোবা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

হয়তোবা একদিন রইবোনা আমি এই পৃথিবীর পড়ে

কেউ কি তখন ডাকবেনা আর "নিসা" নামটি ধরে?

মনে হলেই যেন স্বার্থপর লাগে এই পৃথিবীকে

তবু কেন জানি এই ধরনীতে বাঁচার সাধ যে জাগে



ছিলামনা আমি যখন,এখানে চিনতো কি কেউ আমারে?

খুঁজতোকি কেউ এই মুখটি হাজারো মানুষের ভীড়ে?

এরপর একদিন যখন আমি এলাম পৃথিবীতে

নামটি লেথা হয়ে গেলো অনেক হৃদয়-লিপিতে

কিন্তু আজ ক'জনার হৃদয়-লিপিতে আমি আছি?

ক'জনেই আর এই আমারে মনে রাখতে রাজি?



এই করে মোর ১২টি বছর কেটেছিলো কোন খানে

আমার এই মনের আকুতি ক'জনেই বা জানে !



এরপর আমি এলাম এক নতুন জগতে

তবু আজও সেই স্মৃতিঘেরা পথ পারিনি ভুলে যেতে



এখান ছেড়েও যেতে হবে মোরে অজানা কোনো পথে

থাকবেকি কেউ সাথী হয়ে মোর বাঁধা-বিপত্তিতে?



আসলে সবই আমার অবচেতন,মনেরই তাড়না..

হয়তোবা তোমাদের মাঝে একদিন "নিসা" রইবেনা...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.