![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল
১৩ ই জুলাই,২০১২।বিকেল ৪.৩০ মিনিট।বরপক্ষ এসে হাজির।বুকটা অনবরত ধুক্ধুক্ করতেই লাগলো।মনে হলো এখনো বুঝি জেগে জেগে স্বপ্নই দেখছি।যা হচ্ছে কিছুতেই মিলাতে পারছিলামনা।
আমার হবু শ্বাশুড়ি মা আমার পাশে বসলেন,কিছু কথাবার্তা জিঙ্গেস ককরলেন।আমিও শান্ত মেয়ের মত সব উত্তর দিলাম।উনি আমাকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলেন।আমাকে দাঁড় করালেন তার সাথে যেন উচ্চতায় কোন অংশে কম না হয়ে যায়।আমার এবার খুবই রাগ হতে লাগলো।মনে মনে ভাবলাম,আমি কি কুরবানির গরু নাকি...??
যাক্,অবশেষে স্বপ্নের এনগেজমেন্ট রিং টা আমার হাতে শোবা পেল কিন্তু ওর হাত দিয়ে না,মায়ের হাত দিয়ে..।
তারপর।।।
দ'জনকে একা কথা বলতে বলা হল কিন্তু আমরা কেউই রাজি হলামনা।সো,দেখা এবং কথা ওখানেই শেষ।।
শুধু বের হয়ে সে একটা এস,এম,এস-ই করলো যেটা শুনার জন্য হয়তো আমি অপেক্ষায় ছিলাম।সে লিখলো.."এবার তুমি খুশি তো..!!আমি কিন্তু ভীষণ খুশি।"
উল্লেখ্য,আমরা সত্যিই দু'জন দু'জনকে একটা বারের জন্যও দেখার চেষ্টা করিনি।।দু'জনে শুধুমাত্র দু'জনের ফোনালাপেই মুগ্ধ ছিলাম আর মাত্র ৯ দিনের আলাপচারিতায় এতটাই কাছে চলে এলাম যে,না দেখেও দু'জনেই বুঝে নিয়েছিলাম যে,আমরা শুধু আমাদেরই জন্য...।।
এরই নাম হয়তো ভালোবাসা...।।
©somewhere in net ltd.