নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা

নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল

শারমিন নিসা › বিস্তারিত পোস্টঃ

হ্যাঁ রাজন,তোকেই বলছি...।।

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৫

বাবা রাজন,
নিশ্চয়ই তুই ওই দূর আকাশ থেকে আমাদের চিন্তাভাবনা আর এলোমেলো কর্মকান্ড দেখে দুঃখে-অভিমানে ভেঙে পড়ছিস..?? আর হয়তোবা বারে বারে চিৎকার করে বলছিস:কেন আমরা সহজ ব্যাপারগুলোকে এতটা জটিল করে তুলছি..!!
হ্যাঁ,এটাই আমাদের নীতি।।কেউ কাউকে মেরে ফেললে বা কারো উপর পাশবিক নির্যাতন চলছে সেটা হাতেনাতে ধরা পড়ার পরও আমরা বাহানা করতে জানি।।আমরা জানি,কি করলে সংবাদের শিরোনাম হতে পারি।।কার উপর দোষ চাপালে সমস্ত ঘটনা উল্টো দিকে মোড় নিতে পারে।।অথবা,কয়েকটা দিন টিভি,ফেবু আর পত্রিকায় আলোড়ন তৈরী করে সেটা সঠিক বিচার না পেয়েই ভুলে যেতে।।
কারণ,ঠিক ততদিনেই তোর রক্ত যে কেঁদে কেঁদে শুকিয়ে যাবে!! আর ঠিক তোর জায়গাটাতে আরেকজনের ঘটনা এসে জড়ো হবে।হতে পারে সেটা আরো ভয়ানক।।ভাবিসনা সেটা অসম্ভব কিছু,এর কারণও কিন্তু পানির মত পরিষ্কার।তোর শরীরের প্রতিটা আঘাতের শোধ তো নিতে পারবোনা,তাই আরেকবার এসব ঘটাতে কারো এতটুকু বুক কাঁপবেনা।।শুধু যে হারাবে সেই বুঝবে নৃশংসভাবে হারানোর জ্বালাটা কেমন।।
শোন বাবা,তোকে শুধু একটা শ্বান্তনাই এখন দিতে পারি,যেখানে আছিস জানি খুব ভালো আছিস,ভালো থাকবি।।মহান সৃষ্টিকর্তা অন্তত তোকে ফাঁকি দিবেন না।একদিন না একদিন তুই এর বিচার পাবিই পাবি।সেদিন তুই তোর দুঃখ আর কষ্টগুলোর শোধ নিস,কেউ তোকে বাঁধা দেবেনা।।
আর কাঁদিস না রাজন।।ভালো থাকিস।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.