নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা › বিস্তারিত পোস্টঃ

কাছে আসার গল্পঃঅত:পর ভালোবাসা হয়ে গেলো (পর্বঃ৪)

২২ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৫

দেখা-শুনার পর্ব শেষ,আমার হাতেও শোভা পেলো ভালোবাসার আংটি।
তারপর....???
দিন যায়,রাত কাটে ...আমরা দু’জন কথার নদীতে ভেসে চলছি..।।আমাদের আর কে আটকায়..??
কিন্তু ভাবনায় পড়লাম তখন,যখন বিয়ের ব্যাপারে আর কোন কথা আসলো না।সবাই খুব টেনশনে পড়ে গেল।মেয়েদের পক্ষ হলে যা হয় আর কি,তাও আবার এরেন্জ ম্যারেজ..।আমরা শুধু দু’জন দু’জনের সাথেই কথা বলছি বাদ বাকি সব কিছুই নীরব।
আমার বাসা থেকে বিয়ের খুব চাপ আসছিল।এবার আমার মা-বাবা পুরোপুরি ভাবেই মনস্থ করেছে আমাকে এই যাত্রায় পার করেই ছাড়বে।কিছুতেই আর অপেক্ষা করতে রাজী নয়।আমার মায়ের বান্ধবীর এক ছেলে ছিল,যাকে মা মনে মনে একেবারে আমার জীবনসঙ্গী হিসেবে ঠিক করে রেখেছিল।এতদিন বলার সাহস করেনি কিন্তু যেইনা ওই ছেলেপক্ষ চুপ হয়ে গেল আমার মা এবার ঘটা করেই বান্ধবীর ছেলের ব্যাপারটা নিয়ে পেশ করে বসলো।ওই ছেলে পক্ষের নীরবতা দেখে মুটামুটি সবাই একটু একটু করে সায় দিতে লাগলো।
কিন্তু আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছিলামনা।কারণ,আমি যে ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম।
আমি আমার সব সমস্যার কথা ওকে খুলে বললাম কিন্তু ওরও নীরবতা দেখে আমি খুব কষ্ট পেলাম।ও আমাকে জানালো,ওর পরিবার আমাকে নিয়ে কনফিউসড।ওরা আরো সুন্দরী মেয়ে চায়।(আমার গায়ের রঙ ফর্সা নয়,শ্যাম বর্ণ)।আর ছেলে কিছুতেই পরিবারের বিরুদ্ধে যেতে পারবেনা।
আমি মানসিকভাবে ভেঙে পড়লাম।এমনিতেই ছোটবেলা থেকে এটা শুনে বড় হয়েছি যে,আমি কার মত হয়েছি!কারণ,আমার বাবা-মা আর একমাত্র ছোট ভাইটাও দুধে আলতা গায়ের রঙ,সেখানে আমি থাকতাম বড্ড বেশী বেমানান।তাই এমন একজনকেই জীবনে পেতে চেয়েছি,যার মধ্যে আমার গায়ের রঙ নিয়ে কোন হতাশা থাকবে না।যে শুধু আমাকে বিচার করবে আমার মাঝে লুকিয়ে থাকা প্রতিভা আর ভালো গুণাবলীগুলো নিয়ে।
কখনো কাউকে ভালোবাসতে যাইনি,পাছে যদি কালো বলে দূরে সরে যায় আর আজ যাকে পারিবারিক ভাবে কাছে পেয়েও ভালোবেসে কেন ভুল করতে গেলাম?এই অপরাধবোধই আমাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছিলো।তাহলে কার আশায় আমি এতটা দিন,এতটা বছর অপেক্ষায় ছিলাম।।কেন হলো এমনটা আমার সাথে.....???

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.